ETV Bharat / city

রাজ্যপালের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তৃণমূলের

author img

By

Published : Jun 16, 2021, 8:22 PM IST

হঠাৎ দিল্লি সফরে রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ দেখা করেছেন কেন্দ্রের দুই মন্ত্রীর সঙ্গে ৷ এ নিয়ে রাজ্যপালের উপর ক্ষুব্ধ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ রাজ্যপালের বিরুদ্ধে সাংবিধানিক রীতিনীতি লঙ্ঘনের অভিযোগ তুলছে তারা ৷

Guv violating constitutional norms, should not return to Bengal: TMC
রাজ্যপালের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তৃণমূলের

কলকাতা, 16 জুন : রাজ্য়পাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) বিরুদ্ধে সাংবিধানিক রীতিনীতি ভঙ্গের অভিযোগ তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তাদের কটাক্ষ, আর রাজ্য়ে ফেরার দরকার নেই রাজ্যপালের ৷ প্রসঙ্গত, মঙ্গলবারই দিল্লি সফরে গিয়েছেন ধনকড় ৷ বুধবারও সেখানেই রয়েছেন তিনি ৷ অন্যদিকে, বিরোধী বিজেপির বক্তব্য, সংবিধানের প্রতি কোনও সম্মানই প্রদর্শন করে না তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, রাজ্য়পালকেও অসম্মান করে তারা ৷ আর সেই কারণেই বারবার নানা ইস্য়ুতে রাজ্যপালকে আক্রমণ করেন শাসকদলের নেতা-কর্মীরা ৷

ঠিক কী কারণে হঠাৎ দিল্লিতে যেতে হল বাংলার সাংবিধানিক প্রধানকে, সেটা অবশ্য খোলসা করেননি তিনি ৷ তবে বুধবার তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি এবং প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁর ৷ পরে টুইটারে সেই সাক্ষাত পর্ব ছবি-সহ পোস্ট করেছেন তিনি ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : পিএম কেয়ার্সের টাকায় রাজ্য়ে কোভিড হাসপাতাল ডিআরডিও-র, উচ্ছ্বসিত রাজ্যপাল

এদিকে, পশ্চিমবঙ্গের প্রবীণ তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায় (Saugata Roy) এদিন বলেন, রাজ্যপাল নিজের ইচ্ছা মতো কাজ করছেন ৷ একাধিক সিদ্ধান্ত নিচ্ছেন ৷ অথচ রাজ্য সরকারকে কিছুই জানাচ্ছেন না ৷ এভাবে সাংবিধানিক রীতিকেই লঙ্ঘন করছেন তিনি ৷ যা কখনই কাম্য নয় ৷ সৌগতর কথায়, ‘‘আমরা এমন রাজ্যপাল আগে দেখিনি ৷ যাঁর সংবিধান এবং সাংবিধানিক রীতিনীতির প্রতি কোনও সম্মান নেই ৷ তিনি সংবিধানের সমস্ত নিয়ম ভাঙছেন ৷’’

এই প্রসঙ্গে সৌগত বলেন, ‘‘আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠীর নির্দেশ অনুসারেই রাজ্যপালের কাজ করার কথা ৷ কিন্তু তিনি এসব কিছুই মানছেন না ৷ নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছেন ৷’’ ধনকড় হঠাৎ কেন দিল্লি গেলেন, কেনই বা সেখানে গিয়ে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেন, তা তাঁর বোধগম্য হচ্ছে না বলেই জানিয়েছেন সৌগত ৷

  • Uncleji going to Delhi on June 15th he says...

    Do us a favour WB Governor Sahib - don’t come back.

    — Mahua Moitra (@MahuaMoitra) June 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রেক্ষাপটে মঙ্গলবারই ফের একবার রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিঁধেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ টুইটারে ধনকড়ের প্রতি তাঁর বার্তা, তিনি যেন পশ্চিমবঙ্গের স্বার্থেই আর পশ্চিমবঙ্গে না ফেরেন ৷ এবারের টুইটেও মহুয়া ফের একবার বাংলার রাজ্যপালকে ‘‘আঙ্কেলজি’’ বলে সম্বোধন করেন ৷

আরও পড়ুন : ধনকড়কে বদলের সম্ভাবনা, পাল্লা ভারী আরিফ খানের

তবে তৃণমূল যাই বলুক, বিজেপির পাল্টা অভিযোগ, আসলে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর দলই সংবিধানকে মেনে চলে না ৷ সেই কারণেই বারবার রাজ্যপালনকে আক্রমণ করা হয় শাসকদল ও রাজ্য সরকারের তরফে ৷

