ETV Bharat / city

ডেঙ্গি মোকাবিলায় অতিরিক্ত অর্থ বরাদ্দ, 15 দিনের মধ্যে প্রকোপ কমবে আশা স্বাস্থ্যদপ্তরের - health related news

18 নভেম্বর কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া মিলিয়ে মোট 23 টি হাসপাতালের জন্য ডেঙ্গি মোকাবিলায় অতিরিক্ত অর্থ হিসাবে 8 লাখ 95 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । ডেঙ্গি মোকাবিলায় এই মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে এই অর্থ ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে ।

প্রতীকী ছবি
author img

By

Published : Nov 21, 2019, 6:50 AM IST

কলকাতা, 21 নভেম্বর : ডেঙ্গি মোকাবিলায় কলকাতার পাঁচটি মেডিকেল কলেজ সহ মোট 23 টি সরকারি হাসপাতালের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ মোট 8 লাখ 95 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । তবে, এই পরিস্থিতির মধ্যেও রাজ্যের স্বাস্থ্যদপ্তরের দাবি, ইতিমধ্যেই ডেঙ্গির প্রকোপ কমতে শুরু করেছে । স্বাস্থ্য দপ্তরের আশা আরও 15 দিনের মধ্যে কমে যাবে ডেঙ্গির প্রকোপ । যদিও সরকারি চিকিৎসকরা জানিয়েছেন, প্রাকৃতিক কারণে ডেঙ্গির প্রকোপ কিছুটা কমতে পারে । তবে ডেঙ্গি মোকাবিলায় সময়মতো ব্যবস্থা গ্রহণ করা হলে চলতি বছরে এই ধরনের পরিস্থিতি দেখা দিত না ।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 47 হাজার ৷ ডেঙ্গিতে মৃতের সংখ্যা 23 । বেসরকারি মতে অবশ্য ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরও অনেক বেশি । স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সরকারি ঘোষণা অনুযায়ী ডেঙ্গিতে মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে । কারণ কোনও ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর পর ওই মৃত্যু ডেঙ্গির কারণে হয়েছে কি না তা খতিয়ে দেখে স্বাস্থ্যদপ্তর । ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এমন 12 টি ক্ষেত্রে খতিয়ে দেখবে স্বাস্থ্যদপ্তর । সূত্রের খবর, খতিয়ে দেখার পরে চলতি বছরে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে ।

ডেঙ্গির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, " ডেঙ্গির প্রকোপ ইতিমধ্যেই কমতে শুরু করেছে । আশা করা হচ্ছে আরও 15 দিনের মধ্যে ডেঙ্গি কমে যাবে ।" যদিও এ বিষয়ে রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটা বলেন, " ঠান্ডা পড়লে ডেঙ্গির প্রকোপ কমে যায় ৷ এটা ঠিক । তবে পরিস্থিতি এখনও যে রকম তাতে মনে হচ্ছে প্রাকৃতিক কারণে ডেঙ্গি কমে যাওয়ার আশায় রয়েছে ৷ " তিনি আরও বলেন, " সারা বছর ডেঙ্গি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এ ধরনের পরিস্থিতি দেখা দিত না ।" এ রাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "ডেঙ্গির প্রকোপ এখনও রয়েছে বলে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হল । ঠান্ডা পড়লে ডেঙ্গির প্রকোপ কমে যায় । তা হলে ডেঙ্গির প্রকোপ কমে যাওয়ার জন্য এখনও কি প্রকৃতির ওপর আমাদের নির্ভর করতে হবে?" তিনি আরও বলেন, "ডেঙ্গি মোকাবিলায় আগে থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে চলতি বছরে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না ।"

এ দিকে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ডেঙ্গি স্টেট অবজ়ারভার টিম গঠন করা হয়েছে । এই টিমগুলি কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা । শুধুমাত্র তাই নয় । 18 নভেম্বর কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া মিলিয়ে মোট 23 টি হাসপাতালের জন্য ডেঙ্গি মোকাবিলায় অতিরিক্ত অর্থ হিসাবে 8 লাখ 95 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । ডেঙ্গি মোকাবিলায় এই মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে এই অর্থ ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে ।

