ETV Bharat / city

'অসাংবিধানিক' আচরণ থেকে বিরত থাকার আবেদন মুখ্যমন্ত্রীকে, টুইট রাজ্যপালের

মুখ্যমন্ত্রী ও শাসকদলের এই প্রতিবাদ মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ মুখ্যমন্ত্রীকে টুইট করে লেখেন, 'এটা অসাংবিধানিক' ৷ সেইসঙ্গে এই ধরনের 'উসকানিমূলক' আচরণ থেকে বিরত থাকার আবেদন জানান ৷

author img

By

Published : Dec 16, 2019, 10:03 AM IST

Governor's tweet to CM Mamata Banerjee
রাজ্যপাল

কলকাতা, 16 ডিসেম্বর : আজ থেকে কলকাতা ও রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন, NRC-র বিরুদ্ধে পথে নামতে চলেছে শাসকদল ৷ কলকাতায় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী ও শাসকদলের এই প্রতিবাদ মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ মুখ্যমন্ত্রীকে টুইট করে তিনি লেখেন, 'এটা অসাংবিধানিক' ৷

রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরুদ্ধে আজও বিক্ষোভ অব্যাহত ৷ দফায় দফায় রেল অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধের জেরে বিপর্যস্ত জনজীবন ৷ রাজ্যের এই পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বারবার রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর টুইট বার্তা, 'আমি মুখ্যমন্ত্রীকে এই অসাংবিধানিক ও উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকার ও পরিস্থিতি সামলানোর জন্য আবেদন জানাচ্ছি ৷ '

  • .@MamataOfficial. I am extremely anguished that CM and Ministers are to spearhead rally against CAA, law of the land. This is unconstitutional. I call upon CM to desist from this unconstitutional and inflammatory act at this juncture and devote to retrieve the grim situation.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেইসঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তি, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং মঞ্চ শিল্পীদের কৃতজ্ঞতা জানিয়ে আরও একটি টুইট করেন ৷ লেখেন, ' বিশিষ্ট ব্যক্তি, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং মঞ্চ শিল্পীদের কৃতজ্ঞতা জানাচ্ছি যাঁরা বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন ৷ হিংসা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন ৷ আশা করি বাকিরাও এগিয়ে আসবেন ৷ আমরা সাংবিধানিকভাবে দেশের আইন মানতে বাধ্য ৷ '

  • Gratitude to Intellectuals,film makers, actors and stage artists who urged protestors to shun violence. Hope others in such category would similarly come forward. We are constitutionally obliged to follow law of the land and as Governor enjoined to ensure it and am at it.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে গতকাল রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন রাজ্যপাল ৷ বলেছিলেন, "প্রশাসনের কিছু ক্ষেত্রে দায়িত্ববোধের অভাব দেখা যাচ্ছে । এটা পদক্ষেপ নেওয়ার সময় । পুলিশ প্রশাসনের এই পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা নেওয়া উচিত । রাজ্যবাসীকেও আবেদন জানাচ্ছি, আপনাদের পক্ষে এই পরিস্থিতির সামাল দিতে যা যা করা সম্ভব করুন । শান্তি বজায় রাখুন । " সেইসঙ্গে এরপরই NRC ও CAA সংক্রান্ত বিজ্ঞাপনগুলি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷ বলেন, "এই বিজ্ঞাপনগুলি অসাংবিধানিক । অনুমতির যোগ্য নয় । আমি নিশ্চিত মুখ্যমন্ত্রী অন্তত এই বিজ্ঞাপনগুলি প্রত্যাহার করবেন ৷ এটা সরকারি তহবিলের অপরাধমূলক ব্যবহার (criminal use of public funds) । আর যদি কোনও সরকার আইনের বিরোধিতায় সরকারি তহবিলের ব্যবহার করে তাহল সংবিধান প্রধান হিসেবে আমি তা মেনে নিতে পারব না ।"

