ETV Bharat / city

বিধানসভায় অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভ, চার মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ - mamata banerjee news today

পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশনের শুরুতেই গোলমাল ৷ বিজেপির বিক্ষোভে ভেস্তে গেল অধিবেশন ৷ পুরো ভাষণ না পড়েই বিধানসভা ছেড়ে চলে যান রাজ্যপাল জগদীপ ধনকড় ৷

governor-halts-inaugural-speech-amid-protests-in-bengal-assembly
বিধানসভায় অধিবেশনের শুরুতেই বিজেপির বিক্ষোভ, চার মিনিটেই শেষ রাজ্যপালের ভাষণ
author img

By

Published : Jul 2, 2021, 2:26 PM IST

Updated : Jul 2, 2021, 2:54 PM IST

কলকাতা, 2 জুলাই : নজিরবিহীন ৷ ভোটের পর পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) প্রথম অধিবেশনের প্রথমদিন সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে এই একটাই শব্দ যথাযথ ৷ কারণ, মাত্র চার মিনিটেই শেষ হয়ে গেল এই অধিবেশন ৷ কারণ, বিজেপি (BJP) বিধায়কদের বিক্ষোভ ৷

নির্বাচনের পর যখন নতুন সরকার গঠিত হয়, তার পর যে অধিবেশন বসে, তা রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয় ৷ এটাই প্রথা ৷ সেই মতো শুক্রবার দুপুরে বিধানসভায় পৌঁছে যান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় পুলিশের আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট

বিধানসভা প্রাঙ্গনের প্রবেশ করে প্রথমে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল ৷ তাঁর পর অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীও মাল্যদান করেন আম্বেদকরের মূর্তিতে ৷ সেখানে তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ তার পর ওই তিনজন বিধানসভার অন্দরে প্রবেশ করেন ৷

জানা গিয়েছে যে দুপুর 2টোয় অধিবেশন শুরু হয় ৷ ভাষণ পড়তে শুরু করেন রাজ্যপাল ৷ কিন্তু সেই সময় বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা ৷ প্রথমে তাঁরা আসনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ পরে ওয়েলে নেমে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷ তাঁদের বিক্ষোভ মূলত ছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে ৷

আরও পড়ুন : অস্বস্তি বাড়াতে বিধানসভায় শুভেন্দুর পাশের সারিতেই কি মুকুল, তুঙ্গে জল্পনা

এই বিক্ষোভের জেরে রাজ্যপাল তাঁর পুরো ভাষণ পাঠ করতেই পারেননি ৷ মাত্র চার মিনিটেই শেষ করে দেন ভাষণ ৷ তার পর এই ভাষণ অনুমোদনের কথা বলে বিধানসভা ছেড়ে চলে যান ৷

বিধানসভায় রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, এবারের অধিবেশনের প্রথম যে গোলমাল হতে পারে তা আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল ৷ কারণ, রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ নিয়ে আপত্তি তুলেছিলেন রাজ্যপাল ৷ তার উপর রাজ্য সরকার ও শাসক দলের তরফে রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ করানো হয়েছিল ৷

আরও পড়ুন : Post Poll Violence : রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

রাজনৈতিক মহল অনুমান করেছিল যে এবার হয়তো রাজ্যপাল বিধানসভায় রাজ্য সরকারের দেওয়া ভাষণ পাঠ করবেন না ৷ কিংবা তিনি অনুপস্থিত থেকে অধিবেশন সাময়িক ভাবে ভেস্তে দেবেন ৷

কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল রাজ্যপাল বিধানসভায় এলেন ৷ ভাষণ পড়াও শুরু করলেন ৷ ভাষণ পড়তে দেওয়াই হল না বিজেপির তরফে ৷ এদিন বিজেপির বিক্ষোভের পালটা বিক্ষোভও করে তৃণমূল ৷

আরও পড়ুন : অভিযুক্তের সঙ্গে ছবি থাকলেই কি দুর্নীতি প্রমাণ হয় ? রাজ্যপালকে সামনে রেখে উল্টো তির তৃণমূলের

পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, রাজ্যপালের ভাষণে ভোট পরবর্তী হিংসার বিষয়ে কোনও উল্লেখ নেই ৷ এই ভাষণ মমতার মন্ত্রিসভার লিখে দেওয়া ৷ তাতে রাজ্যপালের কিছু করার নেই ৷ তাই তাঁরা বিধানসভার অন্দরে ভোট পরবর্তী হিংসার কথা তুলে ধরতে বিক্ষোভ দেখানো হয়েছে ৷

