কলকাতা, ৩ এপ্রিল : "আমি আটবার জিতেছি। আমার সঙ্গে লড়তে হলে উনি কমপক্ষে কাউন্সিলর ভোটে জিতে আসুক। আটবার জেতা একটা লোকের সঙ্গে লড়তে গেলে মিনিমাম রেকর্ড থাকতে হবে তো।" কলকাতা উত্তর কেন্দ্রের BJP প্রার্থী রাহুল সিনহাকে এই ভাষাতেই কটাক্ষ করলেন ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর কেন্দ্রে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে BJP প্রার্থী ছিলেন রাহুল সিনহা। সেবার প্রচুর ভোটে হেরেছিলেন তিনি। এবারের নির্বাচনেও সুদীপের বিরুদ্ধে প্রার্থী তিনিই। তবে, রাহুল সিনহাকে প্রতিদ্বন্দ্বী ভাবতে নারাজ সুদীপবাবু।
গতকাল এক কর্মীসভায় তিনি বলেন, "BJP প্রার্থী যিনি আমার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তিনি গতবার পরাজিত হন। তারপর বিধানসভায় স্মিতা বক্সির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তখনও জেতেননি। আমি চাইছিলাম কমপক্ষে উনি কাউন্সিলর ভোটে জিতে আসুক। আটবার জেতা লোকের সঙ্গে লড়তে গেলে কোথাও একটা মিনিমাম জেতার রেকর্ড থাকতে হবে তো। না হলে লড়াইয়ের ক্ষেত্রে বড্ড যেন ফারাক হয়ে যাচ্ছে। কেউ ৯ বার জিততে যাচ্ছে। আর কেউ বা ৯ বার হারতে যাচ্ছে।"