ETV Bharat / city

Jagdeep Dhankhar : পিএম কেয়ার্সের টাকায় রাজ্য়ে কোভিড হাসপাতাল ডিআরডিও-র, উচ্ছ্বসিত রাজ্যপাল

পিএম কেয়ার্সের আর্থিক সহযোগিতায় 250 শয্যার দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি হচ্ছে মুর্শিদাবাদ এবং কল্যাণীতে ৷ সৌজন্যে ডিআরডিও ৷ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যপাল জহদীপ ধনকড় ৷ টুইটারে এই নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি ৷

Governor Jagdeep Dhankhar praises DRDO for makeshift Covid hospital in Murshidabad and Kalyani with PM CARES Fund
Jagdeep Dhankhar : পিএম কেয়ার্সের টাকায় রাজ্য়ে কোভিড হাসপাতাল ডিআরডিও-র, উচ্ছ্বসিত রাজ্যপাল
author img

By

Published : Jun 16, 2021, 4:02 PM IST

Updated : Jun 16, 2021, 5:21 PM IST

কলকাতা, 16 জুন : দেশব্য়াপী করোনা পরিস্থিতির মোকাবিলায় জন্যই তৈরি করা হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড (PM CARES Fund Trust) ৷ তাতে সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারী-সহ দেশের সমস্ত নাগরিককেই আর্থিক সহযোগিতা করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরে অবশ্য এই তহবিল নিয়ে বিতর্কও হয়েছে অনেক ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশের অভিযোগ, তাঁদের এক প্রকার জোর করেই পিএম কেয়ার্সে টাকা দিতে বাধ্য করা হয়েছে ৷ এমনকী, পিএম কেয়ার্স সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনারও দাবি উঠেছে নানা মহলে ৷ বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ আর এবার সেই পিএম কেয়ার্সেরই আর্থিক সহযোগিতায় রাজ্যে দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি সিদ্ধান্ত নিয়েছে ডিআরডিও (Defence Research and Development Organisation-DRDO) ৷ যা জেনে কার্যত উচ্ছ্বসিত রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷

  • Greatly appreciate establishment of two 250 bedded makeshift COVID Hospitals @DRDO_India at Murshidabad & Kalyani, WB out of PM CARES Fund Trust with allocation of Rs 41.62 crores & infrastructural support by State Govt @MamataOfficial @MoHFW_INDIA-would serve huge public purpose https://t.co/CmwJDzAE0f

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার প্রধানমন্ত্রীর দফতরকে (PMO) উল্লেখ করে একটি খবর প্রকাশ্যে আনে সংবাদ সংস্থা এএনআই ৷ টুইটারে তারা জানায়, পশ্চিমবঙ্গের কল্য়াণী এবং মুর্শিদাবাদে দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করা হচ্ছে ৷ দু’টিরই শয্যাসংখ্যা 250 ৷ পিএম কেয়ার্সের আর্থিক সহযোগিতায় তৈরি হবে এই হাসপাতাল ৷ তৈরি করবে ভারতের সামরিক গবেষণাকেন্দ্র ডিআরডিও ৷ এই প্রকল্প রূপায়নে পরিকাঠামোগত সহযোগিতা করবে রাজ্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রক ৷

আরও পড়ুন : বিজেপির রাজ্য সভাপতি হয়ে কাজ করুন, ধনকড়কে কটাক্ষ কাকলির

এএনআই এই টুইট করার দু’ঘণ্টা পরই সেটি রিটুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পশ্চিমবঙ্গে কোভিড হাসপাতাল তৈরির জন্য ডিআরডিও-কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ৷ জানান, এই হাসপাতাল দু’টি তৈরির জন্য পিএম কেয়ার্স ফান্ড থেকে 41 কোটি 62 লাখ টাকা খরচ করা হচ্ছে ৷ এই পোস্টটি ডিআরডিও ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Benerjee) এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রককে ট্যাগ করেন ধনকড় ৷

রাজ্যপালের এই টুইটটিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, পিএম কেয়ার্সের স্বচ্ছতা নিয়ে বিজেপিবিরোধী শিবির তো বটেই, প্রশ্ন রয়েছে আমজনতার মধ্যেও ৷ অভিযোগ, করোনা মোকাবিলার নামে এই তহবিলে যে টাকা সঞ্চয় করা হয়েছে, তা আদৌ কোভিড যুদ্ধে ব্যবহার করা হচ্ছে না ৷ এমনকী, কেন্দ্র এই তহবিলের বিস্তারিত হিসেবনিকেশ প্রকাশ্যে আনতে না চাওয়ায় এ নিয়ে রহস্য আরও বেড়েছে ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : রাজ্যপালের কড়া চিঠিতে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল

পিএম কেয়ার্স ফান্ড নিয়ে বিরোধী নেতানেত্রীরা বারবার বিঁধেছেন কেন্দ্রকে ৷ সেই তালিকায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন ৷ মমতার প্রশ্ন ছিল, পিএম কেয়ার্সের টাকা কেন করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা বা চিকিৎসা পরিকাঠামো তৈরির জন্য ব্যবহার করা হয়নি ? আর এবার তাঁর রাজ্য়েই দু’টি কোভিড হাসপাতাল তৈরির জন্য এই তহবিল থেকে টাকা দিচ্ছে কেন্দ্র ৷ যা আদতে মমতাকে জবাব দেওয়ারই সামিল বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল ৷ সেক্ষেত্রে ধনকড়ের এই টুইটও মমতাকে খোঁচা দেওয়ার জন্য যথেষ্ট ৷

