ETV Bharat / city

GTA Case Hearing in HC : জিটিএ মামলার দ্রুত শুনানিতে নতুন বেঞ্চ গঠনের আর্জি খারিজ প্রধান বিচারপতির বেঞ্চের

জিটিএ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ (GTA Case Hearing in HC) । তিনি জিটিএ অ্যাক্ট বাতিলের দাবি জানিয়েছেন ৷

GTA Case Hearing
জিটিএ মামলার শুনানি কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চে
author img

By

Published : Jun 27, 2022, 3:18 PM IST

Updated : Jun 27, 2022, 4:51 PM IST

কলকাতা, 27 জুন: জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যামিনিস্ট্রেশন) অ্যাক্ট বাতিলের দাবি সংক্রান্ত মামলায় নতুন বেঞ্চ গঠন করে মামলার শুনানি করার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার রায়দান করতে গিয়ে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে এই মামলা বিচারাধীন রয়েছে । আগামী 25 জুলাই শুনানি । ওই দিনই সিঙ্গল বেঞ্চ এই মামলার শুনানি করবে । আপাতত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় হস্তক্ষেপ করবে না (GTA Case Hearing in HC) ।

জিটিএ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ তাঁর বক্তব্য, 1988 সালে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ তৈরি হয়েছিল সংবিধান অনুযায়ী । পরে রাজ্য সরকার 2011 সালে সংবিধান সংশোধন না করেই জিটিএ গঠন করেছে সম্পূর্ণ বেআইনি ও অংসাবিধানিক ভাবে । জিটিএ অ্যাক্ট বাতিল করা হোক ।

রাজু বিস্তার তরফে আইনজীবী সুবীর সান্যাল এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বলেন, "গোর্খা হিল কাউন্সিলের পরিবর্তে জিটিএ গঠন কোনও বিকল্প হতে পারে না । যতদিন জিটিএ থাকবে ততদিন গোর্খা পার্বত্য পরিষদ কাজ করতে পারবে না । বার বার বেঞ্চ পরিবর্তন বা বিচারপতি পরিবর্তন হচ্ছে বলে এই মামলার নিস্পত্তি হচ্ছে না ।" আলাদা করে কোনও বেঞ্চ গঠনের আর্জি জানান তিনি । যাতে নির্দিষ্ট বেঞ্চের সেই বিচারপতিই বিষয়টি শুনে নিষ্পত্তি করতে পারেন ৷

আরও পড়ুন : ডাটা রুম সিবিআই-এর হাতে বলে হাইকোর্টকে তথ্য দিতে সমস্যা, দাবি সিদ্ধার্থ মজুমদারের

এর প্রেক্ষিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "এই পুরো বিষয়টি নিয়ে সিঙ্গেল বেঞ্চে শুনানি চলছে । সেখানে নির্ধারিত দিনে এই মামলার শুনানি হবে । এর আগে ভোটের বিরোধিতা করা হয়েছিল । গতকাল শান্তিপূর্ণ ভাবে জিটিএ নির্বাচন হয়েছে । মানুষ সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন ।" এরপরেই প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় জিটিএ অ্যাক্ট বাতিলের দাবি সংক্রান্ত মামলার শুনানি আগামী 25 জুলাই সিঙ্গল বেঞ্চে হবে ৷ যত দ্রুত সম্ভব মামলাকারীর আর্জি শুনে মামলার নিস্পত্তি করার নির্দেশও দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । তবে এই মামলার শুনানির জন্য আলাদা বেঞ্চ গঠনের আর্জিও এদিন খারিজ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

কলকাতা, 27 জুন: জিটিএ (গোর্খা টেরিটোরিয়াল অ্যামিনিস্ট্রেশন) অ্যাক্ট বাতিলের দাবি সংক্রান্ত মামলায় নতুন বেঞ্চ গঠন করে মামলার শুনানি করার আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ । এই সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার রায়দান করতে গিয়ে সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমি ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চে এই মামলা বিচারাধীন রয়েছে । আগামী 25 জুলাই শুনানি । ওই দিনই সিঙ্গল বেঞ্চ এই মামলার শুনানি করবে । আপাতত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলায় হস্তক্ষেপ করবে না (GTA Case Hearing in HC) ।

জিটিএ নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা ৷ তাঁর বক্তব্য, 1988 সালে দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ তৈরি হয়েছিল সংবিধান অনুযায়ী । পরে রাজ্য সরকার 2011 সালে সংবিধান সংশোধন না করেই জিটিএ গঠন করেছে সম্পূর্ণ বেআইনি ও অংসাবিধানিক ভাবে । জিটিএ অ্যাক্ট বাতিল করা হোক ।

রাজু বিস্তার তরফে আইনজীবী সুবীর সান্যাল এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বলেন, "গোর্খা হিল কাউন্সিলের পরিবর্তে জিটিএ গঠন কোনও বিকল্প হতে পারে না । যতদিন জিটিএ থাকবে ততদিন গোর্খা পার্বত্য পরিষদ কাজ করতে পারবে না । বার বার বেঞ্চ পরিবর্তন বা বিচারপতি পরিবর্তন হচ্ছে বলে এই মামলার নিস্পত্তি হচ্ছে না ।" আলাদা করে কোনও বেঞ্চ গঠনের আর্জি জানান তিনি । যাতে নির্দিষ্ট বেঞ্চের সেই বিচারপতিই বিষয়টি শুনে নিষ্পত্তি করতে পারেন ৷

আরও পড়ুন : ডাটা রুম সিবিআই-এর হাতে বলে হাইকোর্টকে তথ্য দিতে সমস্যা, দাবি সিদ্ধার্থ মজুমদারের

এর প্রেক্ষিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, "এই পুরো বিষয়টি নিয়ে সিঙ্গেল বেঞ্চে শুনানি চলছে । সেখানে নির্ধারিত দিনে এই মামলার শুনানি হবে । এর আগে ভোটের বিরোধিতা করা হয়েছিল । গতকাল শান্তিপূর্ণ ভাবে জিটিএ নির্বাচন হয়েছে । মানুষ সেখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছেন ।" এরপরেই প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয় জিটিএ অ্যাক্ট বাতিলের দাবি সংক্রান্ত মামলার শুনানি আগামী 25 জুলাই সিঙ্গল বেঞ্চে হবে ৷ যত দ্রুত সম্ভব মামলাকারীর আর্জি শুনে মামলার নিস্পত্তি করার নির্দেশও দেয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ । তবে এই মামলার শুনানির জন্য আলাদা বেঞ্চ গঠনের আর্জিও এদিন খারিজ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ৷

Last Updated : Jun 27, 2022, 4:51 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.