কলকাতা, 16 জুন : শহিদ মিনার ময়দান চত্বরে মতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশে 70 দিন ধরে যে বিক্ষোভ অবস্থান চালাচ্ছিলেন চাকরি প্রার্থীরা, বৃহস্পতিবার ময়দান থানার পুলিশ সেই বিক্ষোভ তুলে দেওয়ার নোটিশ দিয়েছিল ৷ তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ৷ তারপরে লালবাজারের সামনে ফিনাইল খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন 4 বিক্ষোভকারী ৷ যদিও পুলিশের তরফে এই বিষয়ে এখনও কিছু জানানো হয়নি । তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, লালবাজারে যে বিক্ষোভকারীদের নিয়ে যাওয়া হয় তাঁদের মধ্যেই 4 জন আত্মহত্যা করার চেষ্টা করেন (SSC Recruitment Scam)।
মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে 70 দিন ধরে লাগাতার ধরনা ও অবস্থান চালাচ্ছেন শারীরশিক্ষা ও কর্মশিক্ষা চাকরিপ্রার্থীরা । বৃহস্পতিবার কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার (হেড কোয়ার্টার)-এর নির্দেশে ময়দান থাকার পক্ষ থেকে এই নোটিশ এদিন তাঁদের ধরানো হয়েছিল । এই নোটিশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ উল্লেখ ছিল, যে বঞ্চিত চাকরি প্রার্থীরা শহিদ মিনার ময়দানে শান্তিপূর্ণ অবস্থান করবে ৷ কিন্তু আদালতের বেশ কয়েকটি নির্দেশের অবমাননা হয়েছে । তাই তাঁদের নোটিশ পাঠানো হয়েছে ।
আরও পড়ুন : এসএসসির চাকরিপ্রার্থীদের আন্দোলন তুলতে পুলিশি নোটিশ ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার
পাশাপাশি, এই নোটিশে আরও বলা হয়েছে যে বর্ষার মরশুম আসছে সামনেই । বজ্রপাত-সহ ঝড়বৃষ্টির পূর্ভাবাস রয়েছে রাজ্যে । তাই খোলা আকাশের নিচে থাকলে জীবনহানির আশঙ্কা রয়েছে ৷ এই ধরনের ঘটনা ঘটলে আন্দোলনকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হবে ৷