ETV Bharat / city

বেহালায় ভাড়াবাড়িতে দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধার - আত্মঘাতী

আজ সকালে দম্পতিকে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেননি ৷ এরপর সন্দেহ হওয়ায় ঘরের একটি জানালা বাইরে থেকে খুললে দেখা যায়, স্বামী স্ত্রী দু’জনেই আত্মঘাতী হয়েছেন ৷ বাড়ির মালিক জানান, একই দড়িতে দু‘জনের দেহ ঝুলছিল ৷

hangd_body_recover_of_husband_and_wife_in_behala_parnasree
বেহালায় দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য়
author img

By

Published : Nov 3, 2020, 9:32 PM IST

কলকাতা, ৩ নভেম্বর : দু’দিন আগে রবিবার বাড়ি ভাড়া নিয়ে এসেছিল দম্পতি । আজ সকালে উদ্ধার হল তাঁদেরই ঝুলন্ত দেহ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেহালার পর্ণশ্রীতে । পর্ণশ্রী থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বেহালার পর্ণশ্রীতে গত রবিবার ভাড়ায় আসেন রাজু মণ্ডল ও রিঙ্কি মণ্ডল ৷ রাজুর বাড়ি ঠাকুরপুকুরের জোকা এলাকায় ৷ তাঁর স্ত্রী রিঙ্কির বাড়ি উস্থিতে ৷ বাড়ির মালিক মল্লিকা চৌধুরি জানিয়েছেন, দুই পরিবারের কেউই তাঁদের বিয়ে ও বিবাহিত সম্পর্ক মানছেন না বলে জানিয়েছিলেন রিঙ্কি। আজ সকালে দম্পতিকে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেননি ৷ এরপর সন্দেহ হওয়ায় ঘরের একটি জানালা বাইরে থেকে খুললে দেখা যায়, স্বামী স্ত্রী দু’জনেই আত্মঘাতী হয়েছেন ৷ বাড়ির মালিক জানান, একই দড়িতে দু‘জনের দেহ ঝুলছিল ৷ যদিও দরজা ভেতর থেকে বন্ধ ছিল না বলে পুলিশকে জানিয়েছেন তিনি ৷

বেহালায় দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য়

প্রাথমিকভাবে একে আত্মহত্য়ার ঘটনা বলে মনে করছে পুলিশ ৷ তবে, দম্পতির মৃত্য়ুতে কোনও অন্তর্ঘাত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি এই ঘটনার পিছনে পরিবারের চাপ কাজ করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷ অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

কলকাতা, ৩ নভেম্বর : দু’দিন আগে রবিবার বাড়ি ভাড়া নিয়ে এসেছিল দম্পতি । আজ সকালে উদ্ধার হল তাঁদেরই ঝুলন্ত দেহ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বেহালার পর্ণশ্রীতে । পর্ণশ্রী থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঠিক কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, বেহালার পর্ণশ্রীতে গত রবিবার ভাড়ায় আসেন রাজু মণ্ডল ও রিঙ্কি মণ্ডল ৷ রাজুর বাড়ি ঠাকুরপুকুরের জোকা এলাকায় ৷ তাঁর স্ত্রী রিঙ্কির বাড়ি উস্থিতে ৷ বাড়ির মালিক মল্লিকা চৌধুরি জানিয়েছেন, দুই পরিবারের কেউই তাঁদের বিয়ে ও বিবাহিত সম্পর্ক মানছেন না বলে জানিয়েছিলেন রিঙ্কি। আজ সকালে দম্পতিকে ডাকাডাকি করলেও কেউ সাড়া দেননি ৷ এরপর সন্দেহ হওয়ায় ঘরের একটি জানালা বাইরে থেকে খুললে দেখা যায়, স্বামী স্ত্রী দু’জনেই আত্মঘাতী হয়েছেন ৷ বাড়ির মালিক জানান, একই দড়িতে দু‘জনের দেহ ঝুলছিল ৷ যদিও দরজা ভেতর থেকে বন্ধ ছিল না বলে পুলিশকে জানিয়েছেন তিনি ৷

বেহালায় দম্পতির ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য়

প্রাথমিকভাবে একে আত্মহত্য়ার ঘটনা বলে মনে করছে পুলিশ ৷ তবে, দম্পতির মৃত্য়ুতে কোনও অন্তর্ঘাত রয়েছে কি না, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি এই ঘটনার পিছনে পরিবারের চাপ কাজ করেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে ৷ দেহ দু’টি ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷ অস্বাভাবিক মৃত্য়ুর মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.