ETV Bharat / city

HC on Bagtui Massacre : বগটুই-কাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন সংক্রান্ত মামলার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট - HC Reserves order on a Case Regarding Bagtui Massacre

বীরভূমের বগটুইয়ে বেশ কয়েকজনকে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে ৷ ওই ঘটনায় অভিযুক্তদের মধ্যে দু’জন নাবালক ৷ নিম্ন আদালতে তারা জামিন পেয়েছে ৷ সেই নিয়ে কলকাতা হাইকোর্টে শুনানি হয় মঙ্গলবার ৷ শুনানি শেষে আদালত রায়দান স্থগিত রেখেছে (HC Reserves order on a Case Regarding Bagtui Massacre) ৷

hc-reserves-order-on-a-case-regarding-bagtui-massacre
HC on Bagtui Massacre : বগটুই-কাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন মামলার রায়দান স্থগিত রাখল হাইকোর্ট
author img

By

Published : May 10, 2022, 3:34 PM IST

Updated : May 10, 2022, 3:53 PM IST

কলকাতা, 10 মে : বগটুইয়ে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুন (TMC Leader Murder Case at Rampurhat) এবং তার পরবর্তীতে একাধিক ব্যক্তিকে পুড়িয়ে মারার ঘটনায় (Bagtui Massacre) নিম্ন আদালত দুই অভিযুক্তকে জামিন দিল কিভাবে, সেই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারী আইনজীবী ও সিবিআই উভয়পক্ষই । পাশাপাশি আরেক আইনজীবী কৌস্তব বাগচী এই মামলা যাতে বীরভূম জেলা থেকে অন্য কোনও জেলায় স্থানান্তর করা হয়, তার আবেদন জানিয়েছেন ।

আগুন লাগানোর ঘটনা নিয়ে দুই অভিযুক্তকে সম্প্রতি নিম্ন আদালত সিবিআইকে কিছু না জানিয়েই জামিন দিয়েছে বলে অভিযোগ উঠেছে । ওই দুই অভিযুক্ত নাবালক, এই যুক্তিতে নিম্ন আদালত তাদের জামিন মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে ।

এই ব্যাপারে আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয় ৷ তখন প্রধান বিচারপতি সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘‘দু’জন অভিযুক্ত জামিন পেলেন, আপনারা জামিন বাতিলের আবেদন জানাননি কেন ?’’ যদিও সিবিআইয়ের তরফে জানানো হয় যে তারা জামিন বাতিলের আবেদন জানিয়েছিল ৷ কিন্তু নিম্ন আদালত তা খারিজ করে দিয়েছে ।

মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের তরফে ফিরোজ এডুলজি বলেন, ‘‘হাইকোর্ট চাইলে কোনও আবেদন ছাড়াই নিম্ন আদালতে জামিনের রায় খারিজ করতে পারে ।’’ উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছে (HC Reserves order on a Case Regarding Bagtui Massacre) ৷ আজ সন্ধ্যের পরে এই ব্যাপারে হাইকোর্ট নির্দেশ দিতে পারে ।

আইনজীবী কৌস্তব বাগচীর বক্তব্য

উল্লেখ্য, রামপুরহাটের বগটুই গ্রাম পঞ্চায়েত উপপ্রধানকে হত্যা ও তারপর একাধিক গ্রামবাসীর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে । সিবিআই যখন এই সমস্ত ঘটনার তদন্ত করছে, সেই সময় নিম্ন আদালত দু’জন অভিযুক্তকে নাবালক এই যুক্তিতে জামিন দিয়েছে বলে অভিযোগ ।

আরও পড়ুন : Bagtui Massacre Case : বগটুই-কাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন

কলকাতা, 10 মে : বগটুইয়ে পঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখের খুন (TMC Leader Murder Case at Rampurhat) এবং তার পরবর্তীতে একাধিক ব্যক্তিকে পুড়িয়ে মারার ঘটনায় (Bagtui Massacre) নিম্ন আদালত দুই অভিযুক্তকে জামিন দিল কিভাবে, সেই আবেদন নিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের দৃষ্টি আকর্ষণ করেছেন মামলাকারী আইনজীবী ও সিবিআই উভয়পক্ষই । পাশাপাশি আরেক আইনজীবী কৌস্তব বাগচী এই মামলা যাতে বীরভূম জেলা থেকে অন্য কোনও জেলায় স্থানান্তর করা হয়, তার আবেদন জানিয়েছেন ।

আগুন লাগানোর ঘটনা নিয়ে দুই অভিযুক্তকে সম্প্রতি নিম্ন আদালত সিবিআইকে কিছু না জানিয়েই জামিন দিয়েছে বলে অভিযোগ উঠেছে । ওই দুই অভিযুক্ত নাবালক, এই যুক্তিতে নিম্ন আদালত তাদের জামিন মঞ্জুর করেছে বলে জানা গিয়েছে ।

এই ব্যাপারে আজ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয় ৷ তখন প্রধান বিচারপতি সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, ‘‘দু’জন অভিযুক্ত জামিন পেলেন, আপনারা জামিন বাতিলের আবেদন জানাননি কেন ?’’ যদিও সিবিআইয়ের তরফে জানানো হয় যে তারা জামিন বাতিলের আবেদন জানিয়েছিল ৷ কিন্তু নিম্ন আদালত তা খারিজ করে দিয়েছে ।

মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাসের তরফে ফিরোজ এডুলজি বলেন, ‘‘হাইকোর্ট চাইলে কোনও আবেদন ছাড়াই নিম্ন আদালতে জামিনের রায় খারিজ করতে পারে ।’’ উভয় পক্ষের বক্তব্য শোনার পর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রায়দান স্থগিত রেখেছে (HC Reserves order on a Case Regarding Bagtui Massacre) ৷ আজ সন্ধ্যের পরে এই ব্যাপারে হাইকোর্ট নির্দেশ দিতে পারে ।

আইনজীবী কৌস্তব বাগচীর বক্তব্য

উল্লেখ্য, রামপুরহাটের বগটুই গ্রাম পঞ্চায়েত উপপ্রধানকে হত্যা ও তারপর একাধিক গ্রামবাসীর ঘরবাড়ি পুড়িয়ে দেওয়ার ঘটনায় কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে । সিবিআই যখন এই সমস্ত ঘটনার তদন্ত করছে, সেই সময় নিম্ন আদালত দু’জন অভিযুক্তকে নাবালক এই যুক্তিতে জামিন দিয়েছে বলে অভিযোগ ।

আরও পড়ুন : Bagtui Massacre Case : বগটুই-কাণ্ডে অভিযুক্ত দুই নাবালকের জামিন

Last Updated : May 10, 2022, 3:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.