ETV Bharat / city

রাজ্য পুলিশে রদবদল, এডিজি সিআইডি পদে জ্ঞানবন্ত সিং

ফের বড়সড় রদবদল হল রাজ্য পুলিশে ৷ এডিজি সিআইডি পদে আনা হয়েছে জ্ঞানবন্ত সিং-কে ৷ ডিরেক্টর অফ সিকিউরিটির পদও সামলাবেন তিনি ৷

gyanwant singh to hold adg cid post
রাজ্য পুলিশে রদবদল, এডিজি সিআইডি পদে জ্ঞানবন্ত সিং
author img

By

Published : May 21, 2021, 7:31 PM IST

কলকাতা, 21 মে: ক্ষমতায় ফিরে ফের নিজের মতো প্রশাসনিক দফতর সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন নবান্ন থেকে মোট সাতজন আইপিএস আধিকারিকের রদবদল করা হয় ।

ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল করা হল । ডাইরেক্টর অফ সিকিউরিটি পদ বহাল রেখে এডিজি সিআইডি করা হল জ্ঞানবন্ত সিংকে । পাশাপাশি তিনি ডিরেক্টর অফ সিকিউরিটির পদও সামলাবেন ৷ এতদিন এডিজি সিআইডি ছিলেন অনুজ শর্মা । তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হল সশস্ত্র পুলিশের এডিজি অ্যান্ড আইজিপি পদে । কলকাতা পুলিশের বিশেষ নগরপাল ছিলেন তিনি ।

আরও পড়ুন: আপনার চারপাশে করোনা আক্রান্তদের সহায়তা করার নয়টি উপায়

ডক্টর দেবাশিস রায়কে পাঠানো হয়েছে এডিজি অ্যান্ড আইজিপি ট্রেনিং পদে । পাশাপাশি এ দিন মোট সাতজন আইপিএস আধিকারিকের রদবদল করে নবান্ন ।

কলকাতা, 21 মে: ক্ষমতায় ফিরে ফের নিজের মতো প্রশাসনিক দফতর সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এ দিন নবান্ন থেকে মোট সাতজন আইপিএস আধিকারিকের রদবদল করা হয় ।

ফের রাজ্য পুলিশে বড়সড় রদবদল করা হল । ডাইরেক্টর অফ সিকিউরিটি পদ বহাল রেখে এডিজি সিআইডি করা হল জ্ঞানবন্ত সিংকে । পাশাপাশি তিনি ডিরেক্টর অফ সিকিউরিটির পদও সামলাবেন ৷ এতদিন এডিজি সিআইডি ছিলেন অনুজ শর্মা । তাঁকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসা হল সশস্ত্র পুলিশের এডিজি অ্যান্ড আইজিপি পদে । কলকাতা পুলিশের বিশেষ নগরপাল ছিলেন তিনি ।

আরও পড়ুন: আপনার চারপাশে করোনা আক্রান্তদের সহায়তা করার নয়টি উপায়

ডক্টর দেবাশিস রায়কে পাঠানো হয়েছে এডিজি অ্যান্ড আইজিপি ট্রেনিং পদে । পাশাপাশি এ দিন মোট সাতজন আইপিএস আধিকারিকের রদবদল করে নবান্ন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.