কলকাতা, 16 জুন : রাজ্য়পাল জগদীপ ধনকড়ের (Governor Jagdeep Dhankhar) বিরুদ্ধে সাংবিধানিক রীতিনীতি ভঙ্গের অভিযোগ তুলল শাসকদল তৃণমূল কংগ্রেস ৷ তাদের কটাক্ষ, আর রাজ্য়ে ফেরার দরকার নেই রাজ্যপালের ৷ প্রসঙ্গত, মঙ্গলবারই দিল্লি সফরে গিয়েছেন ধনকড় ৷ বুধবারও সেখানেই রয়েছেন তিনি ৷ অন্যদিকে, বিরোধী বিজেপির বক্তব্য, সংবিধানের প্রতি কোনও সম্মানই প্রদর্শন করে না তৃণমূল কংগ্রেস ৷ এমনকী, রাজ্য়পালকেও অসম্মান করে তারা ৷ আর সেই কারণেই বারবার নানা ইস্য়ুতে রাজ্যপালকে আক্রমণ করেন শাসকদলের নেতা-কর্মীরা ৷

ঠিক কী কারণে হঠাৎ দিল্লিতে যেতে হল বাংলার সাংবিধানিক প্রধানকে, সেটা অবশ্য খোলসা করেননি তিনি ৷ তবে বুধবার তিনি জানিয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশি এবং প্রহ্লাদ সিং প্যাটেলের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁর ৷ পরে টুইটারে সেই সাক্ষাত পর্ব ছবি-সহ পোস্ট করেছেন তিনি ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : পিএম কেয়ার্সের টাকায় রাজ্য়ে কোভিড হাসপাতাল ডিআরডিও-র, উচ্ছ্বসিত রাজ্যপাল

এদিকে, পশ্চিমবঙ্গের প্রবীণ তৃণমূল নেতা তথা সাংসদ সৌগত রায় (Saugata Roy) এদিন বলেন, রাজ্যপাল নিজের ইচ্ছা মতো কাজ করছেন ৷ একাধিক সিদ্ধান্ত নিচ্ছেন ৷ অথচ রাজ্য সরকারকে কিছুই জানাচ্ছেন না ৷ এভাবে সাংবিধানিক রীতিকেই লঙ্ঘন করছেন তিনি ৷ যা কখনই কাম্য নয় ৷ সৌগতর কথায়, ‘‘আমরা এমন রাজ্যপাল আগে দেখিনি ৷ যাঁর সংবিধান এবং সাংবিধানিক রীতিনীতির প্রতি কোনও সম্মান নেই ৷ তিনি সংবিধানের সমস্ত নিয়ম ভাঙছেন ৷’’

এই প্রসঙ্গে সৌগত বলেন, ‘‘আমাদের সংবিধানের নিয়ম অনুযায়ী, মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠীর নির্দেশ অনুসারেই রাজ্যপালের কাজ করার কথা ৷ কিন্তু তিনি এসব কিছুই মানছেন না ৷ নিজের ইচ্ছা মতো কাজ করে যাচ্ছেন ৷’’ ধনকড় হঠাৎ কেন দিল্লি গেলেন, কেনই বা সেখানে গিয়ে একের পর এক কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করলেন, তা তাঁর বোধগম্য হচ্ছে না বলেই জানিয়েছেন সৌগত ৷

  • Uncleji going to Delhi on June 15th he says...

    Do us a favour WB Governor Sahib - don’t come back.

    — Mahua Moitra (@MahuaMoitra) June 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই প্রেক্ষাপটে মঙ্গলবারই ফের একবার রাজ্যপাল জগদীপ ধনকড়কে বিঁধেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ৷ টুইটারে ধনকড়ের প্রতি তাঁর বার্তা, তিনি যেন পশ্চিমবঙ্গের স্বার্থেই আর পশ্চিমবঙ্গে না ফেরেন ৷ এবারের টুইটেও মহুয়া ফের একবার বাংলার রাজ্যপালকে ‘‘আঙ্কেলজি’’ বলে সম্বোধন করেন ৷

আরও পড়ুন : ধনকড়কে বদলের সম্ভাবনা, পাল্লা ভারী আরিফ খানের

তবে তৃণমূল যাই বলুক, বিজেপির পাল্টা অভিযোগ, আসলে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও তাঁর দলই সংবিধানকে মেনে চলে না ৷ সেই কারণেই বারবার রাজ্যপালনকে আক্রমণ করা হয় শাসকদল ও রাজ্য সরকারের তরফে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.