কলকাতা, 15 জুলাই : সৌন্দর্য বৃদ্ধিতে কিংবা শরীরের কোনও দাগ মুছতে প্লাস্টিক সার্জারি (Plastic Surgery) বা কসমেটিক সার্জারির (Cosmetic Surgery) জুড়ি মেলা ভার ৷ সাধারণ মানুষ নিতান্ত প্রয়োজন না হলে এই ধরনের সার্জারি করানোর আগে বহুবার ভাবেন ৷ আর চিত্রতারকাদের অনেকেই আবার নিজেকে আরও আকর্ষণীয় করতে এই ধরনের সার্জারির সাহায্য নেন ৷
কিন্তু সবসময় কি তা সফল হয় ? বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রে সমস্যা তৈরি হতেই পারে ৷ এমন উদাহরণ অনেক আছে ৷ মুখে এই ধরনের সার্জারি করতে গিয়ে ভালোর বদলে খারাপ ফলের উদাহরণ একাধিক ক্ষেত্রে দেখা গিয়েছে ৷ তাই শুক্রবার ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডে (World Plastic Surgery Day) -তে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অনির্বাণ দোলুইয়ের পরামর্শ, "এখন বহু মানুষই কসমেটিক সার্জারি করেন । তবে আমি বলব কসমেটিক সার্জারি অথবা প্লাস্টিক সার্জারি যেটাই করুক না কেন, তার ভালো ও খারাপ দুটো দিকে আগে বিবেচনা করা উচিত ।"
যদিও বিশেষজ্ঞরা বলছেন, প্লাস্টিক সার্জারি ও কসমেটিক সার্জারির মধ্যে কিছু পার্থক্য রয়েছে ৷ প্লাস্টিক সার্জারি মূলত করা হয় অ্যাসিড অ্যাটাক অথবা দুর্ঘটনাজনিত কোনও দাগ বা ক্ষত নিরাময়ে । কিন্তু কসমেটিক সার্জারি নিজেদের সৌন্দর্য বাড়িয়ে তুলতে করা হয়ে থাকে ।
যেহেতু এই ধরনের সার্জারিতে ভালোর সঙ্গে খারাপ দিকটি জড়িয়ে রয়েছে, তাই এটা কতটা নিরাপদ, সেই প্রশ্নও উঠছে স্বাভাবিকভাবেই ৷ এই নিয়ে বিশিষ্ট প্লাস্টিক সার্জেন ড. বিক্রম সিং রাঠোর বলেন, ‘‘কসমেটিক সার্জারি অনেকটাই সুরক্ষিত । বর্তমানে সার্জারি না করেও আমার ট্রিটমেন্টের মাধ্যমে এই কেসগুলোকে সামলাই । এক্ষেত্রে কোনও সমস্যা দেখা যায় না ।’’ একই সঙ্গে ওই বিশেষজ্ঞ চিকিৎসক জানিয়েছেন, এই ধরনের অস্ত্রোপচার সফল করতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে ৷
আরও পড়ুন : Monkeypox: দেশে প্রথম মাঙ্কিপক্স আক্রান্ত রোগী, উদ্বেগে স্বাস্থ্যমন্ত্রক