গঙ্গারামপুর, 19 নভেম্বর : জেলার কৃষকদের বাড়তি পেঁয়াজ এবার কিনবে রাজ্য সরকার ৷ গঙ্গারামপুরে প্রশাসনিক বৈঠক থেকে আজ জেলার ব্যবসায়ীদের এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জেলার বাড়তি পেঁয়াজ মজুতের বিষয়টি নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকও করেন তিনি ৷
দক্ষিণ দিনাজপুরে বরাবর ধান,পাট ও গমের ফলন বেশি হলেও গত কয়েক বছরে পেঁয়াজের ফলন বেড়েছে ৷ জেলার চাহিদা পূরণের পাশাপাশি পেঁয়াজ এখন বাইরেও বিক্রি হচ্ছে ৷ তবে ব্যবসায়ীদের সমস্যায় পড়তে হচ্ছে পেঁয়াজ মজুত করতে গিয়ে ৷ জেলায় অভাব পর্যাপ্ত হিমঘরের ৷ আজকের বৈঠক থেকে পেঁয়াজ মজুত করার জন্য জেলায় পর্যাপ্ত হিমঘর তৈরির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷ প্রয়োজনে জেলার বিভিন্ন কিষাণ মান্ডিগুলিতেও হিমঘর করার ব্যবস্থা করা যেতে পারে বলে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে আশ্বাস দেন মুখ্যমন্ত্রী ৷
পাশাপাশি গঙ্গারামপুরে 30 একর জমির উপর ইন্ডাস্ট্রিয়াল পার্ক গঠনের কাজ কতদূর এগিয়েছে তার খোঁজ নেন তিনি । সেখানেই অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলার কথা জানান মুখ্যমন্ত্রী । বৈঠক শেষে বিকেল 3টে নাগাদ মালদার উদ্দেশ্যে রওনা দেন তিনি ৷