কলকাতা, 16 জুন : দেশব্য়াপী করোনা পরিস্থিতির মোকাবিলায় জন্যই তৈরি করা হয়েছিল পিএম কেয়ার্স ফান্ড (PM CARES Fund Trust) ৷ তাতে সরকারি কর্মচারীদের পাশাপাশি বেসরকারি কর্মচারী-সহ দেশের সমস্ত নাগরিককেই আর্থিক সহযোগিতা করার আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ পরে অবশ্য এই তহবিল নিয়ে বিতর্কও হয়েছে অনেক ৷ কেন্দ্রীয় সরকারি কর্মীদের একাংশের অভিযোগ, তাঁদের এক প্রকার জোর করেই পিএম কেয়ার্সে টাকা দিতে বাধ্য করা হয়েছে ৷ এমনকী, পিএম কেয়ার্স সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনারও দাবি উঠেছে নানা মহলে ৷ বিষয়টি গড়িয়েছে আদালত পর্যন্ত ৷ আর এবার সেই পিএম কেয়ার্সেরই আর্থিক সহযোগিতায় রাজ্যে দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি সিদ্ধান্ত নিয়েছে ডিআরডিও (Defence Research and Development Organisation-DRDO) ৷ যা জেনে কার্যত উচ্ছ্বসিত রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷

  • Greatly appreciate establishment of two 250 bedded makeshift COVID Hospitals @DRDO_India at Murshidabad & Kalyani, WB out of PM CARES Fund Trust with allocation of Rs 41.62 crores & infrastructural support by State Govt @MamataOfficial @MoHFW_INDIA-would serve huge public purpose https://t.co/CmwJDzAE0f

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 16, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বুধবার প্রধানমন্ত্রীর দফতরকে (PMO) উল্লেখ করে একটি খবর প্রকাশ্যে আনে সংবাদ সংস্থা এএনআই ৷ টুইটারে তারা জানায়, পশ্চিমবঙ্গের কল্য়াণী এবং মুর্শিদাবাদে দু’টি অস্থায়ী কোভিড হাসপাতাল তৈরি করা হচ্ছে ৷ দু’টিরই শয্যাসংখ্যা 250 ৷ পিএম কেয়ার্সের আর্থিক সহযোগিতায় তৈরি হবে এই হাসপাতাল ৷ তৈরি করবে ভারতের সামরিক গবেষণাকেন্দ্র ডিআরডিও ৷ এই প্রকল্প রূপায়নে পরিকাঠামোগত সহযোগিতা করবে রাজ্য সরকার ও স্বাস্থ্য মন্ত্রক ৷

আরও পড়ুন : বিজেপির রাজ্য সভাপতি হয়ে কাজ করুন, ধনকড়কে কটাক্ষ কাকলির

এএনআই এই টুইট করার দু’ঘণ্টা পরই সেটি রিটুইট করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ পশ্চিমবঙ্গে কোভিড হাসপাতাল তৈরির জন্য ডিআরডিও-কে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি ৷ জানান, এই হাসপাতাল দু’টি তৈরির জন্য পিএম কেয়ার্স ফান্ড থেকে 41 কোটি 62 লাখ টাকা খরচ করা হচ্ছে ৷ এই পোস্টটি ডিআরডিও ছাড়াও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Benerjee) এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রককে ট্যাগ করেন ধনকড় ৷

রাজ্যপালের এই টুইটটিকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ৷ কারণ, পিএম কেয়ার্সের স্বচ্ছতা নিয়ে বিজেপিবিরোধী শিবির তো বটেই, প্রশ্ন রয়েছে আমজনতার মধ্যেও ৷ অভিযোগ, করোনা মোকাবিলার নামে এই তহবিলে যে টাকা সঞ্চয় করা হয়েছে, তা আদৌ কোভিড যুদ্ধে ব্যবহার করা হচ্ছে না ৷ এমনকী, কেন্দ্র এই তহবিলের বিস্তারিত হিসেবনিকেশ প্রকাশ্যে আনতে না চাওয়ায় এ নিয়ে রহস্য আরও বেড়েছে ৷

আরও পড়ুন : Jagdeep Dhankhar : রাজ্যপালের কড়া চিঠিতে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে তৃণমূল

পিএম কেয়ার্স ফান্ড নিয়ে বিরোধী নেতানেত্রীরা বারবার বিঁধেছেন কেন্দ্রকে ৷ সেই তালিকায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও রয়েছেন ৷ মমতার প্রশ্ন ছিল, পিএম কেয়ার্সের টাকা কেন করোনা আবহে পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা বা চিকিৎসা পরিকাঠামো তৈরির জন্য ব্যবহার করা হয়নি ? আর এবার তাঁর রাজ্য়েই দু’টি কোভিড হাসপাতাল তৈরির জন্য এই তহবিল থেকে টাকা দিচ্ছে কেন্দ্র ৷ যা আদতে মমতাকে জবাব দেওয়ারই সামিল বলে মনে করছে তথ্যাভিজ্ঞ মহল ৷ সেক্ষেত্রে ধনকড়ের এই টুইটও মমতাকে খোঁচা দেওয়ার জন্য যথেষ্ট ৷

Last Updated : Jun 16, 2021, 5:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.