কলকাতা, 8 জুন: ফের একবার শহরের পৌর উদ্যানগুলি সংস্কারের সিদ্ধান্ত নিল কলকাতা পৌরনিগম (Kolkata Municipal Corporation)৷ সূত্রের খবর, উদ্য়ান সংস্কারের ক্ষেত্রে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়টির দিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে ৷ আর সেই কারণেই সংস্কারের কাজে কেবলমাত্র গ্রাস টাইলস (Grass Tiles) ব্যবহার করারই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কলকাতা পৌরনিগম সূত্রে জানা গিয়েছে, শহরের যে উদ্যানগুলি সংস্কার করা হবে, সেগুলিতে আর প্রচলিত পেভার ব্লক টাইলস (Paver Block Tiles) বসানো হবে না ৷ বদলে পরিবেশবান্ধব গ্রাস টাইলস ব্যবহার করা হবে ৷
প্রসঙ্গত, কলকাতা শহরের ফুটপাথগুলিতে এখন নানা রঙের পেভার ব্লক টাইলস বসানো হয় ৷ ফুটপাথের কংক্রিটের কাঠামো তৈরি হলে তার উপর শুকনো বালি বিছিয়ে সেই বালির উপর এই ধরনের টাইলস বসানো হয় ৷ এই টাইলস বসানো যেমন সহজ, তেমনই অনেক সময়েই দেখা যায়, বিভিন্ন জায়গায় এই টাইলস চুরি হয়ে যাচ্ছে ৷ তাছাড়া, জল পড়লে এই টাইলসের উপর দিয়ে হাঁটতে গিয়ে পথচারীর পা হড়কেও যেতে পারে ৷
আরও পড়ুন: KMC to Protect Environment : বেহালায় পুকুর সংস্কার, পরিবেশ রক্ষায় একাধিক পদক্ষেপ পৌরনিগমের
পৌরনিগমের উদ্যানগুলিতে যে হাঁটাপথ বা পাথওয়ে রয়েছে, সেখানেও এই ধরনের টাইলস ব্যবহার করা হয় ৷ কিন্তু, এই ধরনের টাইলস মাটি সম্পূর্ণ ঢেকে দেয় ৷ ফলে ভূগর্ভে বৃষ্টির জল ঢোকার পথ একেবারে বন্ধ হয়ে যায় ৷ যে কারণে গাছের গোড়ায় এই ধরনের টাইলস বসানো হয় না ৷
কলকাতা পৌরনিগমের হিসাব বলছে, এই শহরে তাদের অধীনে প্রায় 800টি উদ্যান রয়েছে ৷ এর মধ্যে কম-বেশি 200টি উদ্যানের হাল বেহাল ৷ প্রাথমিকভাবে সেগুলিকেই সংস্কারের আওতায় আনা হবে ৷ তবে, এর জন্য বড় অঙ্কের কোনও খরচ করতে চাইছে না পৌরকর্তৃপক্ষ ৷ তাই বড় কোনও মূর্তি প্রতিষ্ঠা, কিংবা নির্মাণকাজ করার কথা ভাবা হচ্ছে না ৷ বদলে সবুজায়নের উপর জোর দেওয়া হচ্ছে ৷ বৃষ্টির জল যাতে আরও বেশি করে ভূগর্ভে প্রবেশ করতে পারে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে ৷ আর এই কারণেই পাথওয়ের জন্য পেভার ব্লক টাইলসের জায়গায় গ্রাস টাইলস বেছে নেওয়া হয়েছে ৷
প্রসঙ্গত, গ্রাস টাইলসগুলির আকার এবং বিন্যাস এমন থাকে, যার মাধ্যমে বেশ খানিকটা করে মাটি উন্মুক্ত অবস্থায় থাকে ৷ সেখানে ঘাস জন্মায় ৷ ঠিকমতো পরিচর্যা করা হলে এই ধরনের টাইলস দেখতেও খুব সুন্দর লাগে ৷ তাছাড়া, এর খরচও তুলনায় অনেকটাই কম ৷ গ্রাস টাইলস বসানোর পাশাপাশি বিভিন্ন উদ্যানের খালি পড়ে থাকা অংশে আরও বেশি করে গাছ লাগানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