কলকাতা, 21 নভেম্বর : ডেঙ্গি মোকাবিলায় কলকাতার পাঁচটি মেডিকেল কলেজ সহ মোট 23 টি সরকারি হাসপাতালের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করা হয়েছে ৷ মোট 8 লাখ 95 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । তবে, এই পরিস্থিতির মধ্যেও রাজ্যের স্বাস্থ্যদপ্তরের দাবি, ইতিমধ্যেই ডেঙ্গির প্রকোপ কমতে শুরু করেছে । স্বাস্থ্য দপ্তরের আশা আরও 15 দিনের মধ্যে কমে যাবে ডেঙ্গির প্রকোপ । যদিও সরকারি চিকিৎসকরা জানিয়েছেন, প্রাকৃতিক কারণে ডেঙ্গির প্রকোপ কিছুটা কমতে পারে । তবে ডেঙ্গি মোকাবিলায় সময়মতো ব্যবস্থা গ্রহণ করা হলে চলতি বছরে এই ধরনের পরিস্থিতি দেখা দিত না ।

রাজ্য স্বাস্থ্যদপ্তরের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় 47 হাজার ৷ ডেঙ্গিতে মৃতের সংখ্যা 23 । বেসরকারি মতে অবশ্য ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের সংখ্যা আরও অনেক বেশি । স্বাস্থ্যদপ্তর সূত্রে খবর, সরকারি ঘোষণা অনুযায়ী ডেঙ্গিতে মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে । কারণ কোনও ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর পর ওই মৃত্যু ডেঙ্গির কারণে হয়েছে কি না তা খতিয়ে দেখে স্বাস্থ্যদপ্তর । ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এমন 12 টি ক্ষেত্রে খতিয়ে দেখবে স্বাস্থ্যদপ্তর । সূত্রের খবর, খতিয়ে দেখার পরে চলতি বছরে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে ।

ডেঙ্গির সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, " ডেঙ্গির প্রকোপ ইতিমধ্যেই কমতে শুরু করেছে । আশা করা হচ্ছে আরও 15 দিনের মধ্যে ডেঙ্গি কমে যাবে ।" যদিও এ বিষয়ে রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের সাধারণ সম্পাদক চিকিৎসক মানস গুমটা বলেন, " ঠান্ডা পড়লে ডেঙ্গির প্রকোপ কমে যায় ৷ এটা ঠিক । তবে পরিস্থিতি এখনও যে রকম তাতে মনে হচ্ছে প্রাকৃতিক কারণে ডেঙ্গি কমে যাওয়ার আশায় রয়েছে ৷ " তিনি আরও বলেন, " সারা বছর ডেঙ্গি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এ ধরনের পরিস্থিতি দেখা দিত না ।" এ রাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "ডেঙ্গির প্রকোপ এখনও রয়েছে বলে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হল । ঠান্ডা পড়লে ডেঙ্গির প্রকোপ কমে যায় । তা হলে ডেঙ্গির প্রকোপ কমে যাওয়ার জন্য এখনও কি প্রকৃতির ওপর আমাদের নির্ভর করতে হবে?" তিনি আরও বলেন, "ডেঙ্গি মোকাবিলায় আগে থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে চলতি বছরে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না ।"

এ দিকে সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ডেঙ্গি স্টেট অবজ়ারভার টিম গঠন করা হয়েছে । এই টিমগুলি কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা । শুধুমাত্র তাই নয় । 18 নভেম্বর কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া মিলিয়ে মোট 23 টি হাসপাতালের জন্য ডেঙ্গি মোকাবিলায় অতিরিক্ত অর্থ হিসাবে 8 লাখ 95 হাজার টাকা বরাদ্দ করা হয়েছে । ডেঙ্গি মোকাবিলায় এই মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে এই অর্থ ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে ।

