কলকাতা, 19 মে : শুভেন্দু অধিকারীর বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় 14 জুন পূর্ব মেদিনীপুরের এসপি-কে সমগ্র ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থা এদিন এই নির্দেশ দিয়েছেন । ওয়ারেন্ট ছাড়া কীভাবে তাঁর অফিসে তল্লাশি চালানো হল ! রাজ্যের কী আইন কানুন নেই, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu moves HC)।
আর শুভেন্দু অধিকারীর বাড়ি ও অফিসে তল্লাশির এই ঘটনায় পুলিশের আচরণে ক্ষুব্ধ হলেন বিচারপতি রাজাশেখর মান্থা (HC seeks SP report on Police raid at Suvendu Adhikari House)। বিচারপতি বলেন, "যাঁর বিরুদ্ধে অভিযোগ নেই, তাঁর বাড়ি ও কার্যালয়ে 100 পুলিশ দিয়ে তল্লাশি কোনওভাবেই কাম্য নয় ।" পুলিশের ব্যবহার দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিচারপতি রাজশেখর মান্থা ।
শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "কোনও ওয়ারেন্ট ছাড়া, বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে । হঠাৎ করেই পুলিশ আসে ও তল্লাশি চালায় ।" রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, "তমলুক কো-অপারেটিভ অ্যাগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ম্যানেজার মহুয়া জানা পালের বিরুদ্ধে অভিযোগ ছিল । পুলিশের কাছে খবরও ছিল, তিনি ওই অফিস বা কার্যালয়ে আছেন । তবে উনি ওখানে ছিলেন না । এখানে মামলাকারীকে হেনস্তা করার কোনও ভাবনা পুলিশের ছিল না ।"
বিচারপতি বলেন, "পুলিশ যে কোনও বিষয়ে তদন্ত করতেই পারে । তাদের সমস্ত এক্তিয়ার আছে । তবে এটা দুঃখজনক দিক । মামলাকারী একজন বিরোধী দলনেতা ।" রাজ্যের তরফে আইনজীবী সম্রাট সেন বলেন, "প্রয়োজনে রাজ্য ডিটেল রিপোর্ট ফাইল করতে পারে ৷" তারপরই বিচারপতি পূর্ব মেদিনীপুরের এসপিকে সমগ্র ঘটনায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন : Suvendu moves HC: ওয়ারেন্ট ছাড়া কীভাবে তাঁর অফিসে তল্লাশি ? হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু
প্রসঙ্গত, গত রবিবার কেন আগাম কোনও সূচনা ও সার্চ ওয়ারেন্ট ছাড়াই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে হানা দেয় পুলিশ, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে । সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ।