ETV Bharat / city

Kolkata Book Fair : অতিমারির তীব্রতা কমলে ডিসেম্বর-জানুয়ারিতেই কলকাতা বইমেলা, জানাল গিল্ড

করোনা অতিমারির জেরে নির্ধারিত সময় কলকাতায় বইমেলা আয়োজন করা যায়নি ৷ পরে জুলাইয়ের মাঝামাঝি তা আয়োজন করার পরিকল্পনা করা হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে তাও বাতিল হয়ে যায় ৷

guild-hopeful-to-organize-international-kolkata-book-fair-in-december-january-if-pandemic-situation-eases
Kolkata Book Fair : অতিমারীর তীব্রতা কমলে ডিসেম্বর-জানুয়ারিতেই কলকাতা বইমেলা, জানাল গিল্ড
author img

By

Published : Aug 17, 2021, 3:14 PM IST

কলকাতা, 17 অগস্ট : অতিমারি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে কলকাতা বইমেলার (Kolkata Book Fair) আয়োজন করা হতে পারে ৷ মঙ্গলবার পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের (Publishers and Book Sellers Guild) এক কর্তা এমনটাই জানিয়েছেন ৷ এবার করোনা অতিমারির (Covid Pandemic) জন্য নির্ধারিত সময় জানুয়ারি-ফেব্রুয়ারিতে কলকাতায় বইমেলা আয়োজন করা যায়নি ৷ পরে জুলাইয়ের মাঝামাঝি তা আয়োজন করার পরিকল্পনা করা হয় ৷ কিন্তু করোনার (Covid-19) দ্বিতীয় ঢেউয়ের জেরে তাও বাতিল হয়ে যায় ৷

আরও পড়ুন : Lakshmir Bhandar : মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম দিনেই রেকর্ড আবেদন মহিলাদের

গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা আশা করছি 2021-এর ডিসেম্বর থেকে 2022-এর জানুয়ারিতে আয়োজন করা যাবে ৷ তবে এর সঙ্গে অনেক যদি-কিন্তু জড়িয়ে রয়েছে ৷ কেউ জানেন না যে সেই সময় অতিমারি পরিস্থিতি কেমন হবে ৷’’ পরিস্থিতি আরও একটি ভাল হলে তবেই বইমেলা আয়োজন করা যাবে বলে তিনি জানিয়েছেন ৷

মেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ত্রিদিববাবু ৷ তাঁর কথায়, মেলার দিন ঘোষণা হয়ে যাওয়ার পর মাসখানেক সময় লাগবে পুরো বিষয়টির বাস্তবায়নে ৷ সামগ্রিক করোনা পরিস্থিতি দেখে তিনি আগামী ডিসেম্বর-জানুয়ারিতে এই মেলার আয়োজন করতে আশাবাদী ৷ তবে দু‘বছরের মেলা একসঙ্গে আয়োজন করতেও কোনও ক্ষতি নেই বলেই মত প্রকাশ করেছেন তিনি ৷

আরও পড়ুন : SBSTC : মহিলাদের সুরক্ষায় হেল্পলাইন নম্বর চালু এসবিএসটিসির

ইতিমধ্যে জেলায় গিল্ডের তরফে ছোট ছোট বইমেলার আয়োজন করা হয়েছে ৷ যাদবপুরের ইডিএফ ব্লকেও একটি মেলার আয়োজন করা হয় ৷ তাহলে কি এবারের কলকাতা বইমেলা ছোট করে আয়োজন করা হবে ? গিল্ডের আধিকারিক অপু দে জানান, যেহেতু সমস্ত প্রকাশক ও বই বিক্রেতারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই সবাইকে নিয়েই মেলার আয়োজন করা হবে ৷

