ETV Bharat / city

Gang War : জেল থেকে ছাড়া পেতেই গ্য়াংস্টারকে লক্ষ্য করে গুলি, ধৃত 26 দুষ্কৃতী - গুন্ডাদমন শাখা

গ্য়াংস্টারকে লক্ষ্য করে গুলি ৷ গুন্ডাদমন শাখার সদস্যদের হাতে পাকড়াও 26 জন হামলাকারী ৷ শুক্রবার এই ঘটনা ঘিরে হইচই পড়ে যায় প্রেসিডেন্সি সংশোধনাগারের বাইরে ৷

gang war in Kolkata outside presidency jail
Gang War : জেল থেকে ছাড়া পেতেই গ্য়াংস্টারকে লক্ষ্য করে গুলি, ধৃত 26 দুষ্কৃতী
author img

By

Published : Sep 10, 2021, 5:55 PM IST

কলকাতা, 10 সেপ্টেম্বর : কথা ছিল, বিপক্ষ দুষ্কৃতীদলের মাথা জেলের বাইরে পা রাখলেই তাকে গুলিতে ঝাঁঝরা করে দিতে হবে ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই শেষ করতে হবে অপারেশন ৷ তারপর পুলিশের চোখে ধুলো দিয়ে ছাড়তে হবে এলাকা ৷ দুষ্কৃতীদের সেই পরিকল্পনা ভেস্তে দিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের কারারক্ষী এবং কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার সদস্যরা ৷ তাঁদের তৎপরতাতেই ধরা পড়ে গেল 26 জন দুষ্কৃতী ৷ প্রাণ বেঁচে গেল তাদের টার্গেট কুখ্য়াত গ্যাংস্টার মুন্না পান্ডে ৷

আরও পড়ুন : ভয়াবহ জামতাড়া গ্যাংকে রুখতে লালবাজারের হাতিয়ার ‘রক্ষাকবচ’

ঠিক যেন সিনেমার প্লট ৷ সত্যি বলতে কী, শুক্রবার যে ঘটনা ঘটল প্রেসিডেন্সি সংশোধনাগারের বাইরে, তা বোধ হয় সিনেমাকেও হার মানায় ৷ এদিন জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল মুন্না পান্ডের ৷ দাগী আসামি মুন্না কসবা বোসপুকুরের ত্রাস ৷ তার শত্রুদের তালিকায় শুধু পুলিশ নয়, রয়েছে এলাকার বিপক্ষ দুষ্কৃতী গোষ্ঠীও ৷ তার মতোই কসবার আর এক কীর্তমান হল পাপ্পু ৷ দীর্ঘদিন ধরেই তার নিশানায় রয়েছে মুন্না ৷ সূত্রের খবর, মুন্নাকে খুন করতে নাকি ওঁৎ পেতে আছে পাপ্পু ৷ সুযোগ পেলেই শেষ করে দেবে প্রতিপক্ষকে ৷ শুক্রবার যে মুন্না জেল থেকে ছাড়া পাচ্ছে, সে খবর পাপ্পুর কাছেও পৌঁছে গিয়েছিল ৷ আর সেই মতোই মুন্নাকে চিরকালের মতো সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সে ৷

বড় অপারেশন ৷ তাই এক-দু’জনের ভরসা করতে পারেনি পাপ্পু ৷ মাঠে নামিয়েছিল 26 জনকে ৷ আর সেখানেই বোধ হয় চালে ভুল হয়ে যায় পাপ্পুর ৷ তার শাগরেদরা এদিন সকাল থেকেই সংশোধনাগারের আশপাশে ঘুরে বেড়াতে শুরু করে ৷ তাদের হাবভাব দেখে সন্দেহ হয় কারারক্ষীদের ৷ খবর পাঠানো হয় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখায় ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান গুন্ডাদমন শাখার কর্মীরা ৷ দুষ্কৃতীদল কিছু বুঝে ওঠার আগেই তাদের ঘিরে ফেলেন দুঁদে পুলিশ কর্মী ও আধিকারিকরা ৷

আরও পড়ুন : Behala Double Murder: বেহালা জোড়া খুনে মৃতের স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি, নমুনা সংগ্রহ ফরেনসিকের

এদিকে, যথাসময়ে জেল থেকে বের হয় মুন্না ৷ তাকে দেখেই গুলি করতে শুরু করে পাপ্পুর গ্যাংয়ের সদস্যরা ৷ যদিও সেই গুলি লক্ষ্যভেদ করেনি ৷ এরপরই ঝাঁপিয়ে পড়েন গুন্ডাদমন শাখার সদস্যরা ৷ ঘটনাস্থল থেকেই পাকড়াও করা হয় পাপ্পুর ‘স্পেশাল ছাব্বিশ’কে ৷ উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ৷ এদিনের ঘটনায় সামান্য জখম হয় মুন্না পান্ডে ৷ তাকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ তবে আঘাত তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরই মুন্নাকে ছেড়ে দেন চিকিৎসকরা ৷

