ETV Bharat / city

Gold Business: মন্দা কাটিয়ে ভালো ব্যবসার আশায় বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীরা - মন্দা কাটিয়ে ভালো ব্যবসার আশা করছে বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীরা

লকডাউন কাটিয়ে সোনার ব্যবসা(Gold Business)কেমন? মিশ্র প্রতিক্রিয়া বউবাজারের কারবারীদের ৷

Gold traders of Bowbazar hoping for good business in upcoming days
Gold Business
author img

By

Published : Jul 3, 2022, 10:31 PM IST

কলকাতা, 3 জুলাই: করোনা, লকডাউন ও মন্দা কাটিয়ে এবার ভালো ব্যবসার আশা করছে বউবাজারের সোনা ব্যবসায়ীরা । সাধারণত রথের দিন থেকেই দুর্গা পুজোর শুভারম্ভ হয়ে যায় । বিগত বছরের মতো এবছর কলকাতার একাধিক নামিদামি ক্লাব খুঁটি পুজো সেরে নিয়েছে ইতিমধ্যে । ঠিক তেমনই উৎসব প্রিয় বাঙালিও পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছে । টুকিটাকি কেনাকাটাও শুরু হয়েছে । কারণ পুজোর আগে দামে ছাড় থাকলেও সোনার মূল্যটা তুলনামূলক বেশি হয়ে যায় বাঙালির কাছে । আর তাই ধীরে ধীরে সোনার দোকানে লাইন পড়তে শুরু করে । কেউ সোনার গয়না তৈরি করেন, তো কেউ নতুন ডিজাইনের বরাত দিতে থাকেন । কেউ আবার হিরের সন্ধানে আসেন । সেই খোঁজ নিতেই বউবাজারে পৌঁছে যায় ইটিভি ভারত । ব্যবসায়ীদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পাশাপাশি দোকানগুলিতে ক্রেতার তারতম্য দেখা যায় ।

বড় দোকানে খরিদ্দার বেশি হলেও তুলনামূলকভাবে ছোট দোকানে অতটা ভিড় হয়নি । তবে ছোটো-বড় উভয় দোকানদারদের দাবি, রথের দিন থেকে ক্রেতা বাড়তে থাকে । সামনে পুজো, বিয়ের মরশুম আছে । আশা করি ব্যবসা ভালোই হবে । অনন্ত গত দুবছর লকডাউনের মতো মন্দার অবস্থা হবে না । বউবাজারের এক সোনা ব্যবসায়ী বান্টি রায় বলেন, "সোনার দামের ওঠা পড়ায় ব্যবসা ভালো চলছে । তবে খুব একটা ভালো নয় । আশা করছি আগামিদিনে ভালো ব্যবসা হবে । সামনে পুজো, বিয়ের মরশুম আছে । দেখা যাক কেমন ব্যবসা হয় ।"

মন্দা কাটিয়ে ভালো ব্যবসার আশা করছে বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীরা

আরও পড়ুন: মেট্রোতে চড়া হল না সপরিবার দুর্গার

সোনা বিপণনী সংস্থার কর্মী রূপা মল্লিক বলেন, "করোনা কাটিয়ে ধীরে-ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে । মানুষ কেনাকাটা শুরু করেছেন । বিয়ের মরশুমও আছে । আশা করি ব্যবসা ভালোই হবে ।" (Gold traders of Bowbazar hoping for good business in upcoming days)

কলকাতা, 3 জুলাই: করোনা, লকডাউন ও মন্দা কাটিয়ে এবার ভালো ব্যবসার আশা করছে বউবাজারের সোনা ব্যবসায়ীরা । সাধারণত রথের দিন থেকেই দুর্গা পুজোর শুভারম্ভ হয়ে যায় । বিগত বছরের মতো এবছর কলকাতার একাধিক নামিদামি ক্লাব খুঁটি পুজো সেরে নিয়েছে ইতিমধ্যে । ঠিক তেমনই উৎসব প্রিয় বাঙালিও পুজোর তোড়জোড় শুরু করে দিয়েছে । টুকিটাকি কেনাকাটাও শুরু হয়েছে । কারণ পুজোর আগে দামে ছাড় থাকলেও সোনার মূল্যটা তুলনামূলক বেশি হয়ে যায় বাঙালির কাছে । আর তাই ধীরে ধীরে সোনার দোকানে লাইন পড়তে শুরু করে । কেউ সোনার গয়না তৈরি করেন, তো কেউ নতুন ডিজাইনের বরাত দিতে থাকেন । কেউ আবার হিরের সন্ধানে আসেন । সেই খোঁজ নিতেই বউবাজারে পৌঁছে যায় ইটিভি ভারত । ব্যবসায়ীদের থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়ার পাশাপাশি দোকানগুলিতে ক্রেতার তারতম্য দেখা যায় ।

বড় দোকানে খরিদ্দার বেশি হলেও তুলনামূলকভাবে ছোট দোকানে অতটা ভিড় হয়নি । তবে ছোটো-বড় উভয় দোকানদারদের দাবি, রথের দিন থেকে ক্রেতা বাড়তে থাকে । সামনে পুজো, বিয়ের মরশুম আছে । আশা করি ব্যবসা ভালোই হবে । অনন্ত গত দুবছর লকডাউনের মতো মন্দার অবস্থা হবে না । বউবাজারের এক সোনা ব্যবসায়ী বান্টি রায় বলেন, "সোনার দামের ওঠা পড়ায় ব্যবসা ভালো চলছে । তবে খুব একটা ভালো নয় । আশা করছি আগামিদিনে ভালো ব্যবসা হবে । সামনে পুজো, বিয়ের মরশুম আছে । দেখা যাক কেমন ব্যবসা হয় ।"

মন্দা কাটিয়ে ভালো ব্যবসার আশা করছে বউবাজারের স্বর্ণ ব্যবসায়ীরা

আরও পড়ুন: মেট্রোতে চড়া হল না সপরিবার দুর্গার

সোনা বিপণনী সংস্থার কর্মী রূপা মল্লিক বলেন, "করোনা কাটিয়ে ধীরে-ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে । মানুষ কেনাকাটা শুরু করেছেন । বিয়ের মরশুমও আছে । আশা করি ব্যবসা ভালোই হবে ।" (Gold traders of Bowbazar hoping for good business in upcoming days)

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.