কলকাতা, 10 ডিসেম্বর : বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় একের পর এক টুইট বাণ রাজ্য়পাল জগদীপ ধনকড়ের ৷ সেখানে রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিলেন তিনি ৷ এদিন প্রথম টুইটে মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, রাজ্য়ের অরাজকতা ও আইন-শৃঙ্খলা নিয়ে আমি চিন্তিত ৷ রাজ্য় পুলিশকে নিশানা করে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক পুলিশের মদতে শাসক দলের হার্মাদরা বিজেপি সভাপতির কনভয়ে হামলা চালাল ৷ আজ সকালে মুখ্য়সচিব এবং ডিজিপিকে আইন-শৃঙ্খলা ভেঙে পড়া নিয়ে সতর্ক করা সত্ত্বেও এই ঘটনা ঘটল ৷
এরপরেই তিনি প্রশাসনের সঙ্গে হওয়া তাঁর কথোপকথনের বিষয়ে উল্লেখ করেন ৷ রাজ্য়ের মুখ্য়সচিবকে উল্লেখ করে তিনি টুইটারে লেখেন, সকাল 8টা 19 মিনিটে মুখ্য়সচিবকে তিনি জানান, ডায়মন্ড হারবারের পুলিশ সুপার যেন একজন পাবলিক সার্ভেন্টের ভূমিকাই পালন করেন ৷ সকাল সাড়ে আটটার সময় মুখ্য়সচিব তাঁকে জবাবে জানিয়েছিলেন, ডিজিপিকে বিষয়টির সংবেদনশীলতা সম্পর্কে জানিয়ে সতর্ক করে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : "অরাজকতা", "অসহিষ্ণুতা" এবং "গুন্ডারাজ", বাংলায় বদলের ডাক নাড্ডার
এরপর আরও একটি টুইট করেন ধনকড় ৷ সেখানে মুখ্য়সচিবের জবাবের প্রতি উত্তরে তিনি জানিয়েছিলেন, তিনি আশা করেন রাজ্য়ের পুলিশ রাজনৈতিক ভূমিকা থেকে বেরিয়ে এসে তাঁদের সুরক্ষা দেবে ৷ একই সঙ্গে সাংবিধানিক প্রধান হিসেবে তিনি লজ্জিত যে মুখ্য়সচিবকে তাঁর কর্তব্য় পালনের কথা মনে করিয়ে দিতে হচ্ছে ৷
মোটের উপর এদিন বিজেপি সভাপতির নিরাপত্তা নিয়ে সকাল থেকেই রাজ্য় সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন রাজ্য়পাল ৷ তা সত্ত্বেও বিজেপি সভাপতির কনভয়ে হামলা হওয়ায় ক্ষুব্ধ জগদীপ ধনকড় ৷ তবে, রাজ্য়পালের এই ভূমিকায় প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ কেন একজন রাজনৈতিক দলের সভাপতির নিরাপত্তার জন্য় তিনি, রাজ্য়ের মুখ্য়সচিবকে তদবির করবেন? যতই তাঁর দল কেন্দ্রে ক্ষমতায় থাকুন ৷ এনিয়ে সরকারের কাছে বিজেপির তরফে আবেদন জানানো উচিত ছিল ৷ তার বদলে রাজ্য়পালের এই ভূমিকা, তাঁর পদের অনুরূপ নয় বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ৷
এদিকে ঘটনার কথা রাজ্যপালকে জানাতে আজ রাজভবনে যায় বিজেপির একটি প্রতিনিধিদল। সেখানে ছিলেন লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং এবং সৌমিত্র খাঁ।