ETV Bharat / city

"লক্ষ্মণরেখা পার করব না", বিবৃতি রাজ্যপালের - পশ্চিমবঙ্গের বাজেট অধিবেশন

বাজেট অধিবেশনের আগে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরমে ৷ রাজ্য সরকারের তৈরি ভাষণে পরিবর্তন করতে বলেন ৷ তবে রাজ্য সরকার জানিয়ে দেয়, মন্ত্রিসভা স্বীকৃত এই ভাষণ পরিবর্তন করা হচ্ছে না ৷

Governor Jagdeep Dhankhar
সস্ত্রীক রাজ্যপাল
author img

By

Published : Feb 6, 2020, 9:28 PM IST

Updated : Feb 6, 2020, 10:09 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বাজেট অধিবেশনে বক্তব্য পেশ নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যে নতুন বিবৃতি রাজ্যপালের ৷ আজ বিকেলে রাজভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়, আগামীকাল বেলা দু’টোর সময় নিয়মানুসারে রাজ্য সরকারের তৈরি ভাষণ পড়তে বিধানসভার অধিবেশন কক্ষে পৌঁছাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তার কয়েক ঘণ্টা আগে রাজ্যপাল জানিয়ে দিলেন, তিনি রাজ্য সরকারের কোনও এক্তিয়ারে হস্তক্ষেপ করবেন না ।

আজ বিকেলে রাজভবন থেকে লিখিত এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, আগামীকাল বেলা দু’টোর সময় নিয়মানুসারে রাজ্য সরকারের তৈরি ভাষণ পড়তে বিধানসভার অধিবেশন কক্ষে পৌঁছে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সোমবার ক্যাবিনেট বৈঠকের পর স্বীকৃত ভাষণের প্রতিলিপি পাঠানো হয় রাজ্যপালের কাছে । সেই ভাষণের প্রতিলিপিতে তাঁর আপত্তির কথা জানিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল । তিনি ভাষণের কয়েকটি জায়গায় পরিবর্তন করার পরামর্শ দেন রাজ্য সরকারকে ।

কিন্তু রাজ্য সরকার রাজ্যপালের পরামর্শ খারিজ করে দিয়েছে । আজকেই রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়েছে, ক্যাবিনেটের পর পাঠানো রাজ্যপালের ভাষণের যে প্রতিলিপি ছিল তা চূড়ান্ত এবং মন্ত্রিসভা স্বীকৃত । অতএব কোনওভাবেই রাজ্যপালের বিবৃতি পরিবর্তন করা যাবে না । রাজ্যপালের পরামর্শ মেনে কোনও শব্দ বা বাক্য সংযোজন বা বিয়োজন করা যাবে না ।


এরপর রাজভবন থেকে এক লিখিত বিবৃতিতে রাজ্যপাল জানিয়ে দেন, তিনি সংবিধান মেনেই কাজ করবেন । কোনওরকম লক্ষ্মণরেখা পার করবেন না । রাজ্য সরকারের এক্তিয়ারে হস্তক্ষেপ করবেন না ।

কলকাতা, 6 ফেব্রুয়ারি : বাজেট অধিবেশনে বক্তব্য পেশ নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাতের মধ্যে নতুন বিবৃতি রাজ্যপালের ৷ আজ বিকেলে রাজভবন থেকে এক বিবৃতিতে জানানো হয়, আগামীকাল বেলা দু’টোর সময় নিয়মানুসারে রাজ্য সরকারের তৈরি ভাষণ পড়তে বিধানসভার অধিবেশন কক্ষে পৌঁছাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ তার কয়েক ঘণ্টা আগে রাজ্যপাল জানিয়ে দিলেন, তিনি রাজ্য সরকারের কোনও এক্তিয়ারে হস্তক্ষেপ করবেন না ।

আজ বিকেলে রাজভবন থেকে লিখিত এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়, আগামীকাল বেলা দু’টোর সময় নিয়মানুসারে রাজ্য সরকারের তৈরি ভাষণ পড়তে বিধানসভার অধিবেশন কক্ষে পৌঁছে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকড় । সোমবার ক্যাবিনেট বৈঠকের পর স্বীকৃত ভাষণের প্রতিলিপি পাঠানো হয় রাজ্যপালের কাছে । সেই ভাষণের প্রতিলিপিতে তাঁর আপত্তির কথা জানিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল । তিনি ভাষণের কয়েকটি জায়গায় পরিবর্তন করার পরামর্শ দেন রাজ্য সরকারকে ।

