কলকাতা, 28 জুন: একসময়ে হাসপাতালে তাঁর দাপট চলত । আজ বিধায়ক পদ নেই । নেই দাপট । ফলে, আজ সেই নেতারই ঠাঁই হল না হাসপাতালে । বরং, দীর্ঘক্ষণ মেঝেতেই শুয়ে থাকতে হল তাঁকে । খবর জানাজানি হতে প্রায় 16 ঘণ্টা পর বেড পেলেন তিনি । খবর লেখা পর্যন্ত অপারেশন থিয়েটারে আছেন । তাঁর অস্ত্রোপচার চলছে ।
ঘটনাটি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের (Medinipur Medical College Hospital) । গলব্লাডার অপারেশনের জন্য গত রবিবার হাসপাতালে ভর্তি হন ঝাড়গ্রামের বিনপুরের সিপিএমের প্রাক্তন বিধায়ক দিবাকর হাঁসদা (Former CPIM MLA Dibakar Hansda) । পরিবারের অভিযোগ, বেড না মেলায় দীর্ঘক্ষণ মেঝেতেই শুয়েছিলেন প্রাক্তন সিপিআইএম বিধায়ক । বিছানাও জোটেনি বলে অভিযোগ পরিবারের ।
খবর জানাজানি হতেই সোমবার রাত 9টা নাগাদ প্রাক্তন বিধায়ককে সার্জিক্যাল ওয়ার্ডের বেডে স্থানান্তর করা হয় । হাসপাতাল কর্তৃপক্ষের সাফাই রোগীর চাপে বেড কম থাকায় এই সমস্যা । বিষয়টি নজরে আসতেই ব্যবস্থা নেওয়া হয়েছে । হাসপাতালের এমএসভিপি ইন্দ্রনীল সেন টেলিফোনে ইটিভি ভারতকে বলেন, "রোগীর চাপের জন্যই এই ঘটনা । হাসপাতালে কতটা চাপ থাকে কর্তৃপক্ষ জানেন ।’’ তবে, চিকিৎসার জন্য হাসপাতালে আসার সকল মানুষই রোগী । তাঁর অন্য কোনও পরিচয় থাকা উচিত নয় বলেই তিনি মনে করেন ।
এই ঘটনায় বামেদের কটাক্ষ, রাজ্যের স্বাস্থ্য পরিষেবা সরকারি বিজ্ঞাপনেই সীমাবদ্ধ । সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম (Bengal CPIM Secretary Md. Salim) জানিয়েছেন, এই ছবি রাজ্যের সব হাসপাতেলেই দেখা যায় ৷ যত দিন যাচ্ছে, সরকার স্বাস্থ্য খাতে ব্যয় কমাচ্ছে, আর সরকারি স্বাস্থ্যকেন্দ্র ধুঁকছে । সরকারি টাকায় মুনাফা লুটছে স্বাস্থ্যসাথীর নামে বেসরকারি হাসপাতালগুলো । বামেদের অভিযোগ মানতে নারাজ তৃণমূল । সরকারি হাসপাতালের অবস্থা বাম আমলের থেকে ভালো, তাই রোগীর সংখ্যা বেশি থাকায় বেডের সমস্যা হয় বলেই দাবি তৃণমূলের ।
উল্লেখ্য, 2011 সাল থেকে 2016 সাল পর্যন্ত বিনপুরের বিধায়ক পদ সামলেছেন বর্ষীয়ান বাম নেতা দিবাকর হাঁসদা । প্রাক্তন বিধায়ক দিবাকর হাঁসদার গলব্লাডারে স্টোন ধরা পড়েছে । রবিবার বিকালে তিনি গলব্লাডার স্টোন অপারেশনের জন্য ভর্তি হন মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে । হাসপাতালের পুরুষ বিভাগের সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি হন । কিন্ত বেড না মেলাই মেঝেতেই রাত কাটাতে হয় ।
আরও পড়ুন : Sujan Chakraborty: মমতা-মুকুলকেও গ্রেফতারের দাবি তোলা উচিত, তৃণমূলের বিক্ষোভ নিয়ে মন্তব্য সুজনের