কলকাতা, 2 জুলাই : নজিরবিহীন ৷ ভোটের পর পশ্চিমবঙ্গ বিধানসভার (West Bengal Assembly) প্রথম অধিবেশনের প্রথমদিন সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে এই একটাই শব্দ যথাযথ ৷ কারণ, মাত্র চার মিনিটেই শেষ হয়ে গেল এই অধিবেশন ৷ কারণ, বিজেপি (BJP) বিধায়কদের বিক্ষোভ ৷

নির্বাচনের পর যখন নতুন সরকার গঠিত হয়, তার পর যে অধিবেশন বসে, তা রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হয় ৷ এটাই প্রথা ৷ সেই মতো শুক্রবার দুপুরে বিধানসভায় পৌঁছে যান রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ৷ সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee), অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Biman Banerjee) ৷

আরও পড়ুন : ভোট-পরবর্তী হিংসা মামলায় পুলিশের আচরণে ক্ষুব্ধ হাইকোর্ট

বিধানসভা প্রাঙ্গনের প্রবেশ করে প্রথমে আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করেন রাজ্যপাল ৷ তাঁর পর অধ্যক্ষ ও মুখ্যমন্ত্রীও মাল্যদান করেন আম্বেদকরের মূর্তিতে ৷ সেখানে তিনজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা হয় ৷ তার পর ওই তিনজন বিধানসভার অন্দরে প্রবেশ করেন ৷

জানা গিয়েছে যে দুপুর 2টোয় অধিবেশন শুরু হয় ৷ ভাষণ পড়তে শুরু করেন রাজ্যপাল ৷ কিন্তু সেই সময় বিক্ষোভ শুরু করেন বিজেপি বিধায়করা ৷ প্রথমে তাঁরা আসনে বসেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ পরে ওয়েলে নেমে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা ৷ তাঁদের বিক্ষোভ মূলত ছিল ভোট পরবর্তী হিংসা নিয়ে ৷

আরও পড়ুন : অস্বস্তি বাড়াতে বিধানসভায় শুভেন্দুর পাশের সারিতেই কি মুকুল, তুঙ্গে জল্পনা

এই বিক্ষোভের জেরে রাজ্যপাল তাঁর পুরো ভাষণ পাঠ করতেই পারেননি ৷ মাত্র চার মিনিটেই শেষ করে দেন ভাষণ ৷ তার পর এই ভাষণ অনুমোদনের কথা বলে বিধানসভা ছেড়ে চলে যান ৷

বিধানসভায় রাজ্যপাল-মুখ্যমন্ত্রী

প্রসঙ্গত, এবারের অধিবেশনের প্রথম যে গোলমাল হতে পারে তা আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল ৷ কারণ, রাজ্য সরকারের লিখে দেওয়া ভাষণ নিয়ে আপত্তি তুলেছিলেন রাজ্যপাল ৷ তার উপর রাজ্য সরকার ও শাসক দলের তরফে রাজ্যপালের বিরুদ্ধে আক্রমণ করানো হয়েছিল ৷

আরও পড়ুন : Post Poll Violence : রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে কেন্দ্রের মত জানতে চাইল সুপ্রিম কোর্ট

রাজনৈতিক মহল অনুমান করেছিল যে এবার হয়তো রাজ্যপাল বিধানসভায় রাজ্য সরকারের দেওয়া ভাষণ পাঠ করবেন না ৷ কিংবা তিনি অনুপস্থিত থেকে অধিবেশন সাময়িক ভাবে ভেস্তে দেবেন ৷

কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল রাজ্যপাল বিধানসভায় এলেন ৷ ভাষণ পড়াও শুরু করলেন ৷ ভাষণ পড়তে দেওয়াই হল না বিজেপির তরফে ৷ এদিন বিজেপির বিক্ষোভের পালটা বিক্ষোভও করে তৃণমূল ৷

আরও পড়ুন : অভিযুক্তের সঙ্গে ছবি থাকলেই কি দুর্নীতি প্রমাণ হয় ? রাজ্যপালকে সামনে রেখে উল্টো তির তৃণমূলের

পরে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, রাজ্যপালের ভাষণে ভোট পরবর্তী হিংসার বিষয়ে কোনও উল্লেখ নেই ৷ এই ভাষণ মমতার মন্ত্রিসভার লিখে দেওয়া ৷ তাতে রাজ্যপালের কিছু করার নেই ৷ তাই তাঁরা বিধানসভার অন্দরে ভোট পরবর্তী হিংসার কথা তুলে ধরতে বিক্ষোভ দেখানো হয়েছে ৷

Last Updated : Jul 2, 2021, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.