কলকাতা, 26 ডিসেম্বর : ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ। সময়ের ভারে জীর্ণ । মেরামতের জন্য আজ রাত থেকে 30 ডিসেম্বর পর্যন্ত বন্ধ করা হচ্ছে চিৎপুর ক্যানাল সার্কুলার ব্রিজ। এই ব্রিজ দিয়ে মূলত উত্তর থেকে দক্ষিণ এবং দক্ষিণ থেকে উত্তর মুখে যানবাহন চলাচল করে। সেইসব যানবাহকে ঘুরিয়ে দেওয়া হবে। এমনই কলকাতা ট্র্যাফিক পুলিশ সূত্রে খবর ।
এমনিতেই বন্ধ রয়েছে টালা ব্রিজ। তার জেরে উত্তর কলকাতার একটা বড় অংশে চলছে প্রবল যানজট। টালা ব্রিজ বন্ধ থাকার জের গিয়ে পড়েছে পাইকপাড়া, কাশীপুর,বেলগাছিয়া এমন কী নাগেরবাজারেও । এরই মাঝে KMDA-র তরফে চিৎপুর ক্যানাল সার্কুলার ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য পাঁচদিনের জন্য ব্রিজ বন্ধ রাখার প্রস্তাব দেওয়া হয় কলকাতা পুলিশের কাছে। সেই প্রস্তাব বিবেচনার পর আজ রাত থেকে সেতু বন্ধ রাখার অনুমতি দিয়েছে পুলিশ। ট্র্যাফিক পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে দক্ষিণমুখী যানবাহনগুলোকে পিকে মুখার্জি রোড, মন্মথ গাঙ্গুলি রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। আর উত্তরমুখী যানবাহনগুলি ভূপেন বোস অ্যাভিনিউ, বাগবাজার স্ট্রিট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ওই পথ দিয়েই তারা KVV অ্যাভিনিউ ধরতে পারবে।
পাঁচদিন ধরে ওই ব্রিজ বন্ধ থাকার জেরে উত্তরে আরও বেশি করে যানজটের সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই এলাকায় বাড়তি ট্র্যাফিক পুলিশকর্মী মোতায়েন করা হবে। চেষ্টা করা হবে শহরের গতি স্বাভাবিক রাখতে।