ETV Bharat / city

দক্ষিণে অস্বস্তির গরম, উত্তরে পূর্বাভাস বৃষ্টির - রাজ্যের আবহাওয়া

গত কয়েক দিনে দক্ষিণ বঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়েছে । আগামী দু'তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে । এরপরও স্বাভাবিকের থেকে বেশিই থাকবে তাপমাত্রার পারদ । ফলে স্বস্তি ফিরবে না ।

Heat of discomfort in the south Bengal and rain forecast in north Bengal
Heat of discomfort in the south Bengal and rain forecast in north Bengal
author img

By

Published : Mar 2, 2021, 12:35 PM IST

Updated : Mar 2, 2021, 1:36 PM IST

কলকাতা, 2 মার্চ : আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট চলবে । কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদের সকালে কুয়াশার দাপট থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । উত্তরবঙ্গে বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে । এছাড়াও আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েক দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়েছে । আগামী দু'তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে । এরপরও স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রার পারদ । ফলে স্বস্তি ফিরবে না । বঙ্গোপসাগর থেকে গরম জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করায় অস্বস্তিকর আদ্রতাজনিত গরম থাকবে ।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই অস্বস্তিকর গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ

কলকাতায় আজ সকালে হালকা কুয়াশাআচ্ছন্ন আকাশ ছিল । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে । আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35. 2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ, সর্বনিম্ন 24 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।

পূবালী হাওয়ার দাপট বেশি থাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে গরম জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে । জলীয় বাষ্পপূর্ণ বাতাসের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে । এই সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

কলকাতা, 2 মার্চ : আগামী 24 ঘণ্টায় দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট চলবে । কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদীয়া, মুর্শিদাবাদের সকালে কুয়াশার দাপট থাকবে, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে । উত্তরবঙ্গে বেশকিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পঙে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার আলিপুরদুয়ারে । এছাড়াও আগামী 24 ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত কয়েক দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি পর্যন্ত বেড়েছে । আগামী দু'তিন দিনে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে । এরপরও স্বাভাবিকের থেকে বেশি থাকবে তাপমাত্রার পারদ । ফলে স্বস্তি ফিরবে না । বঙ্গোপসাগর থেকে গরম জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করায় অস্বস্তিকর আদ্রতাজনিত গরম থাকবে ।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই অস্বস্তিকর গরমে পুড়ছে দক্ষিণবঙ্গ

কলকাতায় আজ সকালে হালকা কুয়াশাআচ্ছন্ন আকাশ ছিল । যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে । আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35. 2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি বেশি । গত 24 ঘণ্টায় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 95 শতাংশ, সর্বনিম্ন 24 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 35 ও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।

পূবালী হাওয়ার দাপট বেশি থাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে গরম জলীয় বাষ্পপূর্ণ বাতাস প্রবেশ করছে রাজ্যে । জলীয় বাষ্পপূর্ণ বাতাসের পরিমাণ বেশি থাকায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট রয়েছে । এই সঙ্গে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিকর গরমের অনুভূতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ।

Last Updated : Mar 2, 2021, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.