ETV Bharat / city

Dhankhar Changes Budget Session Time : সময় বদলে দুপুরেই বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল - সময় বদলে দুপুরেই বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল

বিধানসভার বাজেট অধিবেশন সংক্রান্ত জটিলতা নিয়ে শুক্রবার রাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Attorney General Meet Governor today) ৷ তার পর সময় বদলের বিষয়টি জানান তিনি ৷

governor dhankhar changes timing of bengal assembly budget session
Dhankhar Changes Budget Session Timing : সময় বদলে দুপুরেই বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল
author img

By

Published : Feb 25, 2022, 8:53 PM IST

কলকাতা, 25 ফেব্রুয়ারি : বিধানসভার বাজেট অধিবেশন শুরুর সময় পরিবর্তন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ আগামী 7 মার্চ দুপুর 2টোয় শুরু হবে অধিবেশন (governor dhankhar changes timing of bengal assembly budget session) ৷ এর আগে ওই অধিবেশন 7 মার্চ রাত 2টোয় ডেকেছিলেন রাজ্যপাল ৷

বৃহস্পতিবার এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷ রাজ্যপাল জানিয়েছিলেন, মন্ত্রিসভার প্রস্তাব মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ মধ্যরাতে অধিবেশন ইতিহাস তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেছিলেন ৷

যদিও সরকারি তরফে জানানো হয়েছিল যে দুপুর 2 টোর বদলে রাত 2 টো ছাপার ভুলে হয়ে গিয়েছে ৷ প্রশ্ন ওঠে, রাজ্যপাল বিষয়টি বুঝতে পেরেও কেন এই সিদ্ধান্ত নিলেন ? রাজ্যপাল যদিও জানিয়েছিলেন যে তিনি এই নিয়ে আলোচনা করার জন্য মখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকেছিলেন ৷ তিনি (মুখ্যসচিব) না আসায় রাজ্যপাল মন্ত্রিসভার সিদ্ধান্তে সিলমোহর দেন ৷

  • WB AG Shri SN Mookherjee has been requested to be available for interaction today at 1.20 PM in view CS input “However, it is regretted that at Para-8 of the Memorandum,there was a typographical error indicating the date and time as 07.03.2022 at 2 A.M. (instead of 2 P.M.).1/2 pic.twitter.com/35p8C7Ywpq

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ফোন করেন রাজ্যপালকে ৷ শুক্রবার রাজ্যপালের তরফে টুইট করে জানানো হয় যে মুখ্যসচিব মন্ত্রিসভার পাঠানো ফাইলে ছাপার ভুলের বিষয়টি উল্লেখ করেছেন ৷ এই নিয়ে রাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল (Attorney General Meet Governor today) ৷ তার পর তিনি টুইট করে জানান যে আগামী 7 মার্চ দুপুর 2টোয় বাজেট অধিবেশন বসবে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷

আরও পড়ুন : Dhankhar Summons Budget Session : আগামী 7 মার্চ রাত 2টোয় বিধানসভার বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল

কলকাতা, 25 ফেব্রুয়ারি : বিধানসভার বাজেট অধিবেশন শুরুর সময় পরিবর্তন করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Bengal Governor Jagdeep Dhankhar) ৷ আগামী 7 মার্চ দুপুর 2টোয় শুরু হবে অধিবেশন (governor dhankhar changes timing of bengal assembly budget session) ৷ এর আগে ওই অধিবেশন 7 মার্চ রাত 2টোয় ডেকেছিলেন রাজ্যপাল ৷

বৃহস্পতিবার এই নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয় ৷ রাজ্যপাল জানিয়েছিলেন, মন্ত্রিসভার প্রস্তাব মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন ৷ মধ্যরাতে অধিবেশন ইতিহাস তৈরি করবে বলেও তিনি উল্লেখ করেছিলেন ৷

যদিও সরকারি তরফে জানানো হয়েছিল যে দুপুর 2 টোর বদলে রাত 2 টো ছাপার ভুলে হয়ে গিয়েছে ৷ প্রশ্ন ওঠে, রাজ্যপাল বিষয়টি বুঝতে পেরেও কেন এই সিদ্ধান্ত নিলেন ? রাজ্যপাল যদিও জানিয়েছিলেন যে তিনি এই নিয়ে আলোচনা করার জন্য মখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে ডেকেছিলেন ৷ তিনি (মুখ্যসচিব) না আসায় রাজ্যপাল মন্ত্রিসভার সিদ্ধান্তে সিলমোহর দেন ৷

  • WB AG Shri SN Mookherjee has been requested to be available for interaction today at 1.20 PM in view CS input “However, it is regretted that at Para-8 of the Memorandum,there was a typographical error indicating the date and time as 07.03.2022 at 2 A.M. (instead of 2 P.M.).1/2 pic.twitter.com/35p8C7Ywpq

    — Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) February 25, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ফোন করেন রাজ্যপালকে ৷ শুক্রবার রাজ্যপালের তরফে টুইট করে জানানো হয় যে মুখ্যসচিব মন্ত্রিসভার পাঠানো ফাইলে ছাপার ভুলের বিষয়টি উল্লেখ করেছেন ৷ এই নিয়ে রাজ্যের অ্যাটর্নি জেনারেলের সঙ্গেও বৈঠক করেন রাজ্যপাল (Attorney General Meet Governor today) ৷ তার পর তিনি টুইট করে জানান যে আগামী 7 মার্চ দুপুর 2টোয় বাজেট অধিবেশন বসবে পশ্চিমবঙ্গ বিধানসভায় ৷

আরও পড়ুন : Dhankhar Summons Budget Session : আগামী 7 মার্চ রাত 2টোয় বিধানসভার বাজেট অধিবেশন ডাকলেন রাজ্যপাল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.