ETV Bharat / city

HC on Police Raid at Suvendu's House : শুভেন্দুর বাড়িতে পুলিশি তল্লাশি কেন ? এসপির রিপোর্ট তলব হাইকোর্টের - Suvendu moves HC

শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশি তল্লাশি কেন করা হয়েছে সেই বিষয়ে এবার এসপির রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট (HC seeks SP report on Police raid at Suvendu Adhikari House)৷ ওয়ারেন্ট ছাড়া কীভাবে তাঁর অফিসে তল্লাশি চালানো হল ! রাজ্যের কী আইন কানুন নেই, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu moves HC) ৷

HC seeks SP report on Police raid at Suvendu Adhikari House
HC
author img

By

Published : May 19, 2022, 4:07 PM IST

Updated : May 19, 2022, 8:09 PM IST

কলকাতা, 19 মে : শুভেন্দু অধিকারীর বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় 14 জুন পূর্ব মেদিনীপুরের এসপি-কে সমগ্র ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থা এদিন এই নির্দেশ দিয়েছেন । ওয়ারেন্ট ছাড়া কীভাবে তাঁর অফিসে তল্লাশি চালানো হল ! রাজ্যের কী আইন কানুন নেই, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu moves HC)।

আর শুভেন্দু অধিকারীর বাড়ি ও অফিসে তল্লাশির এই ঘটনায় পুলিশের আচরণে ক্ষুব্ধ হলেন বিচারপতি রাজাশেখর মান্থা (HC seeks SP report on Police raid at Suvendu Adhikari House)। বিচারপতি বলেন, "যাঁর বিরুদ্ধে অভিযোগ নেই, তাঁর বাড়ি ও কার্যালয়ে 100 পুলিশ দিয়ে তল্লাশি কোনওভাবেই কাম্য নয় ।" পুলিশের ব্যবহার দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিচারপতি রাজশেখর মান্থা ।

শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "কোনও ওয়ারেন্ট ছাড়া, বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে । হঠাৎ করেই পুলিশ আসে ও তল্লাশি চালায় ।" রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, "তমলুক কো-অপারেটিভ অ্যাগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ম্যানেজার মহুয়া জানা পালের বিরুদ্ধে অভিযোগ ছিল । পুলিশের কাছে খবরও ছিল, তিনি ওই অফিস বা কার্যালয়ে আছেন । তবে উনি ওখানে ছিলেন না । এখানে মামলাকারীকে হেনস্তা করার কোনও ভাবনা পুলিশের ছিল না ।"

বিচারপতি বলেন, "পুলিশ যে কোনও বিষয়ে তদন্ত করতেই পারে । তাদের সমস্ত এক্তিয়ার আছে । তবে এটা দুঃখজনক দিক । মামলাকারী একজন বিরোধী দলনেতা ।" রাজ্যের তরফে আইনজীবী সম্রাট সেন বলেন, "প্রয়োজনে রাজ্য ডিটেল রিপোর্ট ফাইল করতে পারে ৷" তারপরই বিচারপতি পূর্ব মেদিনীপুরের এসপিকে সমগ্র ঘটনায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন : Suvendu moves HC: ওয়ারেন্ট ছাড়া কীভাবে তাঁর অফিসে তল্লাশি ? হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

প্রসঙ্গত, গত রবিবার কেন আগাম কোনও সূচনা ও সার্চ ওয়ারেন্ট ছাড়াই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে হানা দেয় পুলিশ, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে । সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ।

শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশির ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের

কলকাতা, 19 মে : শুভেন্দু অধিকারীর বাড়ি ও অফিসে তল্লাশির ঘটনায় 14 জুন পূর্ব মেদিনীপুরের এসপি-কে সমগ্র ঘটনার রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । বিচারপতি রাজাশেখর মান্থা এদিন এই নির্দেশ দিয়েছেন । ওয়ারেন্ট ছাড়া কীভাবে তাঁর অফিসে তল্লাশি চালানো হল ! রাজ্যের কী আইন কানুন নেই, এই প্রশ্ন তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu moves HC)।

আর শুভেন্দু অধিকারীর বাড়ি ও অফিসে তল্লাশির এই ঘটনায় পুলিশের আচরণে ক্ষুব্ধ হলেন বিচারপতি রাজাশেখর মান্থা (HC seeks SP report on Police raid at Suvendu Adhikari House)। বিচারপতি বলেন, "যাঁর বিরুদ্ধে অভিযোগ নেই, তাঁর বাড়ি ও কার্যালয়ে 100 পুলিশ দিয়ে তল্লাশি কোনওভাবেই কাম্য নয় ।" পুলিশের ব্যবহার দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন বিচারপতি রাজশেখর মান্থা ।

শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী বিল্বদল ভট্টাচার্য বলেন, "কোনও ওয়ারেন্ট ছাড়া, বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে । হঠাৎ করেই পুলিশ আসে ও তল্লাশি চালায় ।" রাজ্যের আইনজীবী সম্রাট সেন বলেন, "তমলুক কো-অপারেটিভ অ্যাগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ম্যানেজার মহুয়া জানা পালের বিরুদ্ধে অভিযোগ ছিল । পুলিশের কাছে খবরও ছিল, তিনি ওই অফিস বা কার্যালয়ে আছেন । তবে উনি ওখানে ছিলেন না । এখানে মামলাকারীকে হেনস্তা করার কোনও ভাবনা পুলিশের ছিল না ।"

বিচারপতি বলেন, "পুলিশ যে কোনও বিষয়ে তদন্ত করতেই পারে । তাদের সমস্ত এক্তিয়ার আছে । তবে এটা দুঃখজনক দিক । মামলাকারী একজন বিরোধী দলনেতা ।" রাজ্যের তরফে আইনজীবী সম্রাট সেন বলেন, "প্রয়োজনে রাজ্য ডিটেল রিপোর্ট ফাইল করতে পারে ৷" তারপরই বিচারপতি পূর্ব মেদিনীপুরের এসপিকে সমগ্র ঘটনায় রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছেন ।

আরও পড়ুন : Suvendu moves HC: ওয়ারেন্ট ছাড়া কীভাবে তাঁর অফিসে তল্লাশি ? হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু

প্রসঙ্গত, গত রবিবার কেন আগাম কোনও সূচনা ও সার্চ ওয়ারেন্ট ছাড়াই নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিধায়ক কার্যালয়ে হানা দেয় পুলিশ, তা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে । সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ৷ এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে মুখ্যসচিবের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু অধিকারী ।

শুভেন্দু অধিকারীর বাড়িতে তল্লাশির ঘটনায় রিপোর্ট তলব হাইকোর্টের
Last Updated : May 19, 2022, 8:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.