কলকাতা, 2 জুন : নারদা মামলা ভিন রাজ্যে সরাতে চায় সিবিআই ৷ সেই আবেদনের ভিত্তিতে আজ শুনানি চলছে কলকাতা হাইকোর্টের পাঁচ বিচারপতির বেঞ্চে । গতকাল সিবিআইয়ের তরফে ভিন রাজ্যে মামলা সরানোর পক্ষে সওয়াল করেছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহেতা । এদিনও চলল সওয়াল-জবাব ৷
আজকের শুনানিতে সলিসিটর জেনারেল বলেন, "17 মে চার হেভিওয়েটের গ্রেফতারির পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে সাধারণ মানুষের মনে হতেই পারে যে সেদিন ওই অবস্থায় নিম্ন আদালতে বিচারকের পক্ষে সুবিচার করা সম্ভব হয়নি ।" সলিসিটর জেনারেলের এই কথার পর বিচারপতি সৌমেন সেন বলেন, "মানুষের মনে কী ধারণা তৈরি হয়েছে তার জন্য কি আইন-কানুন ভুলে যেতে হবে ?" বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সলিসিটর জেনারেলের উদ্দেশে বলেন, "আপনার সব অভিযোগ যদি সত্যি বলে ধরে নিই তাহলে প্রশ্ন ওঠে, এই সাধারণ মানুষ কে ? তার সংজ্ঞা কী ? তিনি কি শিক্ষিত ? তিনি কি রাজনৈতিক শিক্ষায় শিক্ষিত মানুষ ? তিনি কোনও রাজনৈতিক দলের সমর্থক ?"
আরও পড়ুন : ধৃত চার নেতার জামিন খারিজের শুনানি বুধেই , গৃহিত হল না তাঁদের আবেদন
বেঞ্চের আরেক বিচারপতি হরিশ ট্যান্ডন বলেন , "মনে করুন আদালতে একটি জামিনের মামলা চলছে । প্রচুর মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন । জামিন চাইছে । বিচারক কী করবেন ? জামিন না দিলে বিক্ষোভ বাড়তে পারে আবার জামিন দিলে আরও বেশি ক্ষতি হতে পারে । কী করা উচিত ? "