কলকাতা, 10 সেপ্টেম্বর : কথা ছিল, বিপক্ষ দুষ্কৃতীদলের মাথা জেলের বাইরে পা রাখলেই তাকে গুলিতে ঝাঁঝরা করে দিতে হবে ৷ কেউ কিছু বুঝে ওঠার আগেই শেষ করতে হবে অপারেশন ৷ তারপর পুলিশের চোখে ধুলো দিয়ে ছাড়তে হবে এলাকা ৷ দুষ্কৃতীদের সেই পরিকল্পনা ভেস্তে দিলেন প্রেসিডেন্সি সংশোধনাগারের কারারক্ষী এবং কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার সদস্যরা ৷ তাঁদের তৎপরতাতেই ধরা পড়ে গেল 26 জন দুষ্কৃতী ৷ প্রাণ বেঁচে গেল তাদের টার্গেট কুখ্য়াত গ্যাংস্টার মুন্না পান্ডে ৷

আরও পড়ুন : ভয়াবহ জামতাড়া গ্যাংকে রুখতে লালবাজারের হাতিয়ার ‘রক্ষাকবচ’

ঠিক যেন সিনেমার প্লট ৷ সত্যি বলতে কী, শুক্রবার যে ঘটনা ঘটল প্রেসিডেন্সি সংশোধনাগারের বাইরে, তা বোধ হয় সিনেমাকেও হার মানায় ৷ এদিন জেল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল মুন্না পান্ডের ৷ দাগী আসামি মুন্না কসবা বোসপুকুরের ত্রাস ৷ তার শত্রুদের তালিকায় শুধু পুলিশ নয়, রয়েছে এলাকার বিপক্ষ দুষ্কৃতী গোষ্ঠীও ৷ তার মতোই কসবার আর এক কীর্তমান হল পাপ্পু ৷ দীর্ঘদিন ধরেই তার নিশানায় রয়েছে মুন্না ৷ সূত্রের খবর, মুন্নাকে খুন করতে নাকি ওঁৎ পেতে আছে পাপ্পু ৷ সুযোগ পেলেই শেষ করে দেবে প্রতিপক্ষকে ৷ শুক্রবার যে মুন্না জেল থেকে ছাড়া পাচ্ছে, সে খবর পাপ্পুর কাছেও পৌঁছে গিয়েছিল ৷ আর সেই মতোই মুন্নাকে চিরকালের মতো সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিল সে ৷

বড় অপারেশন ৷ তাই এক-দু’জনের ভরসা করতে পারেনি পাপ্পু ৷ মাঠে নামিয়েছিল 26 জনকে ৷ আর সেখানেই বোধ হয় চালে ভুল হয়ে যায় পাপ্পুর ৷ তার শাগরেদরা এদিন সকাল থেকেই সংশোধনাগারের আশপাশে ঘুরে বেড়াতে শুরু করে ৷ তাদের হাবভাব দেখে সন্দেহ হয় কারারক্ষীদের ৷ খবর পাঠানো হয় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখায় ৷ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান গুন্ডাদমন শাখার কর্মীরা ৷ দুষ্কৃতীদল কিছু বুঝে ওঠার আগেই তাদের ঘিরে ফেলেন দুঁদে পুলিশ কর্মী ও আধিকারিকরা ৷

আরও পড়ুন : Behala Double Murder: বেহালা জোড়া খুনে মৃতের স্বামীর বয়ানে একাধিক অসঙ্গতি, নমুনা সংগ্রহ ফরেনসিকের

এদিকে, যথাসময়ে জেল থেকে বের হয় মুন্না ৷ তাকে দেখেই গুলি করতে শুরু করে পাপ্পুর গ্যাংয়ের সদস্যরা ৷ যদিও সেই গুলি লক্ষ্যভেদ করেনি ৷ এরপরই ঝাঁপিয়ে পড়েন গুন্ডাদমন শাখার সদস্যরা ৷ ঘটনাস্থল থেকেই পাকড়াও করা হয় পাপ্পুর ‘স্পেশাল ছাব্বিশ’কে ৷ উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র ৷ এদিনের ঘটনায় সামান্য জখম হয় মুন্না পান্ডে ৷ তাকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য ৷ তবে আঘাত তেমন গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসার পরই মুন্নাকে ছেড়ে দেন চিকিৎসকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.