ETV Bharat / city

বিক্ষোভকারীরা শান্তিতে ঘুমোতে পারবেন না, তৃণমূল বিধায়কদের বিক্ষোভ প্রসঙ্গে রাজ্যপাল - Governor Jagdeep Dhankar's reaction on MLA's demand at Assembly

রাজ্যপাল বলেন, " আমার কাজ সহ্য করা, আমি সহ্য করছি । আক্রমণ করা আমার কাজ নয় । আজ যাঁরা বিধানসভায় বিক্ষোভ দেখালেন, তাঁরা শান্তিতে ঘুমোতে পারবেন না । আমি অপেক্ষায় ছিলাম, বিধানসভা বা রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ কথা বলতে আসবেন আমার সঙ্গে । "

Governor Jagdeep Dhankar's reaction on MLA's demand of his resignation at Assembly
জগদীপ ধনকড়
author img

By

Published : Dec 10, 2019, 8:00 PM IST

কলকাতা, 10 ডিসেম্বর : রাজ্যপালের অপসারণ চেয়ে বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়করা ৷ তা নিয়ে মুথ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বললেন, "আজ বিধানসভায় যে সব বিধায়করা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা শান্তিতে ঘুমোতে পারবেন না৷" SC ও ST বিলে সই করেননি রাজ্যপাল ৷ সেকারণে তা বিধানসভায় পেশ করা যাচ্ছে না ৷ এই অভিযোগে আজ বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা ৷ রাজ্যপালের পদত্যাগের দাবিও তোলা হয় ৷ সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "আমার কাজ সহ্য করা, আমি তা করছি । আক্রমণ করা আমার কাজ নয় । আজ যাঁরা বিধানসভায় বিক্ষোভ দেখালেন, তাঁরা শান্তিতে ঘুমোতে পারবেন না । আমি অপেক্ষায় ছিলাম, বিধানসভা বা রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ কথা বলতে আসবেন আমার সঙ্গে । কিন্তু কেউ আসেননি । আমি সংবিধানের কাছে দায়বদ্ধ । "

পুরোনো সুর বজায় রেখে রাজ্যকে আক্রমণ করেন জগদীপ ধনকড় ৷ রাজ্য সরকার তাঁকে বিভিন্নভাবে অপমানিত করেছে বলেও অভিযোগ করেন ৷ বলেন, "রাজ্য সরকার ষড়যন্ত্র করছে । বিধানসভায় যা হয়েছে, তা নিয়ে আমি কিছু বলিনি । আমি কোনও রাজনৈতিক নেতা নই । 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমার কোনও প্রশ্নের জবাব দেয়নি রাজ্য সরকার। "

প্রসঙ্গত, এর আগে রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে গত মঙ্গলবার ফোনে কথা হয় তাঁর ৷ দু'জনেই বিভিন্ন ইশুতে আলোচনা করেন ৷ সেদিন না কি রাজ্যপালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁরা দ্রুত বৈঠকে বসবেন ৷ আলোচনার মাধ্যমে যে সব বিষয়ে সমস্যা রয়েছে তা মিটিয়ে নেবেন ৷ আজ রাজ্যপাল অভিযোগ করেন, তারপর থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এনিয়ে আর কোনও পদক্ষেপ করা হয়নি । তিনি না কি নিজে থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আগ্রহ দেখিয়েছিলেন । কিন্তু, রাজ্যের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া তিনি পাননি ৷

কলকাতা, 10 ডিসেম্বর : রাজ্যপালের অপসারণ চেয়ে বিধানসভায় বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়করা ৷ তা নিয়ে মুথ খুললেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বললেন, "আজ বিধানসভায় যে সব বিধায়করা বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা শান্তিতে ঘুমোতে পারবেন না৷" SC ও ST বিলে সই করেননি রাজ্যপাল ৷ সেকারণে তা বিধানসভায় পেশ করা যাচ্ছে না ৷ এই অভিযোগে আজ বিধানসভায় আম্বেদকরের মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখান তৃণমূল বিধায়করা ৷ রাজ্যপালের পদত্যাগের দাবিও তোলা হয় ৷ সেই প্রসঙ্গে রাজ্যপাল বলেন, "আমার কাজ সহ্য করা, আমি তা করছি । আক্রমণ করা আমার কাজ নয় । আজ যাঁরা বিধানসভায় বিক্ষোভ দেখালেন, তাঁরা শান্তিতে ঘুমোতে পারবেন না । আমি অপেক্ষায় ছিলাম, বিধানসভা বা রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ কথা বলতে আসবেন আমার সঙ্গে । কিন্তু কেউ আসেননি । আমি সংবিধানের কাছে দায়বদ্ধ । "