Intro:কলকাতা, ২০ নভেম্বর: ডেঙ্গি মোকাবিলায় কলকাতার পাঁচটি মেডিকেল কলেজ সহ মোট ২৩টি সরকারি হাসপাতালের জন্য সম্প্রতি অতিরিক্ত অর্থ হিসাবে আট লক্ষ ৯৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তবে, এই পরিস্থিতির মধ্যেও রাজ্যের স্বাস্থ্য দপ্তরের দাবি, ইতিমধ্যেই ডেঙ্গির প্রকোপ কমতে শুরু করেছে। এবং, স্বাস্থ্য দপ্তরের আশা, আরও দিন ১৫-র মধ্যে কমে যাবে ডেঙ্গি। যদিও সরকারি চিকিৎসকরা জানিয়েছেন, প্রাকৃতিক কারণে ডেঙ্গির প্রকোপ কিছুটা কমতে পারে। তবে, ডেঙ্গি মোকাবিলায় সময় মতো কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে, চলতি বছরে এই ধরনের পরিস্থিতি দেখা দিত না।
Body:রাজ্য স্বাস্থ্য দপ্তরের ঘোষণা অনুযায়ী, চলতি বছরে এখনও পর্যন্ত এ রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৪৭ হাজারের মতো। এবং, চলতি বছরে ডেঙ্গিতে মৃতের সংখ্যা ২৩। বেসরকারি মতে অবশ্য ডেঙ্গিতে আক্রান্ত এবং মৃতের এই সংখ্যা আরও অনেক বেশি। স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, সরকারি ঘোষণা অনুযায়ী ডেঙ্গিতে মৃতের সংখ্যা আরও বাড়তে চলেছে। কারণ, কোনও ডেঙ্গি আক্রান্তের মৃত্যুর পরে, ওই মৃত্যু ডেঙ্গির কারণে হয়েছে কি না, তা খতিয়ে দেখে স্বাস্থ্য দপ্তর। ডেঙ্গি আক্রান্তের মৃত্যু হয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও এমন ১২টি ক্ষেত্রে খতিয়ে দেখবে স্বাস্থ্য দপ্তর। সূত্রের খবর, খতিয়ে দেখার পরে চলতি বছরে ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ডেঙ্গির সর্বশেষ পরিস্থিতির বিষয়ে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয়কুমার চক্রবর্তীর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ডেঙ্গির প্রকোপ ইতিমধ্যেই কমতে শুরু করেছে। আশা করা হচ্ছে, আরও দিন ১৫-র মধ্যে ডেঙ্গি কমে যাবে।" যদিও, এই বিষয়ে এ রাজ্যের সরকারি চিকিৎসকদের একটি সংগঠন, অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক মানস গুমটা বলেন, "ঠান্ডা পড়লে ডেঙ্গির প্রকোপ কমে যায়, এটা ঠিক। তবে, পরিস্থিতি এখনও যে রকম, তাতে মনে হচ্ছে, প্রাকৃতিক কারণে ডেঙ্গি কমে যাওয়ার আশায় রয়েছে স্বাস্থ্য দপ্তর।" তিনি বলেন, "সারা বছর ডেঙ্গি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে এই ধরনের পরিস্থিতি দেখা দিত না।" এ রাজ্যের সরকারি চিকিৎসকদের অন্য একটি সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজল বিশ্বাস বলেন, "ডেঙ্গির প্রকোপ এখনও রয়েছে বলে মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলির জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ করতে হল। ঠান্ডা পড়লে ডেঙ্গির প্রকোপ কমে যায়। তা হলে, ডেঙ্গির প্রকোপ কমে যাওয়ার জন্য এখনও কি প্রকৃতির ওপর আমাদের নির্ভর করতে হবে?" তিনিও বলেন, "ডেঙ্গি মোকাবিলায় আগে থেকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে চলতি বছরে এই ধরনের পরিস্থিতি তৈরি হতো না।"
Conclusion:গোটা বছর ডেঙ্গির মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হলে, সরকারি ঘোষণা অনুযায়ী এতগুলি মৃত্যু এড়ানো যেত বলেও জানিয়েছেন সরকারি চিকিৎসকরা। এ দিকে, সরকারি মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে ডেঙ্গির পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই ডেঙ্গি স্টেট অবজারভার টিম গঠন করা হয়েছে। এই টিমগুলি কাজ শুরু করে দিয়েছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা। শুধুমাত্র তাই নয়। গত ১৮ নভেম্বর কলকাতার পাঁচটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের পাশাপাশি কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া মিলিয়ে মোট ২৩টি হাসপাতালের জন্য ডেঙ্গি মোকাবিলায় অতিরিক্ত অর্থ হিসাবে আট লক্ষ ৯৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। ডেঙ্গি মোকাবিলায় এই মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে এই অর্থ ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে।
_______




ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.