ETV Bharat / city

বাসের জানালা থেকে যাত্রীর হাত কেটে পড়ল রাস্তায়! - bus accident

প্রতীকী ছবি
author img

By

Published : Jul 25, 2019, 11:06 AM IST

Updated : Jul 25, 2019, 12:59 PM IST

10:42 July 25

বাসের জানালা থেকে যাত্রীর হাত কেটে পড়ল রাস্তায়!

কলকাতা, 25 জুলাই : বাসের জানালা থেকে যাত্রীর হাত কেটে পড়ল রাস্তায় ৷ দুর্ঘটনাটি টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরের সামনের ৷ 

পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, সকাল সাড়ে 9টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ উৎপল কর্মকার নামে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি হরিদেবপুর থেকে 40A বাসে করে টালিগঞ্জ ট্রাম ডিপোর দিকে যাচ্ছিলেন ৷ তিনি বসেছিলেন বাসের বাঁদিকে জানালার পাশে ৷ তাঁর হাতের কিছুটা অংশ জানালা দিয়ে বেরিয়েছিল ৷ রাস্তার ধারে একটি নির্মীয়মাণ বাড়ির পিলারে ধাক্কা খেতেই হাত কেটে রাস্তায় ৷ 

আরও পড়ুন: মেট্রো দুর্ঘটনার তদন্ত শুরু, রেকর্ড করা হল প্রত্যক্ষদর্শীদের বয়ান

ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারান ওই ব্যক্তি ৷ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভরতি করা হয় M R বাঙুর হাসপাতালে ৷ হাতের কাটা অংশটিও হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে তা জোড়া লাগানো যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ৷ 

10:42 July 25

বাসের জানালা থেকে যাত্রীর হাত কেটে পড়ল রাস্তায়!

কলকাতা, 25 জুলাই : বাসের জানালা থেকে যাত্রীর হাত কেটে পড়ল রাস্তায় ৷ দুর্ঘটনাটি টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরের সামনের ৷ 

পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, সকাল সাড়ে 9টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ উৎপল কর্মকার নামে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি হরিদেবপুর থেকে 40A বাসে করে টালিগঞ্জ ট্রাম ডিপোর দিকে যাচ্ছিলেন ৷ তিনি বসেছিলেন বাসের বাঁদিকে জানালার পাশে ৷ তাঁর হাতের কিছুটা অংশ জানালা দিয়ে বেরিয়েছিল ৷ রাস্তার ধারে একটি নির্মীয়মাণ বাড়ির পিলারে ধাক্কা খেতেই হাত কেটে রাস্তায় ৷ 

আরও পড়ুন: মেট্রো দুর্ঘটনার তদন্ত শুরু, রেকর্ড করা হল প্রত্যক্ষদর্শীদের বয়ান

ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারান ওই ব্যক্তি ৷ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভরতি করা হয় M R বাঙুর হাসপাতালে ৷ হাতের কাটা অংশটিও হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে তা জোড়া লাগানো যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ৷ 

Intro:কলকাতা, 25 জুলাই: জানলায় হাত বের করে রাখার খেসারত সাতসকালেই। বাস যাত্রীর হাত কেটে পরে গেল রাস্তায়!
Body:পুলিশ ও হাসপাতাল সূত্রে খবর, টালিগঞ্জ করুণাময়ী কালি মন্দিরের সামনে এই ঘটনা ঘটে। সকাল সাড়ে 9 টায় দুর্ঘটনায় ঘটে। হাত কাটা পড়ল এক 45 বছরের ব্যক্তির। হরিদেবপুর থেকে 40 A বাসে করে তিনি টালিগঞ্জ ট্রাম ডিপোর দিকে যাচ্ছিলেন। বাঁ দিকে জানলার পাশে বসেছিলেন । হাতের কিছু টা অংশ জানলা দিয়ে বেরিয়েছিল। রাস্তার একেবারে গা ঘেঁসে পাশে একটি নির্মীয়মান বাড়ির পিলারে হাত ধাক্কা খায় । হাত খুলে রাস্তার মধ্যে ছিটকে পড়ে । ব্যক্তি অচৈতন্য হয়ে যান । তাঁকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।Conclusion:
Last Updated : Jul 25, 2019, 12:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.