ETV Bharat / city

"দ্বিচারিতা করেছে সরকার", লাইভ ইশুতে রাজ্যপালের পাশে বিরোধীরা - Amit Mitra

অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট বক্তৃতা শেষ হওয়ার পরপরই টুইটে ক্ষোভপ্রকাশ করেন রাজ্যপাল ৷ অভিযোগ, "রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট পেশ সরাসরি সম্প্রচারিত হয়েছে । কিন্তু রাজ্যপালের উদ্বোধনী ভাষণ যা সংবিধানের 176 ধারা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সম্প্রচারিত হয়নি ৷" এবার লাইভ ইশুতে রাজ্যপালকে সমর্থন করল বাম-কংগ্রেস শিবির ৷

State budget 2020
রাজ্যপালের পাশে বাম-কংগ্রেস
author img

By

Published : Feb 10, 2020, 8:07 PM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি : অমিত মিত্রের বাজেট সংক্রান্ত ভাষণ লাইভ গেলে ও রাজ্যপালের ভাষণ লাইভ যায়নি ৷ এই নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ লাইভ ইশুতে এবার রাজ্যপালের পাশেই দাঁড়াল বাম-কংগ্রেস শিবির ৷ এবার রাজ্যপালের ক্ষোভকে যুক্তিসঙ্গত বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷

রাজ্যপালের সঙ্গে সঠিক আচরণ করা হয়নি বলে অভিযোগ তুলে আবদুল মান্নান বলেন, "অবিলম্বে রাজ্য সরকারের উচিত বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া ৷" একই সুর বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর গলাতেও ৷ রাজ্যপালের লাইভ বিতর্কে সুজনবাবুর অভিযোগ, দ্বিচারিতার মনোভাব নিয়ে চলছে রাজ্য সরকার ।

রাজ্যপালের লাইভ ইশুতে কী বলছে বাম-কংগ্রেস ?

প্রসঙ্গত, অমিত মিত্রর বাজেট বক্তৃতা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে লেখেন, "রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট পেশ সরাসরি সম্প্রচারিত হয়েছে । কিন্তু রাজ্যপালের উদ্বোধনী ভাষণ যা সংবিধানের 176 ধারা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সম্প্রচারিত হয়নি । এমনকী সংবাদ মাধ্যমকেও সেদিন দূরে রাখা হয়েছিল । এর বিচার জনগণ করবে । 'এটা সমালোচনা করার মতো বিষয় ৷ একে কি রাজ্যের প্রশাসনিক প্রধানের অসহিষ্ণুতা নয় ? এটা কি সেন্সরশিপ নয়? আমার বিশ্বাস সাধারণ মানুষ ও মিডিয়া এনিয়ে চুপ করে থাকবে না ৷"

তবে বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে এবিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যা বলার স্পিকার বলবেন ৷"

কলকাতা, 10 ফেব্রুয়ারি : অমিত মিত্রের বাজেট সংক্রান্ত ভাষণ লাইভ গেলে ও রাজ্যপালের ভাষণ লাইভ যায়নি ৷ এই নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ লাইভ ইশুতে এবার রাজ্যপালের পাশেই দাঁড়াল বাম-কংগ্রেস শিবির ৷ এবার রাজ্যপালের ক্ষোভকে যুক্তিসঙ্গত বলে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা আবদুল মান্নান ও বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ৷

রাজ্যপালের সঙ্গে সঠিক আচরণ করা হয়নি বলে অভিযোগ তুলে আবদুল মান্নান বলেন, "অবিলম্বে রাজ্য সরকারের উচিত বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া ৷" একই সুর বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর গলাতেও ৷ রাজ্যপালের লাইভ বিতর্কে সুজনবাবুর অভিযোগ, দ্বিচারিতার মনোভাব নিয়ে চলছে রাজ্য সরকার ।

রাজ্যপালের লাইভ ইশুতে কী বলছে বাম-কংগ্রেস ?

প্রসঙ্গত, অমিত মিত্রর বাজেট বক্তৃতা শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই পরপর দুটি টুইট করেন রাজ্যপাল ৷ সেখানে লেখেন, "রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্রর বাজেট পেশ সরাসরি সম্প্রচারিত হয়েছে । কিন্তু রাজ্যপালের উদ্বোধনী ভাষণ যা সংবিধানের 176 ধারা অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা সম্প্রচারিত হয়নি । এমনকী সংবাদ মাধ্যমকেও সেদিন দূরে রাখা হয়েছিল । এর বিচার জনগণ করবে । 'এটা সমালোচনা করার মতো বিষয় ৷ একে কি রাজ্যের প্রশাসনিক প্রধানের অসহিষ্ণুতা নয় ? এটা কি সেন্সরশিপ নয়? আমার বিশ্বাস সাধারণ মানুষ ও মিডিয়া এনিয়ে চুপ করে থাকবে না ৷"

তবে বাজেট পরবর্তী সাংবাদিক সম্মেলনে এবিষয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "যা বলার স্পিকার বলবেন ৷"

Intro:রাজ্যপালের টুইটের উত্তর দিল বামপরিষদীয় দল নেতা সুজন চক্রবর্তী এবং রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান। কার্যত রাজ্যপালকে সমর্থন করলেন তারা।


Body:রাজ্যপালের বাজেট ভাষণের দিন সংবাদমাধ্যমের সরাসরি সম্প্রচার বিধানসভা থেকে হয়নি। অথচ অর্থমন্ত্রী ডঃ অমিত মিত্রের বাজেট ভাষণে পূর্ণাঙ্গ সরাসরি সম্প্রচার আজ বিধানসভা থেকে হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। রাজ্যপালের সঙ্গে সঠিক আচরণ করা হয়নি বলে জানিয়েছেন আব্দুল মান্নান। অবিলম্বে রাজ্য সরকারের উচিত বিবৃতি দিয়ে ক্ষমা চাওয়া বললেন তিনি। সুজন চক্রবর্তী জানান, দ্বিচারিতার মনোভাব নিয়ে চলছে এ রাজ্য সরকার।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.