ETV Bharat / city

College Service Commission: কলেজে লাইব্রেরিয়ান নিয়োগে অনিয়মের অভিযোগ, হলফনামা চাইল হাইকোর্ট - কলকাতা হাইকোর্ট

কলেজের লাইব্রেরিয়ান পদে নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা করা হল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য তলব করেছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়(Justice Arindam Mukherjee)।

HC summons report from College Service Commission in librarian recruitment
high court
author img

By

Published : Jun 29, 2022, 8:19 PM IST

কলকাতা, 29 জুন: এসএসসি দুর্নীতির পর এবার কলেজে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠল । কলেজের লাইব্রেরিয়ান পদে নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা করা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। অভিযোগ, পদের যোগ্য প্রার্থীদের নিয়োগ না-করে কম নম্বর পাওয়া প্রার্থীদের নিয়োগ করা হয়েছে । তারপরই নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য তলব করেছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় (Justice Arindam Mukherjee)।

অভিযোগ, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য 2019 সালে বিজ্ঞপ্তি জারি করেছিল কলেজ সার্ভিস কমিশন । বিজ্ঞপ্তির সব শর্ত পূরণ না করে ওই পদে নিয়োগ পেয়েছেন বহু প্রার্থী । মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে তার চেয়ে কম নাম্বার পাওয়া সত্ত্বেও অনেককে নিয়োগ করা হয়েছে । মামলাকারী অন্তত 10 জন প্রার্থীর কথা জানিয়েছেন যাঁরা কম নম্বর পাওয়া সত্ত্বেও নিযুক্ত হয়েছেন । যদিও প্রক্রিয়ায় কোনওরকমের কারচুপি হয়নি বলে দাবি করেছে কলেজ সার্ভিস কমিশন ।

এদিন আদালতের নির্দেশ, যে দশ জনের বিরুদ্ধে মামলাকারীরা অভিযোগ করেছেন তাঁদের কবে ইন্টারভিউ নেওয়া হয়েছে ও কখন এবং কোথায় তাঁদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে । যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের সকলের নাম ঠিকানা জানাতে হবে হলফনামায় । পাশাপাশি যে মেধা তালিকা তৈরি করা হয়েছিল তার মেয়াদ কবে শেষ হয়েছে । আর যে পদ ফাঁকা ছিল, সেই পদগুলো সব পূরণ হয়েছে কি না, যাঁরা কৃতকার্য হয়েছে তাঁদের কে কত নম্বর পেয়েছে, জানাতে হবে আদালতকে (HC summons report from College Service Commission in librarian recruitment)।

আরও পড়ুন: নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ! খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের

ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের বিভিন্ন বিষয়ে নম্বরের বিভাজনও জানাতে হবে আদালতকে । একই সঙ্গে জানাতে হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও । মামলার আবেদনকারীরও শিক্ষাগত যোগ্যতা জানাতে হবে । আগামী 15 জুলাই-এর মধ্যে কলেজ সার্ভিস কমিশনকে (College Service Commission) হলফনামা দিয়ে সমস্ত তথ্য জানাতে হবে আদালতকে । 21 জুলাই হবে পরবর্তী শুনানি ৷

কলকাতা, 29 জুন: এসএসসি দুর্নীতির পর এবার কলেজে নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠল । কলেজের লাইব্রেরিয়ান পদে নিয়োগে অনিয়মের অভিযোগে মামলা করা হল কলকাতা হাইকোর্টে (Calcutta High Court)। অভিযোগ, পদের যোগ্য প্রার্থীদের নিয়োগ না-করে কম নম্বর পাওয়া প্রার্থীদের নিয়োগ করা হয়েছে । তারপরই নিয়োগ সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য তলব করেছেন বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায় (Justice Arindam Mukherjee)।

অভিযোগ, রাজ্য সরকারের সাহায্যপ্রাপ্ত কলেজগুলিতে লাইব্রেরিয়ান পদে নিয়োগের জন্য 2019 সালে বিজ্ঞপ্তি জারি করেছিল কলেজ সার্ভিস কমিশন । বিজ্ঞপ্তির সব শর্ত পূরণ না করে ওই পদে নিয়োগ পেয়েছেন বহু প্রার্থী । মাধ্যমিক-উচ্চমাধ্যমিক স্তরে তার চেয়ে কম নাম্বার পাওয়া সত্ত্বেও অনেককে নিয়োগ করা হয়েছে । মামলাকারী অন্তত 10 জন প্রার্থীর কথা জানিয়েছেন যাঁরা কম নম্বর পাওয়া সত্ত্বেও নিযুক্ত হয়েছেন । যদিও প্রক্রিয়ায় কোনওরকমের কারচুপি হয়নি বলে দাবি করেছে কলেজ সার্ভিস কমিশন ।

এদিন আদালতের নির্দেশ, যে দশ জনের বিরুদ্ধে মামলাকারীরা অভিযোগ করেছেন তাঁদের কবে ইন্টারভিউ নেওয়া হয়েছে ও কখন এবং কোথায় তাঁদের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে । যাঁরা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাঁদের সকলের নাম ঠিকানা জানাতে হবে হলফনামায় । পাশাপাশি যে মেধা তালিকা তৈরি করা হয়েছিল তার মেয়াদ কবে শেষ হয়েছে । আর যে পদ ফাঁকা ছিল, সেই পদগুলো সব পূরণ হয়েছে কি না, যাঁরা কৃতকার্য হয়েছে তাঁদের কে কত নম্বর পেয়েছে, জানাতে হবে আদালতকে (HC summons report from College Service Commission in librarian recruitment)।

আরও পড়ুন: নবম-দ্বাদশের শিক্ষক নিয়োগের পরীক্ষায় একাধিক প্রশ্ন ভুল ! খতিয়ে দেখতে নির্দেশ হাইকোর্টের

ইন্টারভিউতে ডাক পাওয়া চাকরি প্রার্থীদের বিভিন্ন বিষয়ে নম্বরের বিভাজনও জানাতে হবে আদালতকে । একই সঙ্গে জানাতে হবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা সম্পর্কেও । মামলার আবেদনকারীরও শিক্ষাগত যোগ্যতা জানাতে হবে । আগামী 15 জুলাই-এর মধ্যে কলেজ সার্ভিস কমিশনকে (College Service Commission) হলফনামা দিয়ে সমস্ত তথ্য জানাতে হবে আদালতকে । 21 জুলাই হবে পরবর্তী শুনানি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.