কলকাতা, 18 জুলাই : আগামী 24 ঘণ্টা উত্তরবঙ্গে জারি থাকবে ভারী বৃষ্টিপাত ৷ আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার অর্থাৎ কাল থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতেও । বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে । দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আগামিকাল দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস ।
আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের ভারী বৃষ্টি পূর্বাভাস রয়েছে । আগামী সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাত চলবে । দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচটি জেলায় ভারী বৃষ্টি হবে । বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ।
আগামী 24 ঘণ্টায় কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকবে । পূর্বাভাস অনুযায়ী বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি বজায় থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে 90 শতাংশ ।
বিহার থেকে উত্তরবঙ্গ হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা । এর প্রভাবে আগামী কয়েকদিন উত্তরবঙ্গ, সিকিম ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, 21 জুলাই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে তৈরি হতে চলেছে একটি নিম্নচাপ । এই নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ-সহ বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন : রেল-মেট্রোর কাজের জন্যই জল জমছে কলকাতায়, অভিযোগ ফিরহাদের