ETV Bharat / city

Heart Surgery: চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি - কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ

চিকিৎসকের অভাবে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (Calcutta National Medical College) কার্ডিওলজি বিভাগ বন্ধ । বুধবার এই নিয়ে বিক্ষোভ দেখাল মেডিক্যাল সার্ভিস সেন্টার (Medical Service Centre) । সুপারের কাছে ডেপুটেশনও জমা দেয় ৷

Heart surgery closed at Calcutta National Medical College for lack of doctors
Heart Surgery: চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি
author img

By

Published : Jul 27, 2022, 9:31 PM IST

কলকাতা, 27 জুলাই : চিকিৎসকের অভাবে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (Calcutta National Medical College) বন্ধ কার্ডিওলজি বিভাগ । সেই হাসপাতালের দু’জন চিকিৎসকের কেউই নেই । তাই চিকিৎসক না থাকায় বন্ধ থাকছে হার্ট সার্জারি (Heart Surgery) । বুধবার এই নিয়ে বিক্ষোভ দেখাল মেডিক্যাল সার্ভিস সেন্টার (Medical Service Centre) ।

Heart surgery closed at Calcutta National Medical College for lack of doctors
চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের কার্ডিওথোরাসিক বিভাগে ছিলেন দুই জন চিকিৎসক । হার্ট অপারেশনের দায়িত্বে ছিলেন চিকিৎসক সংযুক্তা রায় ও বিভাগীয় প্রধান আশিস মণ্ডল । স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, গত 19 জুলাই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এই দু’জন চিকিৎসকের বদলি হয় । আর তারপর থেকেই বন্ধ ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের হার্ট অপারেশন ।

Heart surgery closed at Calcutta National Medical College for lack of doctors
চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

মেডিকেল সার্ভিস সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন, "বহু দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ চিকিৎসা করাতে আসেন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে । তবে সেই হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভাগ হার্ট সার্জারি, যা রাজ্য সরকার তুলে দেওয়া পরিকল্পনা করছে । এর ফলে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে । তাই জন্য আমরা হাসপাতালে সুপারকে ডেপুটেশন জমা দিয়েছি । তবে তাঁকে দেখে কোনোভাবেই মনে হয়নি, তিনি এই বিষয়টা নিয়ে চিন্তিত । তাই দরকার হলে আমরা এর বিরোধিতা করে আবারও রাস্তায় নামব ৷"

Heart surgery closed at Calcutta National Medical College for lack of doctors
চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

অ্যানেস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের ছাত্র মৃন্ময় বসাক বলেন, "আচমকাই আমাদের কাছে এটি নোটিশ আসে । যেখানে বলা হচ্ছে আমাদের যে আরএমও ছিলেন, তা ছাড়া সেসব চিকিৎসক ও অধ্যক্ষ ছিলেন তাঁদের অন্য জায়গায় বদলি করা হয়েছে । এর ফলে আমরা বিভিন্ন জিনিস শেখার থেকে বঞ্চিত থাকছি । এর ফলে রোগীদের পাশাপাশি মেডিক্যাল শিক্ষার ক্ষতি হচ্ছে ৷"

Heart surgery closed at Calcutta National Medical College for lack of doctors
চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

আরও পড়ুন : SSKM Hospital: এসএসকেএমের উপর আদালতের আস্থা হারানো লজ্জার, মত ওই হাসপাতালেরই চিকিৎসকের

কলকাতা, 27 জুলাই : চিকিৎসকের অভাবে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে (Calcutta National Medical College) বন্ধ কার্ডিওলজি বিভাগ । সেই হাসপাতালের দু’জন চিকিৎসকের কেউই নেই । তাই চিকিৎসক না থাকায় বন্ধ থাকছে হার্ট সার্জারি (Heart Surgery) । বুধবার এই নিয়ে বিক্ষোভ দেখাল মেডিক্যাল সার্ভিস সেন্টার (Medical Service Centre) ।

Heart surgery closed at Calcutta National Medical College for lack of doctors
চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের কার্ডিওথোরাসিক বিভাগে ছিলেন দুই জন চিকিৎসক । হার্ট অপারেশনের দায়িত্বে ছিলেন চিকিৎসক সংযুক্তা রায় ও বিভাগীয় প্রধান আশিস মণ্ডল । স্বাস্থ্য দফতরের নির্দেশিকা অনুযায়ী, গত 19 জুলাই কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজের এই দু’জন চিকিৎসকের বদলি হয় । আর তারপর থেকেই বন্ধ ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের হার্ট অপারেশন ।

Heart surgery closed at Calcutta National Medical College for lack of doctors
চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

মেডিকেল সার্ভিস সেন্টারের এক্সিকিউটিভ মেম্বার চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন, "বহু দূরদূরান্ত থেকে সাধারণ মানুষ চিকিৎসা করাতে আসেন ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজে । তবে সেই হাসপাতালের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিভাগ হার্ট সার্জারি, যা রাজ্য সরকার তুলে দেওয়া পরিকল্পনা করছে । এর ফলে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে । তাই জন্য আমরা হাসপাতালে সুপারকে ডেপুটেশন জমা দিয়েছি । তবে তাঁকে দেখে কোনোভাবেই মনে হয়নি, তিনি এই বিষয়টা নিয়ে চিন্তিত । তাই দরকার হলে আমরা এর বিরোধিতা করে আবারও রাস্তায় নামব ৷"

Heart surgery closed at Calcutta National Medical College for lack of doctors
চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

অ্যানেস্থেসিয়া বিভাগের প্রথম বর্ষের ছাত্র মৃন্ময় বসাক বলেন, "আচমকাই আমাদের কাছে এটি নোটিশ আসে । যেখানে বলা হচ্ছে আমাদের যে আরএমও ছিলেন, তা ছাড়া সেসব চিকিৎসক ও অধ্যক্ষ ছিলেন তাঁদের অন্য জায়গায় বদলি করা হয়েছে । এর ফলে আমরা বিভিন্ন জিনিস শেখার থেকে বঞ্চিত থাকছি । এর ফলে রোগীদের পাশাপাশি মেডিক্যাল শিক্ষার ক্ষতি হচ্ছে ৷"

Heart surgery closed at Calcutta National Medical College for lack of doctors
চিকিৎসকের অভাবে ন্যাশনাল মেডিক্যালে বন্ধ হার্ট সার্জারি

আরও পড়ুন : SSKM Hospital: এসএসকেএমের উপর আদালতের আস্থা হারানো লজ্জার, মত ওই হাসপাতালেরই চিকিৎসকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.