ETV Bharat / city

ঘর লন্ডভন্ড, কেষ্টপুরে IT কর্মীর ঝুলন্ত দেহ ঘিরে রহস্য ; স্বামী পলাতক

author img

By

Published : Jul 30, 2019, 11:41 PM IST

কেষ্টপুরের যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার ৷ এই মৃত্যু কি আত্মহত্যা না খুন ? ঘনাচ্ছে রহস্য ৷

কেষ্টপুরে গৃহবধূর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য

বিধাননগর, 30 জুলাই : কেষ্টপুরে এক যুবতির অস্বাভাবিক মৃত্যুতে রহস্য ৷ এলাকার প্রফুল্লকাননের একটি ফ্ল্যাটে শামিমা খাতুন নামে এক যুবতির মৃতদেহ উদ্ধার হয় ৷

আজ দুপুরে আবাসনের বাসিন্দারা ওই ফ্ল্যাট থেকে মারাত্মক দুর্গন্ধ পাচ্ছিলেন । এরপরই বাগুইআটি থানার পুলিশকে বিষয়টি জানানো হয় ৷ দরজা খুলতেই দেখা যায়, সারা ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে ৷ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে দেহটি । সেটি ফুলে গিয়ে পচন ধরেছে । বাসিন্দারা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই আবাসনে ভাড়া নিয়ে থাকতেন শামিমা ও তাঁর স্বামী সৌম্য গঙ্গোপাধ্যায় ।

পুলিশ সূত্রে খবর, যুবতি IT কর্মী ছিলেন ৷ ঘটনাস্থান থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে । সেখানে পারিবারিক অশান্তির কথার উল্লেখ রয়েছে । কিন্তু হাতের লেখা যে শামিমারই তার কোনও প্রমাণ মেলেনি ৷ এ থেকেই ঘনিয়েছে রহস্য ৷ প্রথমত, সারা ঘর অগোছালো ছিল ৷ দ্বিতীয়ত, ফ্যান থেকে ঝুলন্ত দেহের পা খাটের সঙ্গে লেগেছিল ৷ সাধারণত খুন করে ঝুলিয়ে দিলে অনেক ক্ষেত্রে এমনটা হয়ে থাকে ৷ এছাড়াও ঘটনার পর থেকেই পলাতক শামিমার স্বামীও ৷ সবমিলিয়ে ওই যুবতির মৃত্যু আদৌ আত্মহত্যা না খুন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে ৷

পুলিশ এসে ওই মহিলার পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করে । আবাসনের বাসিন্দা সুখরঞ্জন তালুকদার বলেন, ''ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে ধাক্কা দিতেই দরজা খুলে যায় । ভিতর থেকে দরজায় কোনও লক করা ছিল না, এমনটাই মনে করছে পুলিশ ৷ ''

পুলিশ সূত্রে জানা গিয়েছে শামিমার সঙ্গে সৌম্যর বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে । ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷

বিধাননগর, 30 জুলাই : কেষ্টপুরে এক যুবতির অস্বাভাবিক মৃত্যুতে রহস্য ৷ এলাকার প্রফুল্লকাননের একটি ফ্ল্যাটে শামিমা খাতুন নামে এক যুবতির মৃতদেহ উদ্ধার হয় ৷

আজ দুপুরে আবাসনের বাসিন্দারা ওই ফ্ল্যাট থেকে মারাত্মক দুর্গন্ধ পাচ্ছিলেন । এরপরই বাগুইআটি থানার পুলিশকে বিষয়টি জানানো হয় ৷ দরজা খুলতেই দেখা যায়, সারা ঘর লন্ডভন্ড হয়ে রয়েছে ৷ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে দেহটি । সেটি ফুলে গিয়ে পচন ধরেছে । বাসিন্দারা বলেন, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই আবাসনে ভাড়া নিয়ে থাকতেন শামিমা ও তাঁর স্বামী সৌম্য গঙ্গোপাধ্যায় ।

পুলিশ সূত্রে খবর, যুবতি IT কর্মী ছিলেন ৷ ঘটনাস্থান থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে । সেখানে পারিবারিক অশান্তির কথার উল্লেখ রয়েছে । কিন্তু হাতের লেখা যে শামিমারই তার কোনও প্রমাণ মেলেনি ৷ এ থেকেই ঘনিয়েছে রহস্য ৷ প্রথমত, সারা ঘর অগোছালো ছিল ৷ দ্বিতীয়ত, ফ্যান থেকে ঝুলন্ত দেহের পা খাটের সঙ্গে লেগেছিল ৷ সাধারণত খুন করে ঝুলিয়ে দিলে অনেক ক্ষেত্রে এমনটা হয়ে থাকে ৷ এছাড়াও ঘটনার পর থেকেই পলাতক শামিমার স্বামীও ৷ সবমিলিয়ে ওই যুবতির মৃত্যু আদৌ আত্মহত্যা না খুন, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে ৷

পুলিশ এসে ওই মহিলার পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার করে । আবাসনের বাসিন্দা সুখরঞ্জন তালুকদার বলেন, ''ফ্ল্যাট থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে ধাক্কা দিতেই দরজা খুলে যায় । ভিতর থেকে দরজায় কোনও লক করা ছিল না, এমনটাই মনে করছে পুলিশ ৷ ''

পুলিশ সূত্রে জানা গিয়েছে শামিমার সঙ্গে সৌম্যর বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে । ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে ৷

Intro: বিধাননগর, ৩০ জুলাই: কেষ্টপুরের প্রফুল্লকাননের এসি ২২৭ নাম্বারের গিরিরাজ এপার্টমেন্টের এক তলা থেকে এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মঙ্গলবার। মৃতের নাম শামীমা খাতুন বলে জানা গেছে।

Body:মঙ্গলবার দুপুরে আবাসনের বাসিন্দা সুখ রঞ্জন তালুকদার সহ বেশ কয়েকজন আবাসন থেকে দুর্গন্ধ পেতে থাকেন। এরপরই বাগুইহাটি থানার পুলিশকে বিষয়টি জানালে ঘটনাস্থলে পুলিশ এসে শামীমা খাতুন নামে ওই মহিলার পচা গলা ঝুলন্ত দেহ উদ্ধার করে। আবাসনের বাসিন্দা সুখ রঞ্জন তালুকদার জানান তারা দুর্গন্ধ পেয়ে বাগুইআটি থানায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঘরের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। দরজা ভেজানো ছিল এমনটাই মনে করছে পুলিশ। এবং ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় ঘর লন্ডভন্ড। পুলিশ দেখতে পায় শামীমা খাতুনের দেহ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে। দেহটি ফুলে গিয়েছে ও পচন ধরেছে।

Conclusion:এলাকার বাসিন্দারা জানান চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে এই আবাসনে ভাড়া নিয়ে থাকতেন শামীম ও সৌম্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে আইটি কর্মী শামীমার সঙ্গে সৌম্য নামে এক যুবকের বিয়ে হয়েছিল জানুয়ারি মাসে। এটি খুন নাকি আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাগুইআটি থানার পুলিশ।পুলিশ সূত্রে খবর একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে ।সেখানে পারিবারিক অশান্তির কথা উল্লেখ রয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.