ETV Bharat / city

Jagdeep Dhankhar : এবার রাজ্যপালের নিশানায় স্পিকার, কড়া চিঠি ধনকড়ের - latest news today

রাজ্যপালের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে বিমানকে চিঠি লিখলেন জগদীপ ধনকড় ৷

governor jagdeep dhankhar writes letter to west bengal assembly speaker biman banerjee
Jagdeep Dhankhar : রাজ্যপালের বিরুদ্ধে সরব বিমান, কড়া চিঠি ধনকড়ের
author img

By

Published : Jun 30, 2021, 5:24 PM IST

কলকাতা, 30 জুন : পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ সম্প্রতি অধ্যক্ষদের বৈঠকে রাজ্যপালের কার্যকলাপ নিয়ে অভিযোগ করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে বিস্ময় প্রকাশ করে এই চিঠিটি লিখেছেন রাজ্যপাল ৷

উল্লেখ্য, বিমান বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে অভিযোগ করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে ৷ রাজ্যপাল এক্তিয়ারের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার কাজে নাক গলাচ্ছেন বলে সেদিন অভিযোগ করেছিলেন বিমানবাবু ৷ আর সেই অভিযোগের সঙ্গে সত্যতার কোনও সম্পর্ক নেই বলে এদিনের চিঠিতে জানিয়েছেন ধনকড় ৷

আরও পড়ুন : Mamata-Suvendu : লোকসভার প্রচারে পুষ্পক রথে চড়বেন মমতা, কটাক্ষ শুভেন্দুর ; জবাব কুণালের

এছাড়াও একাধিক অভিযোগ তুলেছেন রাজ্যপাল ৷ চিঠিতে তিনি লিখেছেন যে তিনি যখন গিয়েছিলেন, তখন বিধানসভার গেট বন্ধ ছিল ৷ এমনকী তিনি বিধানসভায় উপস্থিত হলেও সেখানে অধ্যক্ষ ছিলেন না ৷ তাঁর ভাষণও সরাসরি টিভিতে দেখানো হয়নি ৷

অধ্যক্ষদের বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে রাজ্যপাল বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখেন ৷ এই অভিযোগ অস্বীকার করেছেন ধনকড় ৷ একই সঙ্গে কেন ওই বিলগুলি আটকে রাখা হয়েছে, তার ব্যাখ্যা তিনি চিঠিতে দিয়েছেন ৷

  • Adherence to constitutional norms is quint essential to democracy & rule of law.

    Urged Speaker #WBLA“ to work in togetherness in a harmonious manner to uphold and justify the essence and spirit of the Constitution for ensuring the overall welfare of the people @MamataOfficial. pic.twitter.com/onzI3jjHvY

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : জিটিএতে দুর্নীতির অভিযোগ, ক্যাগকে দিয়ে স্পেশাল অডিট করানোর হুঁশিয়ারি রাজ্যপালের

একই সঙ্গে তাঁর বক্তব্য, সাংবিধানিক নিয়ম মেনে একসঙ্গে মানুষের কল্যাণে কাজ করা উচিত ৷ এদিন চিঠি দেওয়ার বিষয়টি নিয়ে টুইটও করেন রাজ্যপাল ৷ সেখানে এই সাংবিধানিক নিয়ম মেনে একসঙ্গে কাজ করার বিষয়টি উল্লেখ করেছেন তিনি ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) টুইটার হ্যান্ডলকে ট্যাগও করেছেন তিনি ৷

প্রসঙ্গত, 2019 সালের মাঝামাঝি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার নেন জগদীপ ধনকড় ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই রাজ্য সরকারের সঙ্গে তাঁর বিরোধ বেধেছে ৷ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর রাজ্যে যে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠছে, তা নিয়ে সরব হয়েছেন তিনি ৷ দিল্লিতে গিয়ে কেন্দ্রের কাছে এই নিয়ে রিপোর্টও করেছেন ৷

আরও পড়ুন : 2 জুলাই রাজ্যপাল কি মমতার সরকারের দেওয়া ভাষণ পাঠ করবেন ?

