ETV Bharat / city

Calcutta High Court: মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের তালা ভাঙার নির্দেশে স্থগিতাদেশ হাইকোর্টের - Justice Rajasekhar Mantha

মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখলের (WBBSE Union Room) অভিযোগে মামলা হয় ৷ বিধাননগর পূর্ব থানাকে (Bidhannagar East Police Station) তালা ভাঙার নির্দেশ দেওয়া হয় ৷ বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) ৷ আজ মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের তালা ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ ৷

HC division bench stays order to break WBBSE Union Room
Calcutta High Court
author img

By

Published : Aug 31, 2022, 9:39 PM IST

কলকাতা, 31 অগস্ট: মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের (WBBSE Union Room) তালা ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ । বিচারপতি রাজাশেখর মান্থার ইউনিয়ন রুমের তালা ভাঙার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । এদিন এই নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ।

আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে । মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের তালা ভেঙে দখল করা হয় ৷ প্রাক্তন তৃণমূলের ইউনিয়ন রুম দখল করেছে নব্য ইউনিয়নের সদস্যরা বলে অভিযোগ ওঠে । ইউনিয়ন রুম ফেরতের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন তৃণমূল ইউনিয়নের সদস্যরা ।

গত সপ্তাহে পুলিশকে তালা ভেঙে ইউনিয়ন রুম ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) । তারপরেই নব্য তৃণমূল ইউনিয়নের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চে ।

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখল, তালা ভাঙার নির্দেশ হাইকোর্টের

2022 সালে জানুয়ারি মাসে মামলা করে ইউনিয়ন । সুব্রত চক্রবর্তী নামে এক ব্যক্তি আবেদনকারী । হাইকোর্ট বিধাননগর উত্তর থানাকে নির্দেশ দেয় তালা খুলে দিতে হবে (Bidhannagar East Police Station) । নিবেদিতা ভবনের পাঁচতলায় ইউনিয়ন রুম । ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এমপ্লয়িজ ইউনিয়নের রুম সেটি । কিন্তু নির্দেশের কয়েক দিনের মধ্যেই ফের স্থগিতাদেশের নির্দেশ দিল হাইকোর্ট (HC stays order to break WBBSE Union Room) ।

কলকাতা, 31 অগস্ট: মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের (WBBSE Union Room) তালা ভাঙার নির্দেশের উপর স্থগিতাদেশ দিল ডিভিশন বেঞ্চ । বিচারপতি রাজাশেখর মান্থার ইউনিয়ন রুমের তালা ভাঙার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) । এদিন এই নির্দেশ দিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ ।

আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই স্থগিতাদেশ বজায় থাকবে । মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুমের তালা ভেঙে দখল করা হয় ৷ প্রাক্তন তৃণমূলের ইউনিয়ন রুম দখল করেছে নব্য ইউনিয়নের সদস্যরা বলে অভিযোগ ওঠে । ইউনিয়ন রুম ফেরতের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন তৃণমূল ইউনিয়নের সদস্যরা ।

গত সপ্তাহে পুলিশকে তালা ভেঙে ইউনিয়ন রুম ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন বিচারপতি রাজাশেখর মান্থা (Justice Rajasekhar Mantha) । তারপরেই নব্য তৃণমূল ইউনিয়নের তরফ থেকে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয় ডিভিশন বেঞ্চে ।

আরও পড়ুন: মধ্যশিক্ষা পর্ষদের ইউনিয়ন রুম দখল, তালা ভাঙার নির্দেশ হাইকোর্টের

2022 সালে জানুয়ারি মাসে মামলা করে ইউনিয়ন । সুব্রত চক্রবর্তী নামে এক ব্যক্তি আবেদনকারী । হাইকোর্ট বিধাননগর উত্তর থানাকে নির্দেশ দেয় তালা খুলে দিতে হবে (Bidhannagar East Police Station) । নিবেদিতা ভবনের পাঁচতলায় ইউনিয়ন রুম । ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এমপ্লয়িজ ইউনিয়নের রুম সেটি । কিন্তু নির্দেশের কয়েক দিনের মধ্যেই ফের স্থগিতাদেশের নির্দেশ দিল হাইকোর্ট (HC stays order to break WBBSE Union Room) ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.