580 জন প্রকাশক এবং বই বিক্রেতা মেলায় অংশ নেন ৷ মেলায় যা লোক হয়, তা সারা বিশ্বে সবচেয়ে বেশি ৷ ব্রিটেন, বাংলাদেশ, রাশিয়ার মতো দেশ প্রতিবছরই এই মেলায় অংশ নেয় ৷ তাছাড়া বিভিন্ন রাজ্যের স্টলও থাকে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : সাংহাই ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের, টুইটে শুভেচ্ছাবার্তা মমতার

কলকাতা, 17 অগস্ট : অতিমারি পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আগামী ডিসেম্বর-জানুয়ারিতে কলকাতা বইমেলার (Kolkata Book Fair) আয়োজন করা হতে পারে ৷ মঙ্গলবার পাবলিসার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের (Publishers and Book Sellers Guild) এক কর্তা এমনটাই জানিয়েছেন ৷ এবার করোনা অতিমারির (Covid Pandemic) জন্য নির্ধারিত সময় জানুয়ারি-ফেব্রুয়ারিতে কলকাতায় বইমেলা আয়োজন করা যায়নি ৷ পরে জুলাইয়ের মাঝামাঝি তা আয়োজন করার পরিকল্পনা করা হয় ৷ কিন্তু করোনার (Covid-19) দ্বিতীয় ঢেউয়ের জেরে তাও বাতিল হয়ে যায় ৷

আরও পড়ুন : Lakshmir Bhandar : মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রথম দিনেই রেকর্ড আবেদন মহিলাদের

গিল্ডের সভাপতি ত্রিদিব চট্টোপাধ্যায় বলেন, ‘‘আমরা আশা করছি 2021-এর ডিসেম্বর থেকে 2022-এর জানুয়ারিতে আয়োজন করা যাবে ৷ তবে এর সঙ্গে অনেক যদি-কিন্তু জড়িয়ে রয়েছে ৷ কেউ জানেন না যে সেই সময় অতিমারি পরিস্থিতি কেমন হবে ৷’’ পরিস্থিতি আরও একটি ভাল হলে তবেই বইমেলা আয়োজন করা যাবে বলে তিনি জানিয়েছেন ৷

মেলা আয়োজনের জন্য প্রয়োজনীয় কাজ সেরে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ত্রিদিববাবু ৷ তাঁর কথায়, মেলার দিন ঘোষণা হয়ে যাওয়ার পর মাসখানেক সময় লাগবে পুরো বিষয়টির বাস্তবায়নে ৷ সামগ্রিক করোনা পরিস্থিতি দেখে তিনি আগামী ডিসেম্বর-জানুয়ারিতে এই মেলার আয়োজন করতে আশাবাদী ৷ তবে দু‘বছরের মেলা একসঙ্গে আয়োজন করতেও কোনও ক্ষতি নেই বলেই মত প্রকাশ করেছেন তিনি ৷

আরও পড়ুন : SBSTC : মহিলাদের সুরক্ষায় হেল্পলাইন নম্বর চালু এসবিএসটিসির

ইতিমধ্যে জেলায় গিল্ডের তরফে ছোট ছোট বইমেলার আয়োজন করা হয়েছে ৷ যাদবপুরের ইডিএফ ব্লকেও একটি মেলার আয়োজন করা হয় ৷ তাহলে কি এবারের কলকাতা বইমেলা ছোট করে আয়োজন করা হবে ? গিল্ডের আধিকারিক অপু দে জানান, যেহেতু সমস্ত প্রকাশক ও বই বিক্রেতারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাই সবাইকে নিয়েই মেলার আয়োজন করা হবে ৷

580 জন প্রকাশক এবং বই বিক্রেতা মেলায় অংশ নেন ৷ মেলায় যা লোক হয়, তা সারা বিশ্বে সবচেয়ে বেশি ৷ ব্রিটেন, বাংলাদেশ, রাশিয়ার মতো দেশ প্রতিবছরই এই মেলায় অংশ নেয় ৷ তাছাড়া বিভিন্ন রাজ্যের স্টলও থাকে ৷

আরও পড়ুন : Mamata Banerjee : সাংহাই ব়্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের, টুইটে শুভেচ্ছাবার্তা মমতার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.