ফিরে এসে দার্জিলিং গিয়ে জিটিএ-র কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল ৷ তার পর রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ যে অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল ৷

আর এই পরিস্থিতিতে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন ৷ প্রথা মেনে রাজ্যপালের ভাষণ দিয়েই ওই অধিবেশন শুরু হবে ৷ ফলে সেদিন দু’পক্ষের মধ্যে আবার কোনও গোলমাল হয় কি না, এখন সেটাই দেখার ৷

কলকাতা, 30 জুন : পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে (Biman Banerjee) চিঠি লিখলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ সম্প্রতি অধ্যক্ষদের বৈঠকে রাজ্যপালের কার্যকলাপ নিয়ে অভিযোগ করেছিলেন বিমান বন্দ্যোপাধ্যায় ৷ সেই নিয়ে বিস্ময় প্রকাশ করে এই চিঠিটি লিখেছেন রাজ্যপাল ৷

উল্লেখ্য, বিমান বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে অভিযোগ করেছিলেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে ৷ রাজ্যপাল এক্তিয়ারের বাইরে গিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার কাজে নাক গলাচ্ছেন বলে সেদিন অভিযোগ করেছিলেন বিমানবাবু ৷ আর সেই অভিযোগের সঙ্গে সত্যতার কোনও সম্পর্ক নেই বলে এদিনের চিঠিতে জানিয়েছেন ধনকড় ৷

আরও পড়ুন : Mamata-Suvendu : লোকসভার প্রচারে পুষ্পক রথে চড়বেন মমতা, কটাক্ষ শুভেন্দুর ; জবাব কুণালের

এছাড়াও একাধিক অভিযোগ তুলেছেন রাজ্যপাল ৷ চিঠিতে তিনি লিখেছেন যে তিনি যখন গিয়েছিলেন, তখন বিধানসভার গেট বন্ধ ছিল ৷ এমনকী তিনি বিধানসভায় উপস্থিত হলেও সেখানে অধ্যক্ষ ছিলেন না ৷ তাঁর ভাষণও সরাসরি টিভিতে দেখানো হয়নি ৷

অধ্যক্ষদের বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন যে রাজ্যপাল বিধানসভায় পাশ হওয়া বিল আটকে রাখেন ৷ এই অভিযোগ অস্বীকার করেছেন ধনকড় ৷ একই সঙ্গে কেন ওই বিলগুলি আটকে রাখা হয়েছে, তার ব্যাখ্যা তিনি চিঠিতে দিয়েছেন ৷

  • Adherence to constitutional norms is quint essential to democracy & rule of law.

    Urged Speaker #WBLA“ to work in togetherness in a harmonious manner to uphold and justify the essence and spirit of the Constitution for ensuring the overall welfare of the people @MamataOfficial. pic.twitter.com/onzI3jjHvY

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 30, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

আরও পড়ুন : জিটিএতে দুর্নীতির অভিযোগ, ক্যাগকে দিয়ে স্পেশাল অডিট করানোর হুঁশিয়ারি রাজ্যপালের

একই সঙ্গে তাঁর বক্তব্য, সাংবিধানিক নিয়ম মেনে একসঙ্গে মানুষের কল্যাণে কাজ করা উচিত ৷ এদিন চিঠি দেওয়ার বিষয়টি নিয়ে টুইটও করেন রাজ্যপাল ৷ সেখানে এই সাংবিধানিক নিয়ম মেনে একসঙ্গে কাজ করার বিষয়টি উল্লেখ করেছেন তিনি ৷ একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) টুইটার হ্যান্ডলকে ট্যাগও করেছেন তিনি ৷

প্রসঙ্গত, 2019 সালের মাঝামাঝি পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বভার নেন জগদীপ ধনকড় ৷ তার পর সময় যত এগিয়েছে, ততই রাজ্য সরকারের সঙ্গে তাঁর বিরোধ বেধেছে ৷ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের পর রাজ্যে যে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠছে, তা নিয়ে সরব হয়েছেন তিনি ৷ দিল্লিতে গিয়ে কেন্দ্রের কাছে এই নিয়ে রিপোর্টও করেছেন ৷

আরও পড়ুন : 2 জুলাই রাজ্যপাল কি মমতার সরকারের দেওয়া ভাষণ পাঠ করবেন ?

ফিরে এসে দার্জিলিং গিয়ে জিটিএ-র কাজকর্ম নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল ৷ তার পর রাজ্যপালকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগেন স্বয়ং মুখ্যমন্ত্রী ৷ যে অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যপাল ৷

আর এই পরিস্থিতিতে আগামী শুক্রবার শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন ৷ প্রথা মেনে রাজ্যপালের ভাষণ দিয়েই ওই অধিবেশন শুরু হবে ৷ ফলে সেদিন দু’পক্ষের মধ্যে আবার কোনও গোলমাল হয় কি না, এখন সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.