ETV Bharat / city

শরিকি ঐক্যের স্বার্থে বাধ্য হয়েই কংগ্রেসের সঙ্গে সমঝোতায় ফরওয়ার্ড ব্লক - CPI(M)

ফরওয়ার্ড ব্লকের এই 'মনের কথা' স্পষ্ট করে বলেছেন দলের এক শীর্ষ নেতাই । বাম শরিকদের মধ্যে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয়, সেই কারণে আপাতত বিষয়টির ইতি টেনেছেন তিনি ।

ফরওয়ার্ড ব্লক
author img

By

Published : Oct 5, 2019, 5:29 AM IST

Updated : Oct 5, 2019, 6:12 AM IST

কলকাতা, 5 অক্টোবর : কেবলমাত্র CPI(M)-এর চাপে পড়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছে ফরওয়ার্ড ব্লক । নরেন চট্টোপাধ্যায়রা আন্তরিকভাবে চাইছেন না কংগ্রেসের সঙ্গে সমঝোতা হোক । কিন্তু শরিকি ঐক্য ধরে রাখতে গেলে বড় দল CPI(M)-এর কথা মানতেই হবে, তা না হলে বাম ঐক্য বিঘ্নিত হতে পারে ।

ফরওয়ার্ড ব্লকের এই 'মনের কথা' স্পষ্ট করে বলেছেন দলের এক শীর্ষ নেতাই । বাম শরিকদের মধ্যে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয়, সেই কারণে আপাতত বিষয়টির ইতি টেনেছেন তিনি । মহাত্মা গান্ধির জন্মের সার্ধ শতবর্ষের অনুষ্ঠানে কংগ্রেসের ডাকে সাড়া দিয়েছিলেন বলে এটা মনে করার কারণ নেই, যে কংগ্রেসের সঙ্গে আন্তরিকভাবে সমঝোতার পথে গিয়েছে ফরওয়ার্ড ব্লক। সবটাই বাধ্যবাধকতা । জোর করে কিছুটা চাপিয়ে দেওয়ার মত হয়েছে ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে ।

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের কথায়, পুরুলিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল । পরিস্থিতি বদলে গেছে । তাই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছেন তারা । আগামী দিনে ফরওয়ার্ড ব্লক নিজে সিদ্ধান্ত নেবে কংগ্রেসের সব সিদ্ধান্তের সঙ্গে তারা সায় দেবে কি না । সবটাই সময়ের উপর নির্ভর করছে । আগামী দিনেই দেখা যাবে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে কতটা আগ্রহী ফরওয়ার্ড ব্লক ।

আসন্ন নির্বাচনগুলিতে প্রার্থী দেবার ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক দেখবে, যে সমস্ত জায়গায় তাদের সমর্থক বেশি রয়েছে সেখানে কোনও কিছুর বিনিময় তারা অন্য কোনও রাজনৈতিক দলকে আসন ছেড়ে দেবে না । স্পষ্ট জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় । তাহলে কি কেবলমাত্র বাম ঐক্যকে বজায় রাখার জন্য কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে গেল ফরওয়ার্ড ব্লক? উত্তর দেবে সময় । যদিও কংগ্রেসের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে CPI(M)-এর ভূমিকাকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব 'দাদাগিরি' মনে করছে ৷

কলকাতা, 5 অক্টোবর : কেবলমাত্র CPI(M)-এর চাপে পড়ে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছে ফরওয়ার্ড ব্লক । নরেন চট্টোপাধ্যায়রা আন্তরিকভাবে চাইছেন না কংগ্রেসের সঙ্গে সমঝোতা হোক । কিন্তু শরিকি ঐক্য ধরে রাখতে গেলে বড় দল CPI(M)-এর কথা মানতেই হবে, তা না হলে বাম ঐক্য বিঘ্নিত হতে পারে ।

ফরওয়ার্ড ব্লকের এই 'মনের কথা' স্পষ্ট করে বলেছেন দলের এক শীর্ষ নেতাই । বাম শরিকদের মধ্যে যাতে কোনও বিতর্ক সৃষ্টি না হয়, সেই কারণে আপাতত বিষয়টির ইতি টেনেছেন তিনি । মহাত্মা গান্ধির জন্মের সার্ধ শতবর্ষের অনুষ্ঠানে কংগ্রেসের ডাকে সাড়া দিয়েছিলেন বলে এটা মনে করার কারণ নেই, যে কংগ্রেসের সঙ্গে আন্তরিকভাবে সমঝোতার পথে গিয়েছে ফরওয়ার্ড ব্লক। সবটাই বাধ্যবাধকতা । জোর করে কিছুটা চাপিয়ে দেওয়ার মত হয়েছে ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে ।

ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের কথায়, পুরুলিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল । পরিস্থিতি বদলে গেছে । তাই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছেন তারা । আগামী দিনে ফরওয়ার্ড ব্লক নিজে সিদ্ধান্ত নেবে কংগ্রেসের সব সিদ্ধান্তের সঙ্গে তারা সায় দেবে কি না । সবটাই সময়ের উপর নির্ভর করছে । আগামী দিনেই দেখা যাবে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে কতটা আগ্রহী ফরওয়ার্ড ব্লক ।

আসন্ন নির্বাচনগুলিতে প্রার্থী দেবার ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক দেখবে, যে সমস্ত জায়গায় তাদের সমর্থক বেশি রয়েছে সেখানে কোনও কিছুর বিনিময় তারা অন্য কোনও রাজনৈতিক দলকে আসন ছেড়ে দেবে না । স্পষ্ট জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় । তাহলে কি কেবলমাত্র বাম ঐক্যকে বজায় রাখার জন্য কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে গেল ফরওয়ার্ড ব্লক? উত্তর দেবে সময় । যদিও কংগ্রেসের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে CPI(M)-এর ভূমিকাকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব 'দাদাগিরি' মনে করছে ৷

Intro:কেবলমাত্র সিপিএমের চাপে পড়ে কংগ্রেসের সঙ্গে জোট করতে বাধ্য হয়েছে ফরওয়ার্ড ব্লক। কিছুক্ষণ আগে এমনটাই জানা গিয়েছে ফরওয়ার্ড ব্লক রাজ্য নেতৃত্বের কাছ থেকে। এর আগে পুরুলিয়াতে দলের সম্মেলনে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কোনো রকম ভাবেই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করবেনা ফরওয়ার্ড ব্লক। কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়কে আলিমুদ্দিন স্ট্রিটে ডেকে বোঝান কংগ্রেসের সঙ্গে সমঝোতা করলে ভবিষ্যতে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে এককাট্টা হয়ে লড়াই আরো শক্তিশালী হবে।


Body:নরেন চট্টোপাধ্যায়রা এখনো আন্তরিকভাবে চাইছেন না কংগ্রেসের সঙ্গে সমঝোতা হোক। কিন্তু শরিকি ঐক্য ধরে রাখতে গেলে বড়দল সিপিআইএমের কথা মানতেই হবে। না হলে বাম ঐক্য বিঘ্নিত হতে পারে।
ফরওয়ার্ড ব্লকের এই 'মনের কথা' আজ স্পষ্ট করে বলেছেন ফরওয়ার্ড ব্লকের এক শীর্ষ নেতৃত্ব। বাম শরিকদের মধ্যে যাতে কোনো বিতর্ক সৃষ্টি না হয়, সেই কারণে আপাতত বিষয়টির ইতি টেনেছেন তিনি। মহাত্মা গান্ধীর জন্মের সার্ধশতবর্ষের অনুষ্ঠানে কংগ্রেসের ডাকে সাড়া দিয়েছিলেন বলে এটা মনে করার কারণ নেই, যে কংগ্রেসের সঙ্গে আন্তরিকভাবে সমঝোতার পথে গিয়েছে ফরওয়ার্ড ব্লক। সবটাই বাধ্যবাধকতা। জোর করে কিছুটা চাপিয়ে দেওয়ার মত হয়েছে ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে।
ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়ের কথায়, পুরুলিয়ার সিদ্ধান্ত সঠিক ছিল। পরিস্থিতি বদলে গেছে। তাই কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে বাধ্য হয়েছেন তারা। আগামী দিনে ফরওয়ার্ড ব্লক নিজেও সিদ্ধান্ত নেবে কংগ্রেসের সব সিদ্ধান্তের সঙ্গে তারা সায় দেবে কিনা।
সবটাই সময়ের উপর নির্ভর করছে। আগামী দিনেই দেখা যাবে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করতে কতটা আগ্রহী ফরওয়ার্ডব্লক। আসন্ন নির্বাচনগুলিতে প্রার্থী দেবার ক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক দেখবে, যে সমস্ত জায়গায় ফরওয়ার্ড ব্লকের সমর্থক বেশি রয়েছে সেখানে কোনো কিছুর বিনিময় তারা অন্য কোন রাজনৈতিক দলকে আসন ছেড়ে দেবে না। স্পষ্ট জানিয়েছেন ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায়। তাহলে কি কেবলমাত্র বাম ঐক্যকে বজায় রাখার জন্য কংগ্রেসের সঙ্গে সমঝোতার পথে গেল ফরওয়ার্ড ব্লক? উত্তর দেবে সময়। যদিও কংগ্রেসের সঙ্গে সমঝোতার ক্ষেত্রে সিপিএমের ভূমিকাকে ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব "দাদাগিরি" মনে করছেন বলে ফরওয়ার্ড ব্লক সূত্রের খবর।


Conclusion:
Last Updated : Oct 5, 2019, 6:12 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.