ETV Bharat / city

‘‘কেন্দ্রীয় দলকে সুষ্ঠভাবে কাজ করতে দিন’’, মমতাকে অনুরোধ রাজ্যপালের - বিষ্ণুপুর

কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে আসার পর থেকেই কেন্দ্র -রাজ্যে বিরোধ চলছে, এরই মাঝেমধ্য়স্থতা করতে ময়দানে নামলেন রাজ্য়পাল জগদীপ ধনকড় ৷ তিনি আজ সকালে টুইট করে মুখ্যমন্ত্রীকে বলেন, কেন্দ্রীয় প্রতনিধি দলের কাজে যেন কোনও বাধা না আসে, সেই বিষয়টি নিশ্চিত করতে ৷

Governor Jagdeep Dhankhar
মমতাকে অনুরোধ রাজ্যপালের
author img

By

Published : Apr 23, 2020, 10:39 AM IST

কলকাতা, 23 এপ্রিল : কেন্দ্রীয় দলের রাজ্যে পরিদর্শনে আসা নিয়ে অসন্তুষ্ট রাজ্য ৷ প্রতিদিনই কেন্দ্র রাজ্যের চিঠি চালাচালি চলছে ৷ এরই মাঝে ফের একবার টুইট করে কেন্দ্রীয় দলকে কাজে সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করলেন ৷

রাজ্যপাল টুইটারে লেখেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, কেন্দ্রীয় দলের কাজের পথে যেন কোনও বাধার সৃষ্টি না হয় ৷ কেন্দ্রীয় দলকে অসহযোগিতা করার ঘটনায় আমি চিন্তিত ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাদরে বরণ করা হচ্ছে পূর্ব মেদিনীপুর ও বিষ্ণুপুরে ৷ WHO-র পরিদর্শনে কী লাভ হবে? জানান !’’

  • Urge @MamataOfficial to ensure seamless way forward for Central Teams.

    Concerned at Rebuff to Central Teams. Red Carpet visit of WHO to East Midnapur and Bishnupur. What outcome and gain of WHO visit ? Declare !

    Time to take to Constitution. Let concerned handle Mikes/Brooms.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে 20 এপ্রিল কলকাতায় আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ তবে প্রতিনিধি দলের এই আকস্মিক পরিদর্শনে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী টুইটে লিখেছিলেন ‘‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো’’কে আঘাত করছে এই সিদ্ধান্ত ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে অভিযোগ জানিয়ে চিঠিও লেখেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ এরপর থেকেই দুইপক্ষের মধ্যে অসহযোগিতা করা নিয়ে চাপান-উতোর চলছে ৷

এই পরিস্থিতিতে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে মুখ্যমন্ত্রীর কাছে কেন্দ্রীয় সরকারকে সাহায্যের অনুরোধ করলেন ৷

কলকাতা, 23 এপ্রিল : কেন্দ্রীয় দলের রাজ্যে পরিদর্শনে আসা নিয়ে অসন্তুষ্ট রাজ্য ৷ প্রতিদিনই কেন্দ্র রাজ্যের চিঠি চালাচালি চলছে ৷ এরই মাঝে ফের একবার টুইট করে কেন্দ্রীয় দলকে কাজে সহযোগিতার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনুরোধ করলেন ৷

রাজ্যপাল টুইটারে লেখেন, ‘‘আমি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, কেন্দ্রীয় দলের কাজের পথে যেন কোনও বাধার সৃষ্টি না হয় ৷ কেন্দ্রীয় দলকে অসহযোগিতা করার ঘটনায় আমি চিন্তিত ৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাদরে বরণ করা হচ্ছে পূর্ব মেদিনীপুর ও বিষ্ণুপুরে ৷ WHO-র পরিদর্শনে কী লাভ হবে? জানান !’’

  • Urge @MamataOfficial to ensure seamless way forward for Central Teams.

    Concerned at Rebuff to Central Teams. Red Carpet visit of WHO to East Midnapur and Bishnupur. What outcome and gain of WHO visit ? Declare !

    Time to take to Constitution. Let concerned handle Mikes/Brooms.

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) April 23, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যে কোরোনা পরিস্থিতি খতিয়ে দেখতে 20 এপ্রিল কলকাতায় আসে কেন্দ্রীয় প্রতিনিধি দল ৷ তবে প্রতিনিধি দলের এই আকস্মিক পরিদর্শনে ক্ষুদ্ধ মুখ্যমন্ত্রী টুইটে লিখেছিলেন ‘‘যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো’’কে আঘাত করছে এই সিদ্ধান্ত ৷ কেন্দ্রীয় প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে অভিযোগ জানিয়ে চিঠিও লেখেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷ এরপর থেকেই দুইপক্ষের মধ্যে অসহযোগিতা করা নিয়ে চাপান-উতোর চলছে ৷

এই পরিস্থিতিতে রাজ্যপাল জগদীপ ধনকড় টুইট করে মুখ্যমন্ত্রীর কাছে কেন্দ্রীয় সরকারকে সাহায্যের অনুরোধ করলেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.