ETV Bharat / city

তৃণমূল যোগ দিলেন লোকনাথ-বাহা-ঝিলিক - TMC Joining

ফের টলিউড থেকে তৃণমূলে যোগদান করলেন তিন অভিনেত্রী ও এক অভিনেতা৷ এদিন তাঁদের দলে নেওয়ার পর তৃণমূল সাংসদ দোলা সেন একাধিক ইস্যুতে আক্রমণ করলেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে৷

তৃণমূল যোগ দিলেন লোকনাথ-বাহা-ঝিলিক
তৃণমূল যোগ দিলেন লোকনাথ-বাহা-ঝিলিক
author img

By

Published : Feb 6, 2021, 5:41 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : টালিগঞ্জের কলাকুশলীদের তৃণমূল কংগ্রেসে যোগদানের পর্ব চলছেই৷ শনিবার তৃণমূল ভবনে গিয়ে শাসক দলের পতাকা হাতে তুলে নিলেন তিন অভিনেত্রী ও এক অভিনেতা৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ওই চারজনের হাতে পতাকা তুলে দেন৷

নতুন যাঁরা ঘাসফুল শিবিরে অন্তর্ভূক্ত হলেন, তাঁদের মধ্যে দু’জন টালিগঞ্জে বেশ পরিচিত মুখ৷ একজন রণিতা দাস ও দ্বিতীয়জন শ্রীতমা ভট্টাচার্য৷ যদিও তাঁরা টেলিভিশনে ধারাবাহিকে বাহা ও ঝিলিক হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত৷ আর অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী লোকনাথ বাবা সিরিয়ালের মুখ্য ভূমিকায় ছিলেন৷ এছাড়া এদিন অভিনেত্রী দিশা রায়চৌধুরিও যোগদান করেন তৃণমূলে৷

এদিন যোগদান করানোর আগে ও পরে তৃণমূল সাংসদ দোলা সেন কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন৷ তাঁর অভিযোগ, কেন্দ্র 23টি সংস্থাকে বিক্রি করে দিয়ে আর্থিক ঘাটতি কমাতে চাইছে৷ এর পর আরও সংস্থাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র৷ তাঁর দাবি, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচাতে একাধিক উদ্যোগ নিয়েছিলেন৷

আরও পড়ুন : হুইপ জারির পরও অধিবেশনে গরহাজির শাসকদলের একাধিক বিধায়ক

আজ, শনিবার বাংলায় রয়েছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ তিনি কৃষক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছেন৷ এই প্রসঙ্গে দোলা সেনের বক্তব্য, গান্ধীজির পর মমতা বন্দ্যোপাধ্যায়ই নিজের জীবন তুচ্ছ করে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন৷ 26 দিন অনশন করেছিলেন৷ জেপি নাড্ডাদের তাই কৃষকের বিষয়ে কোনও জ্ঞান দেওয়ার দরকার নেই৷ বাংলাকে কেন্দ্র অনেক সময় অনুসরণ করে চলে৷ কৃষকদের ক্ষেত্রেও তাই করা হচ্ছে৷

কলকাতা, 6 ফেব্রুয়ারি : টালিগঞ্জের কলাকুশলীদের তৃণমূল কংগ্রেসে যোগদানের পর্ব চলছেই৷ শনিবার তৃণমূল ভবনে গিয়ে শাসক দলের পতাকা হাতে তুলে নিলেন তিন অভিনেত্রী ও এক অভিনেতা৷ তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ওই চারজনের হাতে পতাকা তুলে দেন৷

নতুন যাঁরা ঘাসফুল শিবিরে অন্তর্ভূক্ত হলেন, তাঁদের মধ্যে দু’জন টালিগঞ্জে বেশ পরিচিত মুখ৷ একজন রণিতা দাস ও দ্বিতীয়জন শ্রীতমা ভট্টাচার্য৷ যদিও তাঁরা টেলিভিশনে ধারাবাহিকে বাহা ও ঝিলিক হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত৷ আর অভিনেতা সৌপ্তিক চক্রবর্তী লোকনাথ বাবা সিরিয়ালের মুখ্য ভূমিকায় ছিলেন৷ এছাড়া এদিন অভিনেত্রী দিশা রায়চৌধুরিও যোগদান করেন তৃণমূলে৷

এদিন যোগদান করানোর আগে ও পরে তৃণমূল সাংসদ দোলা সেন কেন্দ্রীয় সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন৷ তাঁর অভিযোগ, কেন্দ্র 23টি সংস্থাকে বিক্রি করে দিয়ে আর্থিক ঘাটতি কমাতে চাইছে৷ এর পর আরও সংস্থাকে বিক্রি করে দেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্র৷ তাঁর দাবি, রেলমন্ত্রী থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রুগ্ন রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বাঁচাতে একাধিক উদ্যোগ নিয়েছিলেন৷

আরও পড়ুন : হুইপ জারির পরও অধিবেশনে গরহাজির শাসকদলের একাধিক বিধায়ক

আজ, শনিবার বাংলায় রয়েছেন ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা৷ তিনি কৃষক ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে আক্রমণ করেছেন৷ এই প্রসঙ্গে দোলা সেনের বক্তব্য, গান্ধীজির পর মমতা বন্দ্যোপাধ্যায়ই নিজের জীবন তুচ্ছ করে কৃষকদের পাশে দাঁড়িয়েছিলেন৷ 26 দিন অনশন করেছিলেন৷ জেপি নাড্ডাদের তাই কৃষকের বিষয়ে কোনও জ্ঞান দেওয়ার দরকার নেই৷ বাংলাকে কেন্দ্র অনেক সময় অনুসরণ করে চলে৷ কৃষকদের ক্ষেত্রেও তাই করা হচ্ছে৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.