কলকাতা, 17 সেপ্টেম্বর: বিশ্বকর্মার আরাধোনার মধ্য দিয়ে বঙ্গে দেবীর আহ্বান ৷ কাশফুলে দোলা লাগা আর বাতাসে শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে ঢাকে কাঠি পড়ে গিয়েছে ৷ পুজো মানেই শহরে মণ্ডপ গুলির ‘থিম যুদ্ধ’ শুরু ৷ দর্শক টানাতে কোনও মণ্ডপ কতটা পারদর্শী তা জাহির করতে ব্যস্ত পুজোর উদ্য়োক্তারা ৷
উদ্যোক্তাদের কথায় করোনা এবং প্রাকৃতিক দুর্যোগ এক প্রকার তাণ্ডব চালিয়েছে মানবসভ্যতার উপর ৷ আর প্রকৃতির এই তাণ্ডবে সাধরণ মানুষের জীবনযাত্রা ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ প্রকৃতির সেই তাণ্ডব লীলার এক টুকরো চিত্র এই থিমের মাধ্যমে তুলে ধরেছেন উদ্যোক্তারা ৷ শুধু মাত্র থিমের যুদ্ধ নয়, 80 বছরের পুরনো এই পুজোর ঘিরে রয়েছে এক ইতিহাস ৷
উদ্যোক্তা সায়ন দেব চট্টোপাধ্যায়ের কথায়, এই পুজোর নাম ‘হাজরা পার্ক দুর্গোৎসব’ বলা হলেও এই পুজোর অর্গানাইজিং কমিটি কলকাতা পৌরকর্মচারী সর্বজনীন দুর্গোৎসব সমিতি ৷ এই পুজো পৌরসভার কর্মচারীদের পুজো ৷ 1942 সালে নেতাজী সুভাষ চন্দ্র বসু এই পুজোর প্রচলন করেন ৷ তারপর থেকেই সাড়ম্বরে হয়ে আসছে এই পুজো ৷
আরও পড়ুন: কেমন হবে অষ্টমীর লুক ? রইল কিছু টিপস
এবারের থিম ‘তাণ্ডব‘-এর সৃষ্টি কর্তা শিল্পী কৃশানু পাল জানান, প্রতিনিয়ত সকলের মধ্যে কোনও না-কোনও তাণ্ডব চলে ৷ তাই তুলে ধরা হয়েছে মণ্ডপ সজ্জায় ৷ তাছাড়া সারা বছর মানুষ দুর্গাপুজোর জন্য অপেক্ষা করে থাকেন ৷ তাদের কথা ভেবেই এই প্রয়াস ৷