কলকাতা, 25 জুলাই : বাসের জানালা থেকে যাত্রীর হাত কেটে পড়ল রাস্তায় ৷ দুর্ঘটনাটি টালিগঞ্জের করুণাময়ী কালীমন্দিরের সামনের ৷
পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, সকাল সাড়ে 9টা নাগাদ ঘটনাটি ঘটে ৷ উৎপল কর্মকার নামে বছর পঁয়তাল্লিশের ওই ব্যক্তি হরিদেবপুর থেকে 40A বাসে করে টালিগঞ্জ ট্রাম ডিপোর দিকে যাচ্ছিলেন ৷ তিনি বসেছিলেন বাসের বাঁদিকে জানালার পাশে ৷ তাঁর হাতের কিছুটা অংশ জানালা দিয়ে বেরিয়েছিল ৷ রাস্তার ধারে একটি নির্মীয়মাণ বাড়ির পিলারে ধাক্কা খেতেই হাত কেটে রাস্তায় ৷
আরও পড়ুন: মেট্রো দুর্ঘটনার তদন্ত শুরু, রেকর্ড করা হল প্রত্যক্ষদর্শীদের বয়ান
ঘটনার আকস্মিকতায় জ্ঞান হারান ওই ব্যক্তি ৷ তাঁকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে ভরতি করা হয় M R বাঙুর হাসপাতালে ৷ হাতের কাটা অংশটিও হাসাপাতালে নিয়ে যাওয়া হয় ৷ তবে তা জোড়া লাগানো যায়নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে ৷