কলকাতা, 16 ডিসেম্বর : আজ থেকে কলকাতা ও রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন, NRC-র বিরুদ্ধে পথে নামতে চলেছে শাসকদল ৷ কলকাতায় প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ মুখ্যমন্ত্রী ও শাসকদলের এই প্রতিবাদ মিছিল নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ মুখ্যমন্ত্রীকে টুইট করে তিনি লেখেন, 'এটা অসাংবিধানিক' ৷

রাজ্যজুড়ে নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর বিরুদ্ধে আজও বিক্ষোভ অব্যাহত ৷ দফায় দফায় রেল অবরোধ, টায়ার জ্বালিয়ে পথ অবরোধের জেরে বিপর্যস্ত জনজীবন ৷ রাজ্যের এই পরিস্থিতি নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বারবার রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন ৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর টুইট বার্তা, 'আমি মুখ্যমন্ত্রীকে এই অসাংবিধানিক ও উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকার ও পরিস্থিতি সামলানোর জন্য আবেদন জানাচ্ছি ৷ '

  • .@MamataOfficial. I am extremely anguished that CM and Ministers are to spearhead rally against CAA, law of the land. This is unconstitutional. I call upon CM to desist from this unconstitutional and inflammatory act at this juncture and devote to retrieve the grim situation.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

সেইসঙ্গে আরও বিশিষ্ট ব্যক্তি, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং মঞ্চ শিল্পীদের কৃতজ্ঞতা জানিয়ে আরও একটি টুইট করেন ৷ লেখেন, ' বিশিষ্ট ব্যক্তি, চলচ্চিত্র নির্মাতা, অভিনেতা এবং মঞ্চ শিল্পীদের কৃতজ্ঞতা জানাচ্ছি যাঁরা বিক্ষোভকারীদের শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন ৷ হিংসা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিলেন ৷ আশা করি বাকিরাও এগিয়ে আসবেন ৷ আমরা সাংবিধানিকভাবে দেশের আইন মানতে বাধ্য ৷ '

  • Gratitude to Intellectuals,film makers, actors and stage artists who urged protestors to shun violence. Hope others in such category would similarly come forward. We are constitutionally obliged to follow law of the land and as Governor enjoined to ensure it and am at it.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) December 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর আগে গতকাল রাজ্যবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছিলেন রাজ্যপাল ৷ বলেছিলেন, "প্রশাসনের কিছু ক্ষেত্রে দায়িত্ববোধের অভাব দেখা যাচ্ছে । এটা পদক্ষেপ নেওয়ার সময় । পুলিশ প্রশাসনের এই পরিস্থিতিতে সক্রিয় ভূমিকা নেওয়া উচিত । রাজ্যবাসীকেও আবেদন জানাচ্ছি, আপনাদের পক্ষে এই পরিস্থিতির সামাল দিতে যা যা করা সম্ভব করুন । শান্তি বজায় রাখুন । " সেইসঙ্গে এরপরই NRC ও CAA সংক্রান্ত বিজ্ঞাপনগুলি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হন তিনি ৷ বলেন, "এই বিজ্ঞাপনগুলি অসাংবিধানিক । অনুমতির যোগ্য নয় । আমি নিশ্চিত মুখ্যমন্ত্রী অন্তত এই বিজ্ঞাপনগুলি প্রত্যাহার করবেন ৷ এটা সরকারি তহবিলের অপরাধমূলক ব্যবহার (criminal use of public funds) । আর যদি কোনও সরকার আইনের বিরোধিতায় সরকারি তহবিলের ব্যবহার করে তাহল সংবিধান প্রধান হিসেবে আমি তা মেনে নিতে পারব না ।"

Aligarh (UP), Dec 16 (ANI): Ajay Anand, ADG law and order (Agra Zone) in Aligarh stated that the situation is under control and all necessary actions will be taken to maintain law and order."Our personnel are deployed and situation is under control. All necessary steps will be taken to maintain law and order," said Ajay Anand. Protest raged outside Aligarh Muslim University against Citizenship (Amendment) Act, 2019 in Uttar Pradesh. Protesters pelted stones on police. Police used tear gas to disperse the mob. Protest by students of Jamia Millia Islamia also turned violent in Delhi.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.