ETV Bharat / city

WB Assembly Session : অধ্যক্ষের কাছে বিধানসভায় তাঁর ভাষণের সরাসরি সম্প্রচার চাইলেন রাজ্যপাল, পাশ কাটালেন বিমান - WB Assembly Session

বিধানসভায় রাজ্যপালের লাইভ বক্তৃতা নিয়ে বিতর্ক চলছে (Governor Jagdeep Dhankhar live speech controversy) ৷ এদিন জানা গেল, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামিকাল ৷

Governor Jagdeep Dhankhar News
রাজ্যপালের ভাষণ লাইভ হওয়া নিয়ে বিতর্ক
author img

By

Published : Mar 6, 2022, 6:37 PM IST

কলকাতা, 6 মার্চ : বিধানসভার অধিবেশন শুরুর আগেই ফের সংঘাতের আবহ । পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকড় অভিযোগ করেছেন, তাঁকে বিধানসভায় ব্ল্যাকআউট করা হয়েছে । অতীতের মতো আগামিকাল রাজ্যপালের ভাষণে তাঁকে যাতে ব্ল্যাকআউট না করা হয় সে বিষয়ে নিশ্চয়তা চান তিনি । কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশনের 24 ঘণ্টা আগেও এই বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়কে । একই সঙ্গে রাজ্যপালকে ব্ল্যাকআউট করার অভিযোগও খারিজ করে দিয়েছেন তিনি (Governor Jagdeep Dhankhar live speech controversy) ।

রবিবার তাঁর ভাষণ লাইভ দেখাতে হবে এই দাবি তুলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল । তাঁর একটাই দাবি, রাজ্যপালের ভাষণ লাইভ দেখাতে হবে । এই দীর্ঘ বৈঠকের পরও রাজ্যপালের ভাষণ লাইভ দেখানো হবে কিনা সে বিষয়ে কোনও নিশ্চয়তা দেননি অধ্যক্ষ । সংবাদমাধ্যমের সামনে তিনি গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন । তবে জানা গিয়েছে, এবিষয়ে আগামিকাল পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন তিনি ।

এদিকে ধনকড় জানিয়েছেন, আগামিকাল এবিষয়ে সিদ্ধান্ত হবে । রাজ্যপালের এই দাবি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেছেন, রাজ্যপালের ভাষণের লাইভ সম্প্রচার হবে কিনা, সে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ ঠিক করবেন । রাজ্যপালের অধিকার আছে অধ্যক্ষর সঙ্গে বৈঠকের । তবে আগের অধিবেশনগুলোতে তাঁর ভাষণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল, এই অভিযোগ ভিত্তিহীন ।

আরও পড়ুন : Tweet of Jagdeep Dhankhar : বারবার আলোচনার প্রস্তাব দিলেও মুখ্যমন্ত্রীর আগ্রহের অভাব রয়েছে, ফের টুইট ধনকড়ের

কলকাতা, 6 মার্চ : বিধানসভার অধিবেশন শুরুর আগেই ফের সংঘাতের আবহ । পশ্চিমবঙ্গের রাজ্যপাল জাগদীপ ধনকড় অভিযোগ করেছেন, তাঁকে বিধানসভায় ব্ল্যাকআউট করা হয়েছে । অতীতের মতো আগামিকাল রাজ্যপালের ভাষণে তাঁকে যাতে ব্ল্যাকআউট না করা হয় সে বিষয়ে নিশ্চয়তা চান তিনি । কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয় হল, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় অধিবেশনের 24 ঘণ্টা আগেও এই বিষয়ে কোনও নিশ্চয়তা দিতে পারলেন না রাজ্যপাল জগদীপ ধনকড়কে । একই সঙ্গে রাজ্যপালকে ব্ল্যাকআউট করার অভিযোগও খারিজ করে দিয়েছেন তিনি (Governor Jagdeep Dhankhar live speech controversy) ।

রবিবার তাঁর ভাষণ লাইভ দেখাতে হবে এই দাবি তুলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন রাজ্যপাল । তাঁর একটাই দাবি, রাজ্যপালের ভাষণ লাইভ দেখাতে হবে । এই দীর্ঘ বৈঠকের পরও রাজ্যপালের ভাষণ লাইভ দেখানো হবে কিনা সে বিষয়ে কোনও নিশ্চয়তা দেননি অধ্যক্ষ । সংবাদমাধ্যমের সামনে তিনি গোটা বিষয়টি এড়িয়ে গিয়েছেন । তবে জানা গিয়েছে, এবিষয়ে আগামিকাল পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেবেন তিনি ।

এদিকে ধনকড় জানিয়েছেন, আগামিকাল এবিষয়ে সিদ্ধান্ত হবে । রাজ্যপালের এই দাবি প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী অরূপ রায় বলেছেন, রাজ্যপালের ভাষণের লাইভ সম্প্রচার হবে কিনা, সে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী এবং অধ্যক্ষ ঠিক করবেন । রাজ্যপালের অধিকার আছে অধ্যক্ষর সঙ্গে বৈঠকের । তবে আগের অধিবেশনগুলোতে তাঁর ভাষণ ব্ল্যাকআউট করে দেওয়া হয়েছিল, এই অভিযোগ ভিত্তিহীন ।

আরও পড়ুন : Tweet of Jagdeep Dhankhar : বারবার আলোচনার প্রস্তাব দিলেও মুখ্যমন্ত্রীর আগ্রহের অভাব রয়েছে, ফের টুইট ধনকড়ের

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.