ETV Bharat / city

Bengal Trekkers Missing in Kullu: কুলুতে গিয়ে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহী - নিখোঁজ বাংলার পর্বতারোহী

কুলুতে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহী (Bengal Trekkers Missing in Kullu)৷ 5458 মিটার উঁচু মাউন্ট আলি রতনি টিব্বা (Mount Ali Ratni Tibba) শৃঙ্গে ট্রেকিং করতে গিয়ে খারাপ আবহাওয়ার মুখে পড়ে অভিযাত্রী দল ৷

Four trekkers from West Bengal missing in Himachal Pradesh's Kullu
কুলুতে গিয়ে নিখোঁজ চার বাঙালি পর্বতারোহী
author img

By

Published : Sep 9, 2022, 2:48 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুলুতে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ বাংলার চার পর্বতারোহী (Bengal Trekkers Missing in Kullu)। 5458 মিটার উঁচু মাউন্ট আলি রতনি টিব্বা (Mount Ali Ratni Tibba) শৃঙ্গে ট্রেকিং করতে গিয়েছিলেন তাঁরা (Four trekkers from West Bengal missing)৷ এখনও পর্যন্ত শুধু তাঁদের নাম সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে । তাঁরা হলেন অভিজিত্‍ বণিক (43), চিন্ময় মণ্ডল (45), দিবাংশ দাস (37) ও বিনয় দাস (31)।

জানা গিয়েছে, মাউন্ট আলি রতনি টিব্বা শৃঙ্গে ট্রেকিং করতে গিয়েছিলেন 6 জন ট্রেকার ও একজন রাঁধুনি ৷ শুরুর দিকে আবহাওয়া ভালো থাকলেও পরে হঠাৎ খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে এই অভিযাত্রী দলটি । নিখোঁজ সদস্যদের তথ্য জানাতে দলের সঙ্গে থাকা রাঁধুনি ও দুজন ট্রেকার মালানায় ফিরে এসেছেন । তাঁদের দেওয়া তথ্য অনুসারে, এখনও কোনও খবর পাওয়া যাচ্ছে না এই চারজনের ।

আরও পড়ুন: পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া শৃঙ্গজয়ের নেশায় বাড়ছে বিপদ, বলছেন পর্বতারোহী দেবাশিস

ওই দলের সঙ্গে থাকা রঞ্জন দাস জানান, ট্রেকিংয়ের সময় তাঁর লোকজন নিখোঁজ হয়েছেন । তিনি কোনওমতে মালানায় ফিরে এসে ঘটনাটি জেলা প্রশাসনকে জানান । জেলা প্রশাসন ও অটল বিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দল নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে । এই দলকে স্যাটেলাইট মোবাইলও দেওয়া হয়েছে । এসডিএম কুলু বিকাশ শুক্লা জানিয়েছেন, ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে ৷ উদ্ধার অভিযান থেকে ফিরে আসার পরই কিছু বলা যাবে । এখনও পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে । এই চারজন ট্রেকারের নাম জানিয়ে পুলিশ সুপার গৌরব শর্মা বলেছেন, চারজনই কলকাতার বাসিন্দা ৷

কলকাতা, 9 সেপ্টেম্বর: হিমাচল প্রদেশের (Himachal Pradesh) কুলুতে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ বাংলার চার পর্বতারোহী (Bengal Trekkers Missing in Kullu)। 5458 মিটার উঁচু মাউন্ট আলি রতনি টিব্বা (Mount Ali Ratni Tibba) শৃঙ্গে ট্রেকিং করতে গিয়েছিলেন তাঁরা (Four trekkers from West Bengal missing)৷ এখনও পর্যন্ত শুধু তাঁদের নাম সম্পর্কে তথ্য পাওয়া যাচ্ছে । তাঁরা হলেন অভিজিত্‍ বণিক (43), চিন্ময় মণ্ডল (45), দিবাংশ দাস (37) ও বিনয় দাস (31)।

জানা গিয়েছে, মাউন্ট আলি রতনি টিব্বা শৃঙ্গে ট্রেকিং করতে গিয়েছিলেন 6 জন ট্রেকার ও একজন রাঁধুনি ৷ শুরুর দিকে আবহাওয়া ভালো থাকলেও পরে হঠাৎ খারাপ আবহাওয়ার মধ্যে পড়ে এই অভিযাত্রী দলটি । নিখোঁজ সদস্যদের তথ্য জানাতে দলের সঙ্গে থাকা রাঁধুনি ও দুজন ট্রেকার মালানায় ফিরে এসেছেন । তাঁদের দেওয়া তথ্য অনুসারে, এখনও কোনও খবর পাওয়া যাচ্ছে না এই চারজনের ।

আরও পড়ুন: পর্যাপ্ত অভিজ্ঞতা ছাড়া শৃঙ্গজয়ের নেশায় বাড়ছে বিপদ, বলছেন পর্বতারোহী দেবাশিস

ওই দলের সঙ্গে থাকা রঞ্জন দাস জানান, ট্রেকিংয়ের সময় তাঁর লোকজন নিখোঁজ হয়েছেন । তিনি কোনওমতে মালানায় ফিরে এসে ঘটনাটি জেলা প্রশাসনকে জানান । জেলা প্রশাসন ও অটল বিহারী মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের দল নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে রওনা হয়েছে । এই দলকে স্যাটেলাইট মোবাইলও দেওয়া হয়েছে । এসডিএম কুলু বিকাশ শুক্লা জানিয়েছেন, ঘটনাস্থলে দল পাঠানো হয়েছে ৷ উদ্ধার অভিযান থেকে ফিরে আসার পরই কিছু বলা যাবে । এখনও পর্যন্ত চারজন নিখোঁজ রয়েছেন বলে জানা গিয়েছে । এই চারজন ট্রেকারের নাম জানিয়ে পুলিশ সুপার গৌরব শর্মা বলেছেন, চারজনই কলকাতার বাসিন্দা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.