ETV Bharat / city

Amta Bomb Blast Case : আমতা বিস্ফোরণ মামলায় হাওড়ার এসপি'কে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

আমতার মহরম আলি মৃত্যুর মামলায় হাওড়া গ্রামীণ পুলিশের এসপি-কে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC orders Howrah SP to submit report in Amta Bomb Blast Case)৷

HC orders Howrah SP to submit report in Amta Bomb Blast Case
Calcutta High Court
author img

By

Published : Jun 16, 2022, 5:48 PM IST

কলকাতা, 16 জুন : আমতায় তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণে মৃত মহরম আলির মামলায় হাওড়া গ্রামীণ পুলিশের এসপি-কে তদন্ত করে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC orders Howrah SP to submit report in Amta Bomb Blast Case)। এর সঙ্গে এসপি-কে আদালতে জানাতে হবে, কেনও এই মামলায় এনআইএকে তদন্তভার দেওয়া হবে না ৷

চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছিল মহরম আলির । কিন্তু মৃত্যুর কথা নাকি জানতেনই না আমতা থানার আইসি । ফলে বিচারপতি শম্পা সরকার আজ আইসি-কে ডেকে পাঠিয়েছিলেন আদালতে (Calcutta High Court)।

আমতা থানা এলাকায় গত 23 ফেব্রুয়ারি তৃণমূলের পার্টি অফিসে বোমা বিস্ফোরণ ঘটে ৷ সেই বিস্ফোরণে জখম হয়ে কয়েকদিন পর মহরম আলি মারা যান । তাঁর বাবা সরাবত আলি পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ এফআইআর নেয়নি । উলটে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়। তাঁর নামে নতুন অভিযোগ দায়ের হয় । সরাবত আলি এই মামলায় আদালতে এনআইএ তদন্তের আবেদন করেন ৷ এর পরিপেক্ষিতেই এদিন এসপি-কে কেনও এই মামলায় এনআইএকে তদন্তভার দেওয়া হবে না, তা আদালতে জানাতে বলা হয় ৷

ঘটনাচক্রে সেই দিনই নতুন আইসি দায়িত্বভার গ্রহণ করেছিলেন । সেই আইসিকেই এদিন আদালতে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি । তিনি আজ আদালতে এসে জানান, 28 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে মৃত্যু হয় মহরম আলির । অস্বাভাবিক মৃত্যুর মামলা হয় কড়েয়া থানায় । তারপর তিনি মৃত্যুর ঘটনা জানতে পারেন ।

এসপিকে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন : Amta Bomb Blast Case : বোমা বিস্ফোরণ-কাণ্ডে হাইকোর্টে আমতা থানার আইসিকে হাজিরার নির্দেশ

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বাবা সরাবত আলি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি । সরাবত আলির অভিযোগ ছিল, তিনি বিরোধী রাজনৈতিক দলের সদস্য হওয়ার জন্য আমতার চন্দ্রপুর এলাকায় যেতে পারতেন না । 23 তারিখ তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর ছেলেকে । সেখানে বোমা বাঁধা হচ্ছিল । সেখানেই বোমা ফেটে আহত হয় ছেলে, পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর (Amta Bomb Blast Case)।

কলকাতা, 16 জুন : আমতায় তৃণমূল কার্যালয়ে বোমা বিস্ফোরণে মৃত মহরম আলির মামলায় হাওড়া গ্রামীণ পুলিশের এসপি-কে তদন্ত করে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (HC orders Howrah SP to submit report in Amta Bomb Blast Case)। এর সঙ্গে এসপি-কে আদালতে জানাতে হবে, কেনও এই মামলায় এনআইএকে তদন্তভার দেওয়া হবে না ৷

চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছিল মহরম আলির । কিন্তু মৃত্যুর কথা নাকি জানতেনই না আমতা থানার আইসি । ফলে বিচারপতি শম্পা সরকার আজ আইসি-কে ডেকে পাঠিয়েছিলেন আদালতে (Calcutta High Court)।

আমতা থানা এলাকায় গত 23 ফেব্রুয়ারি তৃণমূলের পার্টি অফিসে বোমা বিস্ফোরণ ঘটে ৷ সেই বিস্ফোরণে জখম হয়ে কয়েকদিন পর মহরম আলি মারা যান । তাঁর বাবা সরাবত আলি পুলিশে অভিযোগ জানাতে গেলে পুলিশ এফআইআর নেয়নি । উলটে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয়। তাঁর নামে নতুন অভিযোগ দায়ের হয় । সরাবত আলি এই মামলায় আদালতে এনআইএ তদন্তের আবেদন করেন ৷ এর পরিপেক্ষিতেই এদিন এসপি-কে কেনও এই মামলায় এনআইএকে তদন্তভার দেওয়া হবে না, তা আদালতে জানাতে বলা হয় ৷

ঘটনাচক্রে সেই দিনই নতুন আইসি দায়িত্বভার গ্রহণ করেছিলেন । সেই আইসিকেই এদিন আদালতে ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি । তিনি আজ আদালতে এসে জানান, 28 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজে মৃত্যু হয় মহরম আলির । অস্বাভাবিক মৃত্যুর মামলা হয় কড়েয়া থানায় । তারপর তিনি মৃত্যুর ঘটনা জানতে পারেন ।

এসপিকে দু'সপ্তাহের মধ্যে রিপোর্ট পেশের নির্দেশ হাইকোর্টের

আরও পড়ুন : Amta Bomb Blast Case : বোমা বিস্ফোরণ-কাণ্ডে হাইকোর্টে আমতা থানার আইসিকে হাজিরার নির্দেশ

পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে বাবা সরাবত আলি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন । সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি । সরাবত আলির অভিযোগ ছিল, তিনি বিরোধী রাজনৈতিক দলের সদস্য হওয়ার জন্য আমতার চন্দ্রপুর এলাকায় যেতে পারতেন না । 23 তারিখ তৃণমূল পার্টি অফিসে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল তাঁর ছেলেকে । সেখানে বোমা বাঁধা হচ্ছিল । সেখানেই বোমা ফেটে আহত হয় ছেলে, পরে হাসপাতালে মৃত্যু হয় তাঁর (Amta Bomb Blast Case)।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.