পুরোনো সুর বজায় রেখে রাজ্যকে আক্রমণ করেন জগদীপ ধনকড় ৷ রাজ্য সরকার তাঁকে বিভিন্নভাবে অপমানিত করেছে বলেও অভিযোগ করেন ৷ বলেন, "রাজ্য সরকার ষড়যন্ত্র করছে । বিধানসভায় যা হয়েছে, তা নিয়ে আমি কিছু বলিনি । আমি কোনও রাজনৈতিক নেতা নই । 25 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত আমার কোনও প্রশ্নের জবাব দেয়নি রাজ্য সরকার। "

প্রসঙ্গত, এর আগে রাজ্যপাল জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে গত মঙ্গলবার ফোনে কথা হয় তাঁর ৷ দু'জনেই বিভিন্ন ইশুতে আলোচনা করেন ৷ সেদিন না কি রাজ্যপালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, তাঁরা দ্রুত বৈঠকে বসবেন ৷ আলোচনার মাধ্যমে যে সব বিষয়ে সমস্যা রয়েছে তা মিটিয়ে নেবেন ৷ আজ রাজ্যপাল অভিযোগ করেন, তারপর থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে এনিয়ে আর কোনও পদক্ষেপ করা হয়নি । তিনি না কি নিজে থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আগ্রহ দেখিয়েছিলেন । কিন্তু, রাজ্যের পক্ষ থেকে কোনও ইতিবাচক সাড়া তিনি পাননি ৷

Intro:রাজ্যসরকারের সঙ্গে রাজ্যপালের সংঘাত চরমে পৌঁছলো। আজ দিনভর বিধানসভায় রাজ্যপালের বিরুদ্ধে সরব ছিল শাসকদলের বিধায়করা। বিকেলে তার জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকার। মুখ্যমন্ত্রীর সঙ্গে গত মঙ্গলবার রাজ্যপালের কথা হয়েছে বলে আগেই দাবি করেছেন রাজ্যপাল। রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। যদিও রাজ্যপাল রাজভবন, মুখ্যমন্ত্রীর বাসভবন, নবান্ন সহ মুখ্যমন্ত্রীর নির্দিষ্ট করা দিন এবং স্থানে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না মেলায় হতাশ রাজ্যপাল জগদীপ ধনকর‌।


Body:রাজ্যপাল জানিয়েছেন, বহুবার আলোচনার কথা বললেও রাজ্য সরকারের পক্ষ থেকে তার আবেদনের কথা শোনা হয়নি। রাজ্যপাল জগদীপ ধনকার বলেন, "আমার কাজ সহ্য করা, আমি সহ্য করছি। আক্রমণ করা আমার কাজ নয়। আজ যারা বিধানসভায় বিক্ষোভ দেখালেন তারা শান্তিতে ঘুমোতে পারবেন না। আমি অপেক্ষায় ছিলাম, বিধানসভা বা রাজ্য সরকারের পক্ষ থেকে কেউ কথা বলতে আসবে আমার সঙ্গে। আমি অপেক্ষায় ছিলাম। কিন্তু কেউ আসেনি। আমি সংবিধানের কাছে দায়বদ্ধ।"
রাজ্য সরকারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তুলে আজ রাজ্যপাল জানান, "রাজ্য সরকার ষড়যন্ত্র করছেন। বিধানসভায় যা হয়েছে, তা নিয়ে আমি কিছু বলিনি। বিধানসভার দরজা বন্ধ এটা কি সাংবিধানিক? এটা সংবিধানের কালো দিন। আমি কোনো রাজনৈতিক নেতা নই। ২৫ তারিখ থেকে ২৯ তারিখ পর্যন্ত আমার কোনো প্রশ্নের জবাব দেয় নি রাজ‍্যসরকার।"




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.