ETV Bharat / city

কাশ্মীরকে কবরস্থানে পরিণত করেছে সরকার : ইউসুফ তারিগামি

আজ CPI(M)-র মুখপত্র গণশক্তি পত্রিকার 54 তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ শহরে এসেছিলেন মহম্মদ ইউসুফ তারিগামি ৷ CPI(M)-এর ওই সভা থেকে তিনি বলেন, " কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করেছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী । "

Kashmir
ইউসুফ তারিগামি
author img

By

Published : Jan 3, 2020, 9:42 PM IST

কলকাতা, 3 জানুয়ারি : কাশ্মীরকে কবরস্থানে পরিণত করেছে সরকার । ধ্বংস করে দেওয়া হচ্ছে কাশ্মীরের মতো পর্যটন সমৃদ্ধ একটি রাজ্যকে । উপত্যকা থেকে 370 ধারা বিলোপ প্রসঙ্গে আজ একথা বলেন কাশ্মীরের প্রবীণ বামপন্থী নেতা ইউসুফ তারিগামি ৷

আজ CPI(M)-র মুখপত্র গণশক্তি পত্রিকার 54 তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ শহরে এসেছিলেন মহম্মদ ইউসুফ তারিগামি ৷ CPI(M)-এর ওই সভা থেকে তিনি বলেন, " কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করেছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী । যে কাশ্মীরে একসময় হিন্দু পণ্ডিত এবং মুসলিমরা পাশাপাশি বসবাস করত, সেই কাশ্মীরকে ধ্বংস করতে চাইছে এ-দেশের সরকার ৷ 8 জানুয়ারি শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটকে সফল করারও ডাক দেন বর্ষীয়ান এই বাম নেতা ৷

তারিগামি আরও বলেন, "ভারতের সংবিধান আক্রান্ত । ধ্বংস করে দেওয়া হচ্ছে কাশ্মীরের মতো পর্যটন সমৃদ্ধ একটি রাজ্যকে ।"

কলকাতা, 3 জানুয়ারি : কাশ্মীরকে কবরস্থানে পরিণত করেছে সরকার । ধ্বংস করে দেওয়া হচ্ছে কাশ্মীরের মতো পর্যটন সমৃদ্ধ একটি রাজ্যকে । উপত্যকা থেকে 370 ধারা বিলোপ প্রসঙ্গে আজ একথা বলেন কাশ্মীরের প্রবীণ বামপন্থী নেতা ইউসুফ তারিগামি ৷

আজ CPI(M)-র মুখপত্র গণশক্তি পত্রিকার 54 তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আজ শহরে এসেছিলেন মহম্মদ ইউসুফ তারিগামি ৷ CPI(M)-এর ওই সভা থেকে তিনি বলেন, " কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করেছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী । যে কাশ্মীরে একসময় হিন্দু পণ্ডিত এবং মুসলিমরা পাশাপাশি বসবাস করত, সেই কাশ্মীরকে ধ্বংস করতে চাইছে এ-দেশের সরকার ৷ 8 জানুয়ারি শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটকে সফল করারও ডাক দেন বর্ষীয়ান এই বাম নেতা ৷

তারিগামি আরও বলেন, "ভারতের সংবিধান আক্রান্ত । ধ্বংস করে দেওয়া হচ্ছে কাশ্মীরের মতো পর্যটন সমৃদ্ধ একটি রাজ্যকে ।"

Intro:কাশ্মীরকে অশান্ত করার চেষ্টা করেছে দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী। আজ সিপিআইএমের মুখপত্র গণশক্তি পত্রিকা ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসে একথা বললেন কাশ্মীরের বামপন্থী নেতা মহম্মদ ইউসুফ তারিগামি।


Body:জাতপাত ধর্ম বর্ণ সবকিছু নিয়ে ষড়যন্ত্র করতে চাইছে দেশের সরকার। চলতি মাসের ৮ তারিখের শ্রমিক সংগঠন গুলির ডাকা ধর্মঘট কে সর্বাত্মক করার আহ্বান জানালেন তিনিও। যে কাশ্মীরে একসময় হিন্দু পন্ডিত এবং মুসলিমরা পাশাপাশি বসবাস করত সেই কাশ্মীরকে ধ্বংস করতে চাইছে এদেশের সরকার। অবিলম্বে দেশবাসীকে রুখে দাঁড়িয়ে এর মোকাবিলা করতে হবে বলে নিদান দিলেন মহম্মদ ইউসুফ।
370 ধারা বিলোপ, ভূস্বর্গ কাশ্মীর কে কবরস্থানে পরিণত করেছে দেশের সরকার। কবরস্থানের উপর গুলি চালানোর প্রয়োজন হয়না। তাহলে কেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীর উপত্যকাকে অশান্ত করে তুললেন। কাশ্মীরকে কবরস্থানে পরিণত করার দায় অমিত শাহের। দেশের মানুষকে নিরপেক্ষ এবং সংঘবদ্ধভাবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মোকাবিলা করতে হবে বলে জানান তিনি।
বৈচিত্রে ভরা কাশ্মীরের ইতিহাস তুলে ধরেন এই প্রবীণ কমিউনিস্ট নেতা। ভারতের সংবিধান আক্রান্ত। ধ্বংস করে দেওয়া হচ্ছে কাশ্মীরের মতো পর্যটন সমৃদ্ধ একটি রাজ্যকে। অভিযোগ মোঃ ইউসুফের। দেশ এবং রাজ্যের জনগণকে অনেক বেশি সতর্ক থেকে মোকাবেলা করতে হবে বলে মনে করেন তিনি।


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.