কলকাতা, 22 জুন : উত্তরবঙ্গের জেলাগুলিতে আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । বৃহস্পতিবার ও শুক্রবার পাঁচ জেলায় এই বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে ।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে । আজ ও আগামীকাল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে । বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে কোচবিহার ,আলিপুরদুয়ারে । দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে আগামী 48 ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । এছাড়ও আগামী বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সর্তকতা রয়েছে । ভারী বৃষ্টি হবে মালদা , উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
দক্ষিণবঙ্গে আগামী 24 ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । তবে মঙ্গলবারের পর থেকে কমবে বৃষ্টির পরিমাণ । আগামী বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । তারা জানিয়েছে, আগামী দু'দিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । তবে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আদ্রর্তা জনিত অস্বস্তিকর গরম থাকবে। ওড়িশার উত্তর উপকূলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে । সেই সঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে পঞ্জাব থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত। এই নিম্নচাপ অক্ষরেখা হরিয়ানা , উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড ও ওড়িশা উপকুলের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে ।