ETV Bharat / city

“ম্যায় ভি হুঁ না”, পালটা রাজ্যপালের - governor

JEE ও NEET ইশুতে পড়ুয়াদের পাশে থাকতে তৃণমূলের নতুন প্রচার অভিযানের নাম 'ম্যায় হুঁ না'। আজ তার পালটা রাজ্যপালের টুইট, “ম্যায় ভি হুঁ না” ।

governor
governor
author img

By

Published : Aug 29, 2020, 1:34 PM IST

Updated : Aug 29, 2020, 2:07 PM IST

কলকাতা, 29 অগাস্ট : JEE-NEET নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল ৷ পড়ুয়াদের পাশে থাকতে তৃণমূলের নতুন প্রচার অভিযানের নাম 'ম্যায় হুঁ না' ৷ আজ তার পালটা টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, “ম্যায় ভি হুঁ না” ।

রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ অব্যাহত । JEE-NEET ইশুতে রাজনীতি করছে তৃণমূল, এমনই অভিযোগ করলেন রাজ্যপাল । তৃণমূলের নতুন প্রচার অভিযান 'ম্যায় হুঁ না'-কে কটাক্ষ করে আজ একাধিক টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি । টুইটারে জগদীপ ধনকড় লিখেছেন, "ছাত্র কল্যাণ শীর্ষ অগ্রাধিকার । সুপ্রিম কোর্টের রায়ে এ'বিষয়ে দশটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে । @MamataOfficial ছাত্র সমস্যা নিয়ে রাজনীতি করছেন কেন? কেন সুপ্রিম কোর্টের রায়, তার যুক্তি এবং নির্দেশ অনুসরণ করবেন না !"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে তিনি লিখেছেন, “সংবিধানের প্রকৃত চেতনায় আমরা উভয়ই সাংবিধানিক কর্মী হিসেবে দেশের উন্নতির জন্য এবং জনগণের স্বার্থে কাজ করব ।”

গতকাল তৃণমূলের তরফে একটি ছবি টুইট করা হয়েছে । সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, “ম্যায় হুঁ না”। টুইটে লেখা হয়, “এক গভীর অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ । এরকম সময়ে দেশের পরীক্ষার্থীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে BJP শাসিত সরকার ।” এরই জবাবে আজ ফের একবার টুইটারে রাজ্য-রাজ্যপাল সংঘাত উস্কে দিয়ে জগদীপ ধনকড় লিখলেন, “ম্যায় ভি হুঁ না” । এখানেই না থেমে তিনি আরও একটি টুইটে লিখেছেন, “ছাত্রদের সর্বোচ্চ কল্যাণের কথা ভেবেই শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে । @MamataOfficial সময়সীমা অনুযায়ী পরীক্ষা পরিচালনা করতে অক্ষম হলে এক্সটেনশনের জন্য UGC-র কাছে আবেদন করুন । শিক্ষার্থীদের রাজনীতির শিকার করবেন না ।”

এর আগেও একাধিক ইশুতে প্রকাশ্যে এসেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত । এমনকী রাজ্যপালের বিরুদ্ধে BJP-র হয়ে কথা বলার অভিযোগও করে তৃণমূল । কোরোনা পরিস্থিতিতে JEE-NEET পরীক্ষা না নেওয়ার আবেদনে এর আগে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বলেছিলেন তৃণমূল সুপ্রিমো । আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে একটি টুইটে রাজ্যপাল লেখেন, “শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ । এটি বিশ্বব্যাপী প্রতিযোগিতার বিষয় । এ'নিয়ে রাজনীতি চলতে পারে না । বেশিরভাগ পরীক্ষার্থীই নীরব কারণ তাঁরা তাঁদের ভবিষ্যৎকে নষ্ট ও ঝুঁকিপূর্ণ করতে চান না । @MamataOfficial বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবুন ।”

প্রসঙ্গত, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে বিভিন্ন ইশুতে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড় । দুর্নীতি, পুলিশ-প্রশাসন, আইন-শাসন, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি । সম্প্রতি বাণিজ্য সম্মেলনে লগ্নির শ্বেতপত্র দেখতে চেয়ে সরব হয়েছিলেন তিনি ৷ সেই রেশ কাটতে না কাটতে ফের রাজ্যকে আক্রমণের পথে হাঁটলেন ধনকড় ৷ এদিকে, 1 থেকে 6 সেপ্টেম্বর নেওয়া হচ্ছে JEE মেইন ও 13 সেপ্টেম্বর হচ্ছে NEET । পরীক্ষা দেবেন যথাক্রমে 8.58 লাখ ও 15.97 লাখ পরীক্ষার্থী । ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, পরীক্ষা পিছানোর কোনও যুক্তি নেই । সব ধরনের সতর্কতা মেনেই পরীক্ষা নেওয়া হবে ।

কলকাতা, 29 অগাস্ট : JEE-NEET নিয়ে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করেছে তৃণমূল ৷ পড়ুয়াদের পাশে থাকতে তৃণমূলের নতুন প্রচার অভিযানের নাম 'ম্যায় হুঁ না' ৷ আজ তার পালটা টুইট করে রাজ্যপাল জগদীপ ধনকড় লেখেন, “ম্যায় ভি হুঁ না” ।

রাজ্য-রাজ্যপাল সংঘাতের বাতাবরণ অব্যাহত । JEE-NEET ইশুতে রাজনীতি করছে তৃণমূল, এমনই অভিযোগ করলেন রাজ্যপাল । তৃণমূলের নতুন প্রচার অভিযান 'ম্যায় হুঁ না'-কে কটাক্ষ করে আজ একাধিক টুইটে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন তিনি । টুইটারে জগদীপ ধনকড় লিখেছেন, "ছাত্র কল্যাণ শীর্ষ অগ্রাধিকার । সুপ্রিম কোর্টের রায়ে এ'বিষয়ে দশটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে । @MamataOfficial ছাত্র সমস্যা নিয়ে রাজনীতি করছেন কেন? কেন সুপ্রিম কোর্টের রায়, তার যুক্তি এবং নির্দেশ অনুসরণ করবেন না !"

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ করে তিনি লিখেছেন, “সংবিধানের প্রকৃত চেতনায় আমরা উভয়ই সাংবিধানিক কর্মী হিসেবে দেশের উন্নতির জন্য এবং জনগণের স্বার্থে কাজ করব ।”

গতকাল তৃণমূলের তরফে একটি ছবি টুইট করা হয়েছে । সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে লেখা হয়েছে, “ম্যায় হুঁ না”। টুইটে লেখা হয়, “এক গভীর অনিশ্চয়তা ও উৎকণ্ঠার মধ্যে দিয়ে যাচ্ছে দেশ । এরকম সময়ে দেশের পরীক্ষার্থীদের আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে BJP শাসিত সরকার ।” এরই জবাবে আজ ফের একবার টুইটারে রাজ্য-রাজ্যপাল সংঘাত উস্কে দিয়ে জগদীপ ধনকড় লিখলেন, “ম্যায় ভি হুঁ না” । এখানেই না থেমে তিনি আরও একটি টুইটে লিখেছেন, “ছাত্রদের সর্বোচ্চ কল্যাণের কথা ভেবেই শীর্ষ আদালত এই নির্দেশ দিয়েছে । @MamataOfficial সময়সীমা অনুযায়ী পরীক্ষা পরিচালনা করতে অক্ষম হলে এক্সটেনশনের জন্য UGC-র কাছে আবেদন করুন । শিক্ষার্থীদের রাজনীতির শিকার করবেন না ।”

এর আগেও একাধিক ইশুতে প্রকাশ্যে এসেছে রাজ্য-রাজ্যপাল সংঘাত । এমনকী রাজ্যপালের বিরুদ্ধে BJP-র হয়ে কথা বলার অভিযোগও করে তৃণমূল । কোরোনা পরিস্থিতিতে JEE-NEET পরীক্ষা না নেওয়ার আবেদনে এর আগে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথাও বলেছিলেন তৃণমূল সুপ্রিমো । আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্লেখ করে একটি টুইটে রাজ্যপাল লেখেন, “শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ । এটি বিশ্বব্যাপী প্রতিযোগিতার বিষয় । এ'নিয়ে রাজনীতি চলতে পারে না । বেশিরভাগ পরীক্ষার্থীই নীরব কারণ তাঁরা তাঁদের ভবিষ্যৎকে নষ্ট ও ঝুঁকিপূর্ণ করতে চান না । @MamataOfficial বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবুন ।”

প্রসঙ্গত, রাজ্যপাল হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই রাজ্যের সঙ্গে বিভিন্ন ইশুতে সংঘাতে জড়িয়েছেন জগদীপ ধনকড় । দুর্নীতি, পুলিশ-প্রশাসন, আইন-শাসন, শিক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি । সম্প্রতি বাণিজ্য সম্মেলনে লগ্নির শ্বেতপত্র দেখতে চেয়ে সরব হয়েছিলেন তিনি ৷ সেই রেশ কাটতে না কাটতে ফের রাজ্যকে আক্রমণের পথে হাঁটলেন ধনকড় ৷ এদিকে, 1 থেকে 6 সেপ্টেম্বর নেওয়া হচ্ছে JEE মেইন ও 13 সেপ্টেম্বর হচ্ছে NEET । পরীক্ষা দেবেন যথাক্রমে 8.58 লাখ ও 15.97 লাখ পরীক্ষার্থী । ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে, পরীক্ষা পিছানোর কোনও যুক্তি নেই । সব ধরনের সতর্কতা মেনেই পরীক্ষা নেওয়া হবে ।

Last Updated : Aug 29, 2020, 2:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.