কিন্তু রাজ্য সরকার রাজ্যপালের পরামর্শ খারিজ করে দিয়েছে । আজকেই রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যপালকে জানিয়ে দেওয়া হয়েছে, ক্যাবিনেটের পর পাঠানো রাজ্যপালের ভাষণের যে প্রতিলিপি ছিল তা চূড়ান্ত এবং মন্ত্রিসভা স্বীকৃত । অতএব কোনওভাবেই রাজ্যপালের বিবৃতি পরিবর্তন করা যাবে না । রাজ্যপালের পরামর্শ মেনে কোনও শব্দ বা বাক্য সংযোজন বা বিয়োজন করা যাবে না ।


এরপর রাজভবন থেকে এক লিখিত বিবৃতিতে রাজ্যপাল জানিয়ে দেন, তিনি সংবিধান মেনেই কাজ করবেন । কোনওরকম লক্ষ্মণরেখা পার করবেন না । রাজ্য সরকারের এক্তিয়ারে হস্তক্ষেপ করবেন না ।

Intro:রাজ্যপাল সয়ং "লক্ষণ রেখা" অতিক্রম করবেন না, সে কথা আজ বিবৃতির মাধ্যমে প্রকাশ্যে জানিয়ে দিলেন। আগামীকাল বিধানসভায় রাজ্য বাজেট। তার কয়েক ঘন্টা আগেই রাজ্যপাল জানিয়ে দিলেন তিনি রাজ্য সরকারের কোনো এক্তিয়ারে হস্তক্ষেপ করবেন না। তবে আগামীকাল রাজ্যপালের আচরণ সম্পর্কে সকলেই সন্ধিহান।


Body:কিছুক্ষণ আগে রাজভবন থেকে লিখিত এক বিবৃতির মাধ্যমে জানিয়ে দেওয়া হয় আগামীকাল বেলা দুটোর সময় নিয়মানুসারে রাজ্য সরকারের তৈরি ভাষণ পড়তে বিধানসভার অধিবেশন কক্ষে পৌঁছে যাবেন রাজ্যপাল জগদীপ ধনকার।
গত সোমবার ক্যাবিনেট বৈঠকের পর স্বীকৃত ভাষণের প্রতিলিপি পাঠানো হয় রাজ্যপালের কাছে। সেই ভাষণের প্রতিলিপিতে রাজ্যপালের আপত্তির কথা জানিয়েছিলেন স্বয়ং রাজ্যপাল। তিনি ভাষণের কয়েকটি জায়গায় পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলেন রাজ্য সরকারকে। কিন্তু রাজ্য সরকার রাজ্যপালের পরামর্শ খারিজ করে দিয়েছে। আজকেই রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যপাল কে জানিয়ে দেওয়া হয়েছে ক্যাবিনেটের পর পাঠানো রাজ্যপালের ভাষণের যে প্রতিলিপি ছিল তা চূড়ান্ত এবং মন্ত্রিসভা স্বীকৃত। অতএব কোনভাবেই রাজ্যপালের বিবৃতি পরিবর্তন করা যাবে না। রাজ্যপালের পরামর্শ মেনে কোনো শব্দ বা বাক্য সংযোজন বা বিয়োজন করা যাবেনা।
এরপর রাজভবন থেকে এক লিখিত বিবৃতিতে রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দেন, তিনি সংবিধান মেনেই কাজ করবেন। কোনরকম লক্ষণরেখা পার করবেন না তিনি। রাজ্য সরকারের এক্তিয়ারে হস্তক্ষেপ করবেন না।
নজিরবিহীন ঘটনা ঘটল এবার। রাজ্য সরকারের তৈরি রাজ্যপালের বিবৃতি পাঠ করার আগেই প্রকাশ্যে রাজ্যপাল জানিয়ে দিলেন, রাজ্য সরকারের তৈরি করা রাজ্যপালের বাজেট ভাষণে তার আপত্তি রয়েছে। তিনি কয়েকটি শব্দ এবং বাক্য পরিবর্তনের কথা বলেছিলেন। রাজ্য সরকার তা মেনে নেয়নি। যা পাঠানো হয়েছে সেটাকেই চূড়ান্ত বলে নবান্ন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। সংবিধান মেনে রাজ্যপাল রাজ্য সরকারের লিখিত বিবৃতি পড়তে বাধ্য। তবে আগামীকাল সকলের নজর থাকবে রাজ্যপালের আচরনের দিকে।



Conclusion:
Last Updated : Feb 6, 2020, 10:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.