কলকাতা, 22 অগাস্ট: কেমন আছে ময়দানে জয়রাইডের জন্য ব্যবহৃত ঘোড়ার দল ? তাঁদের স্বাস্থ্যপরীক্ষা খবর নিতে এবং পুঙ্খানুপুঙ্খ রক্ষণাবেক্ষণের জন্য কমিটি গড়ে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) ৷ দু'টি স্বেচ্ছাসেবী সংগঠন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদেরকে রেখেই চার সদস্যের কমিটি গড়ল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ (HC builds a 4 members committee to take care of Joyride horses at Maidan)।
তবে এই ব্যবস্থা যে চিরস্থায়ী নয়, তাও জানিয়ে দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷ পাশাপাশি রাজ্য সরকারকে (Government of West Bengal) ময়দানে ঘোড়ার গাড়িতে সফর-সহ, ঘোড়াদের চিকিৎসা পরিষেবার যাবতীয় দিক দেখভালের জন্য গাইডলাইন তৈরিতেও জোর দিয়েছেন ৷ চার মাসের মধ্যে এই গাইডলাইন তৈরি করতে হবে। কমিটিকে ছ'মাসের পর গোটা পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ 19 সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানি। ওইদিন কমিটি গঠন নিয়ে রিপোর্ট দিতে হবে।
আরও পড়ুন: জলাধারের উপর মণ্ডপ নির্মাণের অনুমতি নয়, মহম্মদ আলি পার্কের পুজো নিয়ে অনড় পৌরনিগম
উল্লেখ্য, ময়দান অঞ্চলে ঘোড়ার গাড়ি বন্ধ করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে এক স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের তরফে আর্জি জানানো হয়েছিল, ময়দান অঞ্চলে জয় রাইডের জন্য যে সমস্ত ঘোড়াদের ব্যাবহার করা হয় তাদের স্বাস্থ্য অত্যন্ত রুগ্ন এবং বেশিরভাগেরই লাইসেন্স নেই। পাশাপাশি ঘোড়াদের এইভাবে কাজে লাগানো বে-আইনি বলেও উল্লেখ করা হয়। প্রয়োজনে এই সমস্ত ঘোড়াদের চিকিৎসার দায়িত্ব নিতেও তারা তৈরি বলে উল্লেখ করা হয় ওই সংগঠনের তরফে।