কলকাতা, 25 এপ্রিল : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিজেপি বিধায়কের বিধানসভা থেকে সাসপেনশন সংক্রান্ত মামলায় রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের (HC seeks affidavit of state government in BJP MLAs suspension case)। 2 মে-র মধ্যে রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে এ ব্যাপারে স্পিকারের বক্তব্য জানাতে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামী 5মে ফের শুনানি হবে এই মামলার ৷
গত 30 মার্চ বিধানসভার বাজেট অধিবেশন চলাকালীন হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিধায়করা ৷ পরবর্তীতে এই ঘটনায় জড়িত থাকার কারণে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ আরও পাঁচ বিজেপি বিধায়ককে পুরো অধিবেশনের জন্যই সাসপেন্ড করেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বাকি চারজন হলেন মনোজ টিগ্গা, দীপক বর্মা, নরহরি মাহাত এবং শঙ্কর রায় ৷ বিজেপির অভিযোগ ছিল, বগটুই-কাণ্ডের প্রতিবাদ করার জন্যই তাদের সাসপেনশনের নোটিস ধরানো হয়েছে ৷ স্পিকারের সিদ্ধান্তের প্রতিবাদে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন পাঁচ বিজেপি বিধায়ক ৷
সোমবার মামলার শুনানিতে বিজেপি বিধায়কদের তরফে আইনজীবী জয়দীপ কর বলেন, "অধ্যক্ষ পুরো সেশনের জন্য বহিষ্কার করেছেন বিরোধী দলনেতাকেও। এই নির্দেশ বলবৎ থাকা মানে আগামী পাঁচ বছরের জন্য অধিবেশনে অংশগ্রহণ করতে পারবেন না শুভেন্দু অধিকারী-সহ বাকিরা ৷"
বিষয়টির সঙ্গে সাংবিধানিক প্রশ্ন জড়িত, এই মর্মে বক্তব্য জানানোর জন্য সময় চেয়ে নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ৷
আরও পড়ুন : হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু-দিন্দা, শোরগোল রাজ্য বিজেপিতে
এজি জানান, তিনি যতদূর জানেন একটা সেশনের জন্য সাসপেন্ড হয়েছেন পাঁচ বিধায়ক ৷ মামলার কপি যদিও এখনও হাতে পাননি তিনি ৷ কপি পেলে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানাবেন। তারপর বিচারপতি মামলার শুনানি করতে পারেন। বিচারপতি রাজাশেখর মান্থা জানান, নির্দেশ মোতাবেক রাজ্য হলফনামার পেশ করার পর 5 মে এই মামলার শুনানি শুরু হবে।