ETV Bharat / city

Guardians of Job Seekers in Agitation চাকরি প্রার্থীদের ধরনা মঞ্চে অভিভাবকরা, আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে হক আদায়ের অঙ্গীকার - CM Mamata Banerjee

ধর্মলতার গান্ধি মূর্তির পাদদেশসহ গত এক সপ্তাহ ধরে শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে চারটি ধরনা মঞ্চ মিলিয়ে দেড় থেকে দু'শো চাকরিপ্রার্থী অবস্থান বিক্ষোভ শুরু করেছেন (Job Seekers in Agitation in Kolkata) । বিক্ষভরত চাকরিপ্রার্থীদের মনোবল বাড়াতে এবার তাঁদের অভিভাবকরাই ধরনা মঞ্চে এসে যোগ দিচ্ছেন (Guardians of Job Seekers in Agitation) ।

ssc job seekers
ETV Bharat
author img

By

Published : Aug 22, 2022, 11:09 PM IST

Updated : Aug 23, 2022, 8:54 AM IST

কলকাতা, 22 অগস্ট: বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের মনোবল বাড়াতে এবার তাঁদের অভিভাবকরাই ধরনা মঞ্চে এসে যোগ দিচ্ছেন (Guardians of Job Seekers in Agitation) । কেউ মালদা থেকে এসেছেন, কেউ বা মুর্শিদাবাদ থেকে । কেউ কলকাতার বালিগঞ্জের ঘর ছেড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ালেন । চাকরিপ্রার্থীদের অভিভাবকদের বক্তব্য, অনেক আসা ও স্বপ্ন নিয়ে বহু কষ্ট ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়েছেন । যোগ্য করে তুলেছেন । লিখিত পরীক্ষায় পাশের পর ইন্টারভিউয়ের পরেও চাকরিতে নিয়োগ করা হচ্ছে না তাঁদের বহু বছর ধরে । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছে তাঁদের অনুরোধ চাকরির ব্যবস্থা করার ৷

আরও পড়ুন: পিছিয়ে গেল কর্মসূচি, 7 এর বদলে 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান

ধর্মলতার গান্ধি মূর্তির পাদদেশ-সহ গত এক সপ্তাহ ধরে শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে চারটি ধরনা মঞ্চ মিলিয়ে দেড় থেকে দু'শো চাকরিপ্রার্থী অবস্থান বিক্ষোভ শুরু করেছেন । উচ্চ প্রাথমিক, গ্রুপ ডি, গ্রুপ সি মিলিয়ে মোট চারটি বিভাগের চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসেছেন এখানে (SSC Recruitment Scam) । এদের মধ্যে কারও কারও লিখিত পরীক্ষা হয়ে গিছে সাত বছর আগে, কারও আবার চার বছর আগে । অনেকের আবার দু'বার ইন্টারভিউয়ের পরেও নিয়োগ হয়নি । অথচ ঘুর পথে অন্য অনেকে চাকরি করছেন বলে তাঁদের অভিযোগ । এই সার্বিক পরিস্থিতির কারণে সংসার চালাতে কেউ কেউ ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন ৷ কেউ বা এলাকায় অন্য কোনও কাজে শুরু করেছেন ।

চাকরী প্রার্থীদের ধরনা মঞ্চে অভিভাবকরা, আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে হক আদায়ের অঙ্গীকার

আরও পড়ুন: মানুষের পাশে থাকলে তবেই মিলবে পঞ্চায়েতের টিকিট, বার্তা অভিষেকের

কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় পাশ করার পরও কেন নিয়োগ হচ্ছে না এই হতাশায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন । এরকম পরিস্থিতিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মনোবল বাড়াতে ও হক আদায়ে অঙ্গীকারবদ্ধ থাকতেই পরিবারের লোকজনও এবার তাঁদের সঙ্গে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ।

কলকাতা, 22 অগস্ট: বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের মনোবল বাড়াতে এবার তাঁদের অভিভাবকরাই ধরনা মঞ্চে এসে যোগ দিচ্ছেন (Guardians of Job Seekers in Agitation) । কেউ মালদা থেকে এসেছেন, কেউ বা মুর্শিদাবাদ থেকে । কেউ কলকাতার বালিগঞ্জের ঘর ছেড়ে মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে অবস্থানরত চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়ালেন । চাকরিপ্রার্থীদের অভিভাবকদের বক্তব্য, অনেক আসা ও স্বপ্ন নিয়ে বহু কষ্ট ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়েছেন । যোগ্য করে তুলেছেন । লিখিত পরীক্ষায় পাশের পর ইন্টারভিউয়ের পরেও চাকরিতে নিয়োগ করা হচ্ছে না তাঁদের বহু বছর ধরে । তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাছে তাঁদের অনুরোধ চাকরির ব্যবস্থা করার ৷

আরও পড়ুন: পিছিয়ে গেল কর্মসূচি, 7 এর বদলে 13 সেপ্টেম্বর বিজেপির নবান্ন অভিযান

ধর্মলতার গান্ধি মূর্তির পাদদেশ-সহ গত এক সপ্তাহ ধরে শহিদ মিনারের কাছে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে চারটি ধরনা মঞ্চ মিলিয়ে দেড় থেকে দু'শো চাকরিপ্রার্থী অবস্থান বিক্ষোভ শুরু করেছেন । উচ্চ প্রাথমিক, গ্রুপ ডি, গ্রুপ সি মিলিয়ে মোট চারটি বিভাগের চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসেছেন এখানে (SSC Recruitment Scam) । এদের মধ্যে কারও কারও লিখিত পরীক্ষা হয়ে গিছে সাত বছর আগে, কারও আবার চার বছর আগে । অনেকের আবার দু'বার ইন্টারভিউয়ের পরেও নিয়োগ হয়নি । অথচ ঘুর পথে অন্য অনেকে চাকরি করছেন বলে তাঁদের অভিযোগ । এই সার্বিক পরিস্থিতির কারণে সংসার চালাতে কেউ কেউ ভিন রাজ্যে পাড়ি দিয়েছেন ৷ কেউ বা এলাকায় অন্য কোনও কাজে শুরু করেছেন ।

চাকরী প্রার্থীদের ধরনা মঞ্চে অভিভাবকরা, আন্দোলনের ঝাঁঝ বাড়িয়ে হক আদায়ের অঙ্গীকার

আরও পড়ুন: মানুষের পাশে থাকলে তবেই মিলবে পঞ্চায়েতের টিকিট, বার্তা অভিষেকের

কিন্তু যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষায় পাশ করার পরও কেন নিয়োগ হচ্ছে না এই হতাশায় অনেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন । এরকম পরিস্থিতিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের মনোবল বাড়াতে ও হক আদায়ে অঙ্গীকারবদ্ধ থাকতেই পরিবারের লোকজনও এবার তাঁদের সঙ্গে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন ।

Last Updated : Aug 23, 2022, 8:54 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.