ETV Bharat / city

Forest Department Recruitment: হাতির গতিবিধির খবর দিতে 600 কর্মী নিয়োগ করবে বনদফতর - বনদফতর

হাতির গতিবিধির (Elephant movements) খবর দিতে 600 জন কর্মী নিয়োগ করবে বনদফতর (Forest Department Recruitment)৷ জানালেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)৷

forest-department-to-recruit-600-staffs-to-report-on-elephant-movements
হাতির গতিবিধির খবর দিতে 600 কর্মী নিয়োগ করবে বনদফতর
author img

By

Published : Sep 20, 2022, 6:34 PM IST

কলকাতা, 20 সেপ্টেম্বর: হাতির গতিবিধি (Elephant movements) নজরে রাখতে এ বার কর্মী নিয়োগ করবে বনদফতর (Forest Department Recruitment)। মঙ্গলবার এই খবর জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। রাজ্যে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে । বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি । এরই মধ্যে রাজ্যবাসীকে সুখবর শোনালেন বনমন্ত্রী । হাতির অত্যাচারে অতিষ্ঠ মানুষকে সাহায্য করতে এ বার বনদফতরের তরফ থেকে 600 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

যে কর্মীদের নিয়োগ করা হবে তাঁদের মূলত কাজ হবে জনবসতি এলাকায় হাতি প্রবেশের আগেই মানুষকে সজাগ করা । উত্তরবঙ্গের জেলাগুলির বিস্তীর্ণ এলাকার মানুষকে মাঝেমধ্যেই হাতির তাণ্ডবের সামনে পড়তে হয় । হাতির দল মাঠের পর মাঠ ফসল নষ্ট করে দেয়, ঘরবাড়ি ভেঙে দেয়, কখনও কখনও জীবনহানিরও কারণ হয় । মন্ত্রীর কথায়, সরকার চাইছে সাধারণ মানুষের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে । আর সে কারণেই এই পদ সৃষ্টি ।

মন্ত্রীর কথা অনুসারে, যাঁরা এই চাকরি পাবেন, তাঁদের মূল কাজ হবে হাতির খবর দেওয়া । বন দফতরের তৈরি করা অ্যাপে তাঁদের হাতির গতিবিধি সম্পর্কে তথ্য পাঠাতে হবে । রেলের ক্ষেত্রে স্টেশন মাস্টার সেই অ্যাপ ব্যবহার করবেন । তিনি হাতির খবর জানতে পারলে প্রয়োজন মতো রেলের চালকদের জানাবেন । চালকেরা সেই মতো ধীরগতিতে যাবেন বা অপেক্ষা করবেন হাতি সরে যাওয়া পর্যন্ত । এর ফলে রেললাইনে হাতি কাটা পড়ার ঘটনাও কমবে বলে জানিয়েছেন মন্ত্রী ।

আরও পড়ুন: খোলা বাজার থেকে ঋণ নেওয়ার পরিমাণ বাড়াতে বিধানসভায় আইন সংস্কার করল রাজ্য

এই নিয়োগ প্রসঙ্গে বলতে গিয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, প্রথমে দক্ষিণবঙ্গে 200 পদে নিয়োগ হবে । পরে উত্তরবঙ্গে 400 পদে নিয়োগ হবে । বেতন হবে প্রতি মাসে 12 থেকে 15 হাজার টাকা । তাঁদের নির্দিষ্ট পোশাক থাকবে । বন দফতরের মাধ্যমেই নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি ।

কলকাতা, 20 সেপ্টেম্বর: হাতির গতিবিধি (Elephant movements) নজরে রাখতে এ বার কর্মী নিয়োগ করবে বনদফতর (Forest Department Recruitment)। মঙ্গলবার এই খবর জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick)। রাজ্যে উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে । বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর মাঝে আর মাত্র কয়েকটা দিন বাকি । এরই মধ্যে রাজ্যবাসীকে সুখবর শোনালেন বনমন্ত্রী । হাতির অত্যাচারে অতিষ্ঠ মানুষকে সাহায্য করতে এ বার বনদফতরের তরফ থেকে 600 জন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

যে কর্মীদের নিয়োগ করা হবে তাঁদের মূলত কাজ হবে জনবসতি এলাকায় হাতি প্রবেশের আগেই মানুষকে সজাগ করা । উত্তরবঙ্গের জেলাগুলির বিস্তীর্ণ এলাকার মানুষকে মাঝেমধ্যেই হাতির তাণ্ডবের সামনে পড়তে হয় । হাতির দল মাঠের পর মাঠ ফসল নষ্ট করে দেয়, ঘরবাড়ি ভেঙে দেয়, কখনও কখনও জীবনহানিরও কারণ হয় । মন্ত্রীর কথায়, সরকার চাইছে সাধারণ মানুষের ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে । আর সে কারণেই এই পদ সৃষ্টি ।

মন্ত্রীর কথা অনুসারে, যাঁরা এই চাকরি পাবেন, তাঁদের মূল কাজ হবে হাতির খবর দেওয়া । বন দফতরের তৈরি করা অ্যাপে তাঁদের হাতির গতিবিধি সম্পর্কে তথ্য পাঠাতে হবে । রেলের ক্ষেত্রে স্টেশন মাস্টার সেই অ্যাপ ব্যবহার করবেন । তিনি হাতির খবর জানতে পারলে প্রয়োজন মতো রেলের চালকদের জানাবেন । চালকেরা সেই মতো ধীরগতিতে যাবেন বা অপেক্ষা করবেন হাতি সরে যাওয়া পর্যন্ত । এর ফলে রেললাইনে হাতি কাটা পড়ার ঘটনাও কমবে বলে জানিয়েছেন মন্ত্রী ।

আরও পড়ুন: খোলা বাজার থেকে ঋণ নেওয়ার পরিমাণ বাড়াতে বিধানসভায় আইন সংস্কার করল রাজ্য

এই নিয়োগ প্রসঙ্গে বলতে গিয়ে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, প্রথমে দক্ষিণবঙ্গে 200 পদে নিয়োগ হবে । পরে উত্তরবঙ্গে 400 পদে নিয়োগ হবে । বেতন হবে প্রতি মাসে 12 থেকে 15 হাজার টাকা । তাঁদের নির্দিষ্ট পোশাক থাকবে । বন দফতরের মাধ্যমেই নিয়োগ হবে বলে জানিয়েছেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.