ETV Bharat / city

লকডাউনে ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ বিনামূল্যে

যেকোনও রোগের জন্য এবার ঘরে বসে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে। তাও আবার বিনামূল্যে।

student health
বামপন্থী
author img

By

Published : Apr 16, 2020, 11:44 PM IST

কলকাতা,16 এপ্রিল : যেকোনও রোগের জন্য এবার ঘরে বসে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে। তাও আবার বিনামূল্যে। পাবলিক রিলিফ সোসাইটি এবং স্টুডেন্ট হেলথ হোমের সঙ্গে বামপন্থী ছাত্র-যুবরা মিলে নতুন এক উদ্যোগ নিল লকডাউনের শহরে। হৃদরোগ, ব্লাড সুগার সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ঘরে বসে আলোচনা করা যাবে।

"জনস্বাস্থ্য অনলাইনে" সকাল 9 টা থেকে রাত 10টা পর্যন্ত শহরের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত থাকবেন পরামর্শ দেওয়ার জন্যে।
034 41800043 নম্বরে যোগাযোগ করলে জানতে চাওয়া হবে রোগ সম্পর্কে। কলকাতার বিখ্যাত হৃদরোগ, চোখ, কিডনি, ফুসফুস, ত্বক, নার্ভ, ব্লাড সুগার সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রাজ্যজুড়ে রোগীদের সঙ্গে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন।

আগামী সোমবার থেকে এই পরিষেবা শুরু হবে রাজ্যজুড়ে। প্রয়োজনে বয়স্কদের বাড়িতেও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে । যতদিন না লকডাউন উঠছে, ততদিন অনলাইনের মাধ্যমেই রাজ্যের বাসিন্দারা ইচ্ছে করলেই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।


রাজ্যের এই পরিস্থিতিতে শিশু এবং বয়স্করা কীভাবে নিজেদের সুস্থ রাখবে তা নিয়েও পরামর্শ দেবেন রাজ্যের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।


কলকাতা,16 এপ্রিল : যেকোনও রোগের জন্য এবার ঘরে বসে চিকিৎসকের পরামর্শ পাওয়া যাবে। তাও আবার বিনামূল্যে। পাবলিক রিলিফ সোসাইটি এবং স্টুডেন্ট হেলথ হোমের সঙ্গে বামপন্থী ছাত্র-যুবরা মিলে নতুন এক উদ্যোগ নিল লকডাউনের শহরে। হৃদরোগ, ব্লাড সুগার সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে ঘরে বসে আলোচনা করা যাবে।

"জনস্বাস্থ্য অনলাইনে" সকাল 9 টা থেকে রাত 10টা পর্যন্ত শহরের বেসরকারি হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত থাকবেন পরামর্শ দেওয়ার জন্যে।
034 41800043 নম্বরে যোগাযোগ করলে জানতে চাওয়া হবে রোগ সম্পর্কে। কলকাতার বিখ্যাত হৃদরোগ, চোখ, কিডনি, ফুসফুস, ত্বক, নার্ভ, ব্লাড সুগার সহ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রাজ্যজুড়ে রোগীদের সঙ্গে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন।

আগামী সোমবার থেকে এই পরিষেবা শুরু হবে রাজ্যজুড়ে। প্রয়োজনে বয়স্কদের বাড়িতেও ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করা হবে । যতদিন না লকডাউন উঠছে, ততদিন অনলাইনের মাধ্যমেই রাজ্যের বাসিন্দারা ইচ্ছে করলেই বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন।


রাজ্যের এই পরিস্থিতিতে শিশু এবং বয়স্করা কীভাবে নিজেদের সুস্থ রাখবে তা নিয়েও পরামর্শ দেবেন রাজ্যের বিভিন্ন হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা।


ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.