কলকাতা ও আলিপুরদুয়ার,25 মার্চ : কাল আসছেন না আলিপুরদুয়ারের জেনেরাল অবজ়ারভার। জটিলতা তৈরি হয়েছে স্ক্রুটিনি নিয়ে। ইতিমধ্যেই রাজ্যে পৌঁছে গেছেন আলিপুরদুয়ার এবং কোচবিহারের পুলিশ অবজ়ারভার। যারা শৃঙ্খলার বিষয়টি নজরে রাখবেন। পৌঁছেছেন কোচবিহার লোকসভা আসনের অবজ়ারভারও। কিন্তু পৌঁছাননি আলিপুরদুয়ারের জেনেরাল অবজ়ারভার। আগামীকালও তিনি আসতে পারবেন না বলে জানিয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরে। বুধবার প্রথম দফার ভোটের স্ক্রুটিনি হওয়ার কথা। তাই এর জেরে মনোনয়ন পত্রের স্ক্রুটিনি নিয়ে তৈরি হয়েছে জটিলতা। বিষয়টি নিয়ে দিল্লির নির্বাচন কমিশনের পরামর্শ চেয়েছেন মুখ্য নির্বাচন আধিকারিকের কর্তারা।
আজ শেষ হয়েছে কোচবিহার এবং আলিপুরদুয়ারের মনোনয়নপত্র জমা দেওয়া। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। সাধারণত রীতি অনুযায়ী, মনোনয়নপত্র স্ক্রুটিনির সময় উপস্থিত থাকেন জেনেরাল অবজ়ারভার। এটা বিধিবদ্ধ না হলেও সাম্প্রতিক অতীতের রীতি এটাই। আর সেই কারণেই মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চলে আসেন তিনি। আজ কোচবিহারে এসেছেন সেখানকার জেনেরাল অবজ়ারভার। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি এবং রায়গঞ্জের জন্যও চার জেনেলার অবজ়ারভারও আসবেন। সঙ্গেই আসবেন তিন আসনের জন্য দুই পুলিশ অবজ়ারভারও। এক্ষেত্রে উল্লেখ্য দার্জিলিঙের জন্য এবার থাকছেন দু'জন জেনেরাল অবজ়ারভার। এক্সপেনডেচার অবজ়ারভারও থাকছেন দু'জন। একজন কাজ করবেন পার্বত্য এলাকায় অন্যজন সমতলে।
আলিপুরদুর জেলায় অবজ়ারভার আসবে না জানানোর পরই কিছুটা চিন্তায় পড়ে যান আধিকারিকের দপ্তরের কর্তারা। কারণটা স্ক্রুটিনি। অবজ়ারভার ছাড়া স্ক্রুটিনি কীভাবে হবে প্রাথমিকভাবে তা ভেবে পাচ্ছিলেন না তাঁরা। আর তাই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের পরামর্শ চেয়ে চিঠি দেওয়া হয়। সেখানে জানতে চাওয়া হয়েছে এই পরিস্থিতিতে কী করা যেতে পারে। এবিষয়ে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের এক কর্তা জানাচ্ছেন, কমিশন যদি অনুমতি দেয় তবে ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার হিসেবে সেই কাজ করতে পারবেন জেলাশাসকই। আবার যদি কমিশন নির্দেশ দেয় পাশের আসনের অবজ়ারভারও সেই কাজটি করে দেবেন। আপাতত কমিশনের উত্তরের অপেক্